আমার তোলা ধান ক্ষেতের আলোকচিত্র 📸

in Beauty of Creativity11 hours ago

বিসমিল্লাহি রহমানির রাহিম

আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু ধান ক্ষেতের সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।

ধান ক্ষেতের আলোকচিত্র

1000060991.jpg
লোকেশন
Device :- realme C55

IMG20230922171021.jpg

IMG20231018115336.jpg

আমরা হচ্ছি ভাতে মাছে বাঙালি। আমাদের ভাত ছাড়া চলে না অন্ততপক্ষে দুপুরের খাবার জন্য ভাত লাগবে এটা সাধারণ বাঙালির বৈশিষ্ট্য। আর ভাত ধান থেকে হয়ে থাকে। আমাদের দেশে সর্বত্র ধান উৎপাদন করা হয়ে থাকে। ধান সাধারণত তিন মৌসুমে চাষ করা হয়। ধানের অনেক জাত রয়েছে। গ্রামাঞ্চলে গেলে মাঠের পর মাঠ ধানের ফসল দেখতে পাওয়া যায়। সবুজ ধান ক্ষেত দেখতে খুবই সুন্দর লাগে। গ্রাম অঞ্চলে ধান ক্ষেতের সৌন্দর্য সত্যি বেশ অসাধারণ হয়ে থাকে। সবুজ প্রকৃতির শস্য শ্যামল ধান ক্ষেতের সৌন্দর্যে মন ভরে যায়। পড়ন্ত বিকেলে সবুজ মাঠে ধানের ক্ষেতের পাশে দিয়ে যেতে খুব ভালো লাগে। গ্রাম অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য খুব কাছ থেকে উপভোগ করা যায়। আমাদের গ্রাম বাংলার বৈচিত্র খুবই সুন্দর। বিশেষ করে সবুজ ফসলের মাঠ দেখতে বেশ সুন্দর লাগে। প্রকৃতির সৌন্দর্য তখনই উপভোগ করা যায় যখন প্রকৃতির কাছাকাছি গিয়ে সময় কাটাতেও বেশ ভালো লাগে। ধান ক্ষেত আর প্রকৃতি দেখতে বেশ ভালো লাগে।

IMG20231024172115.jpg

IMG20231025115844.jpg

IMG20240220091114.jpg

IMG20240228171057.jpg

পোস্ট বিবরণ :-

শ্রেণীআলোকচিত্র
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইল।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn4G1AtrgRoze6iwp.png


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.24
JST 0.039
BTC 104385.12
ETH 3305.40
SBD 6.02