আশা করি সকলেই ভালো আছেন । আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার তোলা সকালের বাজার ।
এই বাজারটা থেকে কিছু কিনতে হলে সকালে যেতে হয়, কারণ এই বাজারটা শুধু মাত্র সকালেই বসে । এই বাজার সকালে থাকার কারণ হলো আশেপাশের সকল অফিস-আদালতে কর্মরত ব্যক্তিরা দুপুরে বাজার করার সময় পায় না তাদের ব্যস্ততার কারণে । যার কারণে তাদের সকালবেলায় বাজার করতে হয়, আর এইজন্য এই বাজার সকালবেলায় বসে । অফিস-আদালতে কর্মরত ব্যক্তিরা ছাড়াও এখানে অন্যান্য স্থানীয় ব্যক্তিরাও এই বাজার থেকে তরিতরকারি ও বাজার সদাই করে, তার কারণ সকালবেলায় বাজার হওয়ায় এটাতে সমস্ত কিছুই একদম টাটকা পাওয়া যায় । এই বাজারের একটা নির্দিষ্ট নাম আছে এবং বাজারের নাম হলো আনন্দ-বাজার। আমি আর আমার বন্ধু একসাথে আনন্দ বাজার গিয়েছিলাম বাজার করতে । তারপর বাজার করে আমরা বাড়ির দিকে অগ্রসর হলাম । আমার বন্ধুর ব্যাগটা নিতে একটু কষ্টই হচ্ছিল । চলুন ছবিগুলো শেয়ার করা যাক -
Twitter