Part 2 (যারা পার্ট 1 পড়েন নাই তার আগে ওটা পড়ে আসুন) ওই অ্যাকাউন্ট থেকে কি আমাদের ...

in APPICS5 years ago

... বরাবরই ভোট দেওয়া হবে? অবশ্যই না। ওটা শুধু নতুন যারা আসবে তাদের কে প্রথম দুই এক সপ্তা সাপোর্ট দেওয়া হবে এরপর থেকে আপনাকে ট্রিক্স খাটিয়ে আপনার পোস্টে কিভাবে ডলার বাড়ানো যায় সে ব্যবস্থা করতে হবে। তবে যাদের কনটেন্ট সুপার কুল ভালো হবে তারা অবশ্যই অন্যান্য ইউজার থেকে ভোট পাবেন। এক্সট্রা অনেকটা এরকম আপনাকে অন্যান্যদের সাথে ফ্রেন্ডলী এই মনোভাব তৈরী করে নিতে হবে। সেটা কিভাবে ?
সেটা আপনি করতে পারবেন হলো অন্যান্য ইউজারদের পোস্টে ভোট এবং কমেন্ট করবেন যাতে তারা আপনার পোস্টে ভোট দিতে আগ্রহী হয়।
একটা কথা তেতো হলেও সত্য যে মানুষ তেলা মাথায় তেল দিতে পছন্দ করে কারণ অবশ্যই সবার জানা😂
তো যার কয়েন যত বেশি থাকবে তাকে অন্য সবাই তেল দিতে দুঃখিত😂 ভোট দিতে আগ্রহী হবে।ব্যাপারটা অনেকটা এরকম ধরেন আপনার এক হাজার কয়েন আছে তাহলে অন্য আরও একজনের 1000 কয়েন থাকলে সে আপনার সাথে সহজেই ভোট আদান-প্রদান করতে আগ্রহী হবে। আবার যার 10 হাজার কয়েন আছে সে অন্য আরেকজন যার 10 হাজার কয়েন আছে তার সাথে ভোট আদান-প্রদান করতে আগ্রহী হবে ।আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। না বুজলে কিছু করার নেই এটা একটা সিম্পল বিষয়।
আচ্ছা সেটা না হয় বুঝলাম কিন্তু কার ব্যালেন্স কত সেটা তো জানিনা কিভাবে দেখব? সমস্যা নেই তার সমাধানও আছে। আমার বিগত পোস্ট দেখলে প্রশ্নের উত্তর খুঁজে পাবেন।

এখন দিব আপনাদের প্রথম প্রশ্নের উত্তর🤪
টাকা আপনি পোস্ট করার 7 দিন পরে তুলতে পারবেন সেটা এক টাকা হলেও। তবে সেটা কেন তুলবেন না এবং তুললে কি হবে আশা করি বুঝতে পেরেছেন। আমাদের বাংলাদেশের অ্যাম্বাসেডর @toushik ভাইয়ের কথাই ধরেন না কেন উনিতো বিগত দুই বছর ধরে Appics এর সাথে আছে |উনি কিন্তু এখন পর্যন্ত এক টাকাও উত্তোলন করেন নি উনার বর্তমান ব্যালেন্সঃ 77 হাজার। বোকা নাকি?😂😂
অবশ্যই না। কারণ এখন এক কয়েনের বাজারদর ২-৩ টাকা।একবার চিন্তা করেন যদি এক কয়েনের দাম 10 টাকা থেকে 15 টাকা হয়ে যায় তাহলে কি হবে। কারণ এই কয়েনের দাম শেয়ারবাজারের মতো ওঠানামা করে(আগের পোষ্টে বলেছিলাম এটা হতে পারে আপনার লাইফ চেঞ্জ এর কোন একটা সুযোগ।)শুধু তাই না তার এই ব্যালেন্সের কারণে অন্যান্য ইউজার থেকে অনেক অনেক ভোট পায়। সে যদি সব কয়েন গুলো তুলে ফেলত তাহলে এই ভোটগুলো সে পেত না।
এখন আপনাদের কোন কিছু জানার থাকলে টেলিগ্রামে বলবেন অবশ্যই উত্তর দেওয়া হবে।

সর্বশেষ নিউজ হল গত সোমবার আমি বাংলাদেশের পক্ষে দ্বিতীয় অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছি।

353e429c06b701091a15c4d7666e3651

Powered by APPICS - visit us at appics.com

Sort:  

Agree! I think 🙃 since I cant translate your post and u fortunately dont master your language

Congratulations vai for being the second ambassador of Bangladesh👍 অনেক অনেক শুভকামনা আপনার জন্য💙

congratulation my dear😍😍

Thank you♥️🤝

Congratulation bro

Thanks man🤝

Congratulation Bro😍😍

Thanks dear

Congratulation ambassador sir... 🥳🥳🥳🥳🍾🍾🍾🍾🍾

Haha,Thank you thank you so much :)

অনেক শুভকামনা আপনার জন্য। চালিয়ে যান।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.25
JST 0.038
BTC 105148.00
ETH 3352.90
SBD 4.09