বাড়িতে অতিথি আপ্যায়নে সেরা স্বাদে আমের চাটনি @aurin

in Beauty of Creativitylast year

খোসাসহ আমের আচার

উপকরণপরিমাণ
আম১০টি
আদা বাটা১ টেবিল চামচ
রসুন বাটা১ টেবিল চামচ
হলুদ বাটা৪ চা-চামচ
মরিচ২চা চামচ
সরিষা১.১/২ টেবিল চামচ
পাঁচফোড়ন বাটা৩ টেবিল চামচ
চিনি১/২কাপ
লবণ2 চা চামচ
সরিষার তেল১ কাপ
সিরকা৩/৪ কাপ

প্রথমে আমগুলো ধুয়ে খোসাসহ চার ফালি করে পানিতে রাখতে হবে।তারপর আমের পানি ঝরিয়ে ২ চা চামচ হলুদ ও ১চা চামচ লবণ মাখিয়ে একদিন রোদে শুকাতে হবে।
মাঝে মাঝে নাড়াতে হবে।তখন আমের উপরের পানি শুকাবে কিন্তু ভিতরে নরম থাকবে।এখন তেলে তেজপাতা ছেড়ে সব বাটা মসলা দিতে হবে।অল্প অল্প পানি দিয়ে ভাল করে মশলা কষাতে হবে। আম দিয়ে নেড়েচেড়ে দুই-তিনবার ফুটে উঠলে আঁচ কমিয়ে রাখতে হবে।ঢাকনা দেওয়া যাবেনা। আম কিছু সিদ্ধ হলে দুই-তিনবার সিরকা দিতে হবে।মাঝে মাঝে নাড়তে হবে।তারপর আম সম্পূর্ণ সিদ্ধ হলে চিনি ছিটিয়ে দিয়ে হালকাভাবে নেড়ে নেড়ে মিশাতে হবে এবংচুলার আঁচ খুব কম রাখতে হবে।খুব কম আঁচ দুই থেকে তিন ঘণ্টা রেখে নামাতে হবে।পরের দিন আচার ঠান্ডা হলে বোতলের ভরতে হবে। কাচের বোতলে রাখলে আচার ভালো থাকে অনেক দিন।শুধু মাঝে মাঝে রোদে তাপ দিতে হয়।

আমসত্ত্ব

উপকরণপরিমাণ
সড়স পাকা আম৪টি
চিনিহাফকাপ
তেলপরিমাণমতো

প্রথমে কাঠের কোন পুরস্কার টে দুএ শুকিয়ে নিতে হবে এবং তাতে তেল মাখাতে হবে।তারপর একটি আমের খোসা ছাড়িয়ে চিপে শ্বাস ওরসের সাথে 2 টেবিল চামচ চিনি মেশাতে হবে।টে এর উপর আম লেপে দিয়ে করা রোদে রাখতে হবে।আম শুকালে উপরে তেল মেখে এভাবে পর পর চারটি আমের শাস দিয়ে রোদে শুকিয়ে আমসত্ত্ব তৈরি করতে হয়।

কাশ্মীরি আচার

উপকরণপরিমাণ
কাঁচা আম, স্লাইস২ কাপ
চিনিদেড় কাপ
সিরকা৩ভাগের ১ভাগ কাপ
শুকনা মরিচকুচি ২ চা চামচ
আদা স্লাইস২ চা-চামচ
লবণ১ টেবিল চামচ

প্রথমে আমের লবণ মেখে তিন-চার ঘণ্টা ঢেকে রাখতে হবে।টক পানি নেমে গেলে দুই তিনবার ধুয়ে নিতে হবে।তারপর পানিটা ভালো করে জড়াতে হবে।কাঁচি দিয়ে মরিচ মিহি গোল করে কাটতে হবে।তারপর আদা ছুরি দিয়ে নকশা করে পাতলা করে গোল স্লাইস করতে হবে।এখন সসপেনে আম,চিনি,সিরকা, মরিচ,আদা মিশিয়ে চুলায় দিতে হবে এবং মাঝেমাঝে নারাও দিতে হবে। আর খেয়াল রাখতে হবে সিদ্ধ হলো কিনা।সিদ্ধ হলে এবং সিরা গন হলে চুলা থেকে নামতে হবে।এখন আচার পরিষ্কার বুতুলে ভরে রাখতে হবে।

<center

◦•●◉✿ Thank You ✿◉●•◦

Sort:  
 last year 

আমের চাটনি আমার খুবই প্রিয় যদিও এ বছরে আমি তৈরি করতে পারি নাই। আপনার আমের চাটনি গুলো খুবই সুন্দর হয়েছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 last year 

Thank you so much for your opinion.

আমের চাটনি গুলো খুবই সুন্দর হয়েছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 last year 

Thank you.

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68288.30
ETH 2649.13
USDT 1.00
SBD 2.69