আমাদের বাড়ির সামনের নীল আকাশের সুন্দর কিছু ফটোগ্রাফি।
আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন। আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আমি আপনাদের মাঝে নীল আকাশের সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করব।আকাশ দেখতে খুবই সুন্দর। আললাহর সৃষ্টির কোনো তুলনা হয় না।আল্লাহর সৃষ্টির মধ্যে আকাশ একটি।
আকাশে প্রতিদিন সকালে সূর্য পূর্ব দিক থেকে উদিত হয় এবং পশ্চিম দিকে ডুবে।সূর্য থেকে আমরা আলো পায়।আকাশে মেঘ লাগে, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি হয়।বৃষ্টি মানুষের অনেক কাজে লাগে। বৃষ্টির পানিতে মানুষ ফসল চাষাবাদ করতে পারে।
আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়,শুধুমাত্র তারা গুলোকে দেখাতে। অনেক গুলো তারা যখন আকাশে থাকে তখন আাকাশ দেখতে সুন্দর লাগে। শুধুমাত্র হৃদয় আর থেকেই আকাশকে ছোঁয়া যায়। কেননা,বাস্তবে তা সম্ভব না।সব কিছুর সীমা আছে, তবে আকাশের কোনো সীমা নেই।
আল্লাহ সুন্দর ভাবে আকাশ সৃষ্টি করেছেন। আকাশ পৃথিবীর মানুষের ছাদস্বরুপ।আাকাশে সূর্য, চাঁদ, তারা,রংধনু, মেঘ ইত্যাদি দেখা যায়। আকাশ সীমাবদ্ধ নয়।মেঘহীন সুন্দর নীল আকাশ একটি ফুল বিহীন বাগানের মতো। আকাশ সব সময় এক রকম থাকে না।কখনো রৌদউজ্জল,আবার কখনো মেঘাচ্ছন্ন।
আকাশে বৃষ্টি থেকে মানুষ যেমন উপকৃত হয়,তেমনি রৌদ থেকেও উপকৃত হয়।শীতের সকালে রৌদকে মিষ্টি লাগে। রৌদে অনেক কিছু শুকানো হয়।আকাশ আমাদের পৃথীটাকে ছাদের মতো করে আগলে রেখেছে। পাখিরা নীল আাকাশে ডানা মেলে উড়ে বেড়ায়।তাই আকাশকে দেখতে অনেক সুন্দর লাগে।
নীল আকাশের বিবরন
শ্রেণীঃ ফটোগ্রাফি
ক্যামেরাঃ Tecno kf8
লোকেশনঃ বাংলাদেশ
নীল আকাশের দারুন ফটোগ্রাফি করেছেন সত্যিই এই সময় আকাশের সৌন্দর্য ভরপুর থাকে।
Your post was upvoted by @hustleaccepted
Hustle Accepted
We're inviting you to join our communities at:
Hustle Accepted III Quit Porn III Quit Drugs III Q&As III Life-Changing Quotes
This is cool photography, my friend, the scenery you show is very beautiful.