💁Challenge Week-3 এর এই টপিকে আমি বাংলাদেশের এমন এক বাস্তব চিত্র তুলে ধরেছি, যা ...
... হয়তো আমাদের দেশকে কিছুটা ভিন্নভাবে প্রদর্শন করবে। কিন্তু বাস্তবতার ৬০ ভাগই যদি এমন হয়, তবে সেটা তো তুলে ধরতেই হবে। তার মানে এই নয় যে, এই পরিস্থিতি এখনো বর্তমান। আমরা সকলেই ছোট-খাটোভাবে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে পাল্টে দিয়েছি সেই চিত্র। যার ফলাফল স্বরূপ পেয়েছি এর পাশের চিত্রটি। হয়তো এখন আর এই জায়গায় আগের দৃশ্য চোখে পড়ে না। কিন্তু বাংলাদেশে এখনো এমন অনেক জায়গা রয়েছে, যেখানে বাম পাশের চিত্রটি এখনো বর্তমান। রীতিমতো এটাও আমার একটা জনসচেতনতা মূলক প্রচারণা মাত্র। কিন্তু এবার আমার সৌভাগ্য যে APPICS-এর মত একটা প্লাটফর্মে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি। আমি আমার বাংলাদেশী সকল Appics ইউজার ভাই-বোনদের কাছে অনুরোধ করব যেন আমরা আমাদের চারপাশ এভাবেই সর্বদা আবর্জনা মুক্ত রাখি।
@সুস্থ এবং সুন্দর বাংলাদেশ গড়ায় আমাদের একমাত্র লক্ষ্য।❤🇧🇩
Great work bro. 👏 we all should do this type of social work. Best of luck 👍
Thank you vaiya✌
We should keep our planet clean. Great work👊
Exactly. Thank you vaiya❤