THE DIARY GAME: DATE: (06/08/2020) : A day of journey to Dhaka

প্রতিদিনের মতোই সকালে পাখির কিচিরমিচির শব্দ শুনে ঘুম ভাঙ্গে। গতকাল রাতেই টিকিট কাটা হয়ে গেছে গ্রাম ছাড়তে হবে যে আজকে। কিছুই করার নেই ঈদের ছুটি তো শেষ আবারো ফিরে যেতে হবে সেই হবে সেই ইট পাথরের শহরে যান্ত্রিক জীবনে। চোখে ঘুম রেখেই উঠতে থাকি। এটা তো আর ঢাকা নয় যে বের হলেই চায়ের দোকানে চা পাওয়া যাবে তাই মামীকে ডেকে বলি এক কাপ চা দেওয়ার জন্য আমি বের হব।

IMG_20191011_203646.jpg

রীতিমতন নিজের ব্যাগ গুছিয়ে হালকা নাস্তা করে এক কাপ চা খেয়ে বের হয়ে যাই সবাইকে বিদায় জানিয়ে। আবার কবে আসা হবে হয়তো কোন ছুটির দিন অথবা কোন জরুরী দরকারে। গ্রামের বাড়ি থেকে মেইন সড়কে উঠতে মোটামুটি পাঁচ মিনিটের মতো হাঁটতে হয় সেখান থেকে বাস স্ট্যান্ড এর জন্য গাড়িতে উঠতে হবে। শেষবারের মতো গ্রামের সবুজ প্রকৃতির মধ্যে একবার চোখ বুলিয়ে হাঁটতে শুরু করি পাঁচ সাত মিনিটের মধ্যে মেইন সড়কে পৌঁছে যাই সেখান থেকে সিএনজি করে ২০ টাকা ভাড়া দিয়ে পৌঁছাতে হয় বাসস্ট্যান্ডে। ঠিক সময় বাস আসবে না এটি বাংলাদেশের মোটামুটি একটি রীতি হয়ে দাঁড়িয়েছে যাইহোক নয়টার বাদ শেষ পর্যন্ত এসে পৌঁছেছে সাড়ে নয়টায়। এক বোতল পানি আর এক প্যাকেট চিপস নিয়ে নিজের জায়গাটি খুঁজেই উঠে বসে পড়ি। আমি সচরাচর জানালার পাশে বসতে পছন্দ করি।

received_606477093629125.jpeg

কিছুক্ষণের মধ্যে বাস চলতে শুরু করে। নদী গাছপালাগুলো পেছনে ফেলে গ্রাম ছেড়ে শহরে দিকে ঢুকতে থাকে ইঞ্জিন চালিত যানটি।

IMG_20200806_133245.jpg

দীর্ঘ সময় ভ্রমণ কিছুই করার নেই হেডফোনটি পকেট থেকে বের করে মোবাইলে পছন্দের প্লেলিস্টটি ছেড়ে দিয়ে শুনতে থাকি। আমার পছন্দের গান অনেক রয়েছে তার মধ্যে রয়েছে

‌>শিরোনামহীনের তুমি চেয়ে আছ তাই

‌মিনারের কেউ কথা রাখেনি
‌ আমার সকল অভিযোগ

IMG_20200807_015148.jpg

কিছু ইংলিশ গানও ছিল যেমন

‌ Hiding from the rain and snow
‌you look so beautiful in white
‌remember when i told you
‌in the end it doesn’t even matter

IMG_20200807_015125.jpg

দুপুর 2 টায় বাসায় এসে পৌঁছাই। বাসায় তেমন কিছু রান্না হয়নি। বোয়াল মাছের ভুনা ডাল আর ভাত দিয়ে দুপুরের খাবারটা খেয়েই শুয়ে পড়ি শুয়ে পড়ি। দীর্ঘ ভ্রমণে পর শরীর খুব ক্লান্ত একটা ছোট ঘুম হলে খারাপ কি তাই চোখ বুঝেই পাড়ি দেই ঘুমের দেশে। আসরের আজানের শব্দ শুনে ঘুম ভাঙ্গে। ঘুম থেকে উঠে নামাজ পড়ে কিছুক্ষণ বাইরে হাঁটাহাঁটি করি। ছাদের কাজগুলোকে অনেকদিন দেখা হয় না।

IMG_20200110_123514.jpg

সন্ধ্যায় বের হয়ে হয়ে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে আসি। বাসায় ফিরে কোন কিছুই করার ছিল না। কিছুক্ষণ ইউটিউব ঘুরে কিছু নাটক দেখতে থাকি। তার মধ্যে যে নাটকটি আজকে অনেক বেশি ভালো লেগেছে তা হচ্ছে উপহার।

Screenshot_2020-08-07-01-50-39-672_com.google.android.youtube.jpg

রাত দশটায় রাতের খাবার সেরে ফেলি সব মিলিয়ে ভালোই একটি দিন কাটিয়েছি আজকে। আমার একটি বাজে স্বভাব রাতে খাবারের পর ছাদে গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি না করলে ভালো লাগে না। আকাশের চাঁদটা আজকে খুব খারাপ দেখাচ্ছিলো না

IMG_20200606_002041.jpg

হাটাহাটি পর্ব শেষ করেই যথারীতি বিছানায় মাথা গুজে শুয়ে পড়ি একটি দিনের শেষ আরেকটি সূর্যোদয়ের অপেক্ষা।

Sort:  

Wondrful writing.

You have been upvoted by @toufiq777 A Country Representative from BANGLADESH we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update on Steem Community and other writing challenges and contest such as The diary game

Also join LUCKY 10S

It was nice shot of moonlit night.
Thanks for sharing your diary with us,

Here is a little tips from @steemitblog,

  • adding a caption in your photo will make it lot more attractive. tutorial

For more follow @steemitblog for the latest update on Steem Community such as some tips and curation!
One Percent For Everyone

Also join LUCKY 10S

#onepercent

#bangladesh

greeting from @tarpan

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.26
JST 0.040
BTC 96485.39
ETH 3479.17
SBD 1.56