THE DIARY GAME:DATE(3/8/2020) আজকের দিনের গল্প

in Bangladeshi Steemian4 years ago

আসসালামুআলাইকুম শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভাল আছেন। আসলে ভাল থাকার মাঝেও অনেক মজা আছে তাই সকলের ভাল থাকার চেষ্টা করতেই হবে। আমি একটু দেরিতেই ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যাই বাজারে চা খেতে। চা খাওয়া আসলে সবারই পছন্দ। চা খেয়ে মন চায় সকালের সুন্দর আবওহাওয়ায় ঘুরতে তাই একটু হাটাহাটি করি। সকালের হাটাহাটি সত্তি শরীরের জন্য উপকারী। সকালে পরিবেশটা এতটা সুন্দর থাকে তা বলার অপেক্ষা রাখে না।

IMG20200803084340.jpg

তারপর বাসায় এসে আম্মুর হাতে বানান নাস্তা করে গেলাম আবার বাহিরে বন্ধুদের সাথে গেম খেলতে। কারন এখন প্রায় সব শিক্ষাগার বন্ধ। সময় সুধু বন্ধুদের সাথে মজামাস্তি করার। গেম খেলতে সত্তি আমার অনেক ভাল লাগে। গেম মানুষের মনকে ভাল রাখার চেষ্টা করে।

received_635606787059434.jpeg

দুপুর গরিয়ে আসতেই বন্ধুরা মিলে ভাবলাম আজকে দুরে কোথাও নদির পানিতে গোসল করতে যাব। আমাদের বাসা থেকে যামুনা নদী খুব একটা দুরে না তাই ভাবলাম যামুনাতেই যাব গোসল করতে। সবাই বাসায় গিয়ে যার যার গাড়ি নিয়ে বের হলাম যামুনা নদির উদ্দেশ্যে। নদীর ধারে গিয়ে মনটা জুরিয়ে গেলো পানি টলমল দেখে। তারপর সবাই গোসল দেওয়ার জন্য প্রস্তুতি নিল সাথে আমিও নিলাম। নদীর পানিতে গোসল করার মজাই আলাদা। প্রায় দুই ঘন্টা বন্ধুদের সাথে যামুনা নদীর পানিতে গোসল করলাম। বন্ধুরা মিলে একসাথে সাতার কাটলাম। অনেকেই আবার ব্রিজ এর উপর থেকে লাফালাফি করলো। সব মিলিয়ে সত্তি গোসল করাটা অনেক মজায় মজায় কাটলো।

received_2406020913027092.jpeg

received_3547740291937537.jpeg

গোসল সম্পুর্ণ করে বাসায় এসে আম্মুর হাতে বানানো দুপুরের খাবার খেয়ে বিছানায় গিয়ে আরাম করলাম। দুপুর গরিয়ে বিকেল চলে আসলো। বন্ধুরা সবাই মিলে ভাবলাম ঘুরে আসি। আমার ভ্রমন করাটা সত্তিই আসক্তি। আর সব থেকে ভাল কথা কি ভ্রমন মানুষের শরীর ও মন উভয়কেই ভাল রাখে। ভ্রমনে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। তারপর বের হলাম গাড়ি নিয়ে ভ্রমনে। বিকেলটা কাটলো বন্ধুদের সাথে ভ্রমনে। সকালের পরিবেশ যেমন সুন্দর থাকে তেমনি বিকেলের পরিবশটাও অনেক সুন্দর থাকে। বিকেলে অনেক ঘুরাঘুরির পর কিছু হাল্কা খাবার খেয়ে আবার বাসায় চলে আসলাম।

IMG_20200801_222327.jpg

IMG_1590750568987.jpg

বিকেল গরিয়ে সন্ধ্যা নেমে আসলো। সন্ধার পর আব্বু আম্মুর ভাই বোনদের সাথে গল্প করে রাতের খাবার খেয়ে নিলাম। তারপর নিজের রুমে শুয়েবসে বিস্রাম করে গেলাম জোস্না মাখা আকাশ দেখতে। রাতের আকাশ যেন তারায় পরিপূর্ণ হয়ে গেছে। জোস্নার আলয় একটু হাটাহাটি করে মনটা ফ্রেশ করে আবার বাসায় ফিরে আসলাম।
received_859572621236119.jpeg
বাসায় এসে দেখি ১০টা বেজে গেছে। তখন মনটা ছবি দেখতে আকুল হয়ে পরলো। কম্পিউটার চালু করে বসে পরলাম ছবি দেখতে। ছবি দেখতে ভালই লাগে আমার। আমি প্রতিদিনই প্রায় ছবি দেখি। দেখতে দেখতে দিন রাত্রি প্রায় শেষ হয়ে গেল।

IMG20200803200243.jpg

দেখতে দেখতে দিন রাত্রি প্রায় শেষ হয়ে গেল। যাইহোক আজকের দিনটা সত্তিই অনেক আনন্দের ছিল। এরকম দিন যেন প্রতিনিয়ত আসে আলহামদুলিল্লাহ।

Sort:  

অসাধারণ পোস্ট ভাই৷ কনটিনিউ এভাবেই কাজ করে যাবেন৷

ধন্যবাদ ভাই।

আপনার পোস্ট অনেক সুন্দর হয়েছে। প্রতিদিন চেষ্টা করবেন যাতে এক দিন মিস না হয়। আর আপনি চাইলে আপনার পোস্ট ফেসবুক শেয়ার করতে পারেন ,এতে করে আপনার বন্ধুরা এখানে কাজ করতে আগ্রহ হবে। থ্যাংক ইউ

ধন্যবাদ ভাই। চেষ্টা করব।

You have done a very good post . keep it up.
Thanks for sharing your diary with us,

For more follow @steemitblog for the latest update on Steem Community such as some early tips!

Also join LUCKY 10S

greeting from @tarpan

You have been upvoted by @tarpan A Country Representative from BANGLADESH we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update on Steem Community and other writing challenges and contest such as The diary game

Also join LUCKY 10S

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.26
JST 0.040
BTC 100671.43
ETH 3655.73
USDT 1.00
SBD 3.14