Photography (10% beneficiary to boc)

in Beauty of Creativity7 months ago

আসসালামুআলাইকুম । কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছেন।আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।চলে আসলাম আপনাদের সাথে কিছু কথা ভাগাভাগি করে নিতে। এখন চলছে শীতকাল। এই মৌসুমে সাধারণত গাঁদা ফুল তুলনামূলক বেশি ফুটতে দেখা যায়। এই ফুলের কথা যতো বলবো তত কম হয়ে যাবে।দেখতেও যেমন মনোমুগ্ধকর তেমনি ঘ্রাণ ও সুন্দর। গাঁদা ফুল দুটি রঙের আমি দেখেছি। একটু হলুদ আরেকটু কমলা রঙের। ফুলের রঙ যেমনি হোক এটি দেখতে কিন্তু খুবই সুন্দর।


1703340234519.jpg

1703340652198.jpg

1703340552596.jpg

1703340446252.jpg

1703340321130.jpg

IMG_20230624_103211.jpg


** এরপর আসি আরেকটি ফুলের কথায়।সেটি হলো নয়নতারা।এই ফুলটি বারো মাসেই ফুটে থাকে অর্থাৎ এটি একটি বারো মাসি ফুল। দেখতে কিন্তু খুবই চমৎকার এই ফুলটি। এই ফুলের বিভিন্ন রঙ রয়েছে।একটি গোলাপী,সাদা আর বেগুনি।এই ফুলটি রোদের মধ্যে অনেক ভালোভাবে বেড়ে ওঠে।এই ফুলটির কোনো ঘ্রাণ নেই।তবে এটি দেখলে যে কারো মন ভালো হয়ে যাবে।এরপর আসি জবার কাছে। জবা ফুল চিনে না এমন মানুষ খুব কম আছে।এই ফুলটি সব জায়গায় ই দেখা যায়।এই ফুলটিও বারোমাসি একটি ফুল।এটি বছরে প্রায় সব সময় ই দেখা যায়। এই ফুলটির ও বিভিন্ন রঙ রয়েছে তবে আমার কাছে শুধু এই গোলাপী রঙটি ই রয়েছে। এই ছিলো আজকের ফুল সম্পর্কে আমার কিছু কথা। ফুল এমন একটি জিনিস যা মন ভালো করে দিতে পারে মুহূর্তেই।
ফুল কে কখনো না বলতে নেই।ফুল নিয়ে বলতে গেলে শেষ হবে না।ফুল মানেই ভালোবাসা।**

আজকে এই পর্যন্তই। আশা করছি আপনাদের ভালো লাগবে আমার এই পোস্টটি।ভালো থাকবেন সবাই।শুভ রাত্রি।

Sort:  
 7 months ago 

প্রতিটি ফটোগ্রাফি দেখতে খুব ভাল লাগলো আমার কাছে।

 7 months ago 

ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66892.02
ETH 3513.87
USDT 1.00
SBD 2.67