THE DIARY GAME: DATE(19/08/2020). আজকের বিশেষ দিন।
আপনারা সবাই কেমন আছেন?
আশা করি ভালো আছেন।
আমিও ভালো আছি।
আজকের দিনটি ছিল অন্যরকম।
একটু উপহার এর মত। আর সেটি দিয়েছেন আমার বাবা।
এই উপহার কেমন করে বাবা আমাকে দিল তা জানা যাক।
আজ সকাল -
সকালে ঘুম থেকে উঠলাম সকাল ৭ টার সময়। তার পর হাতমুখ ধুয়ে উঠলাম। তার পরও দেখছি আমার এখনও ঘুম ছারে নাই। তার পর আবার ঘুমিয়ে পড়লাম। এবার ঘুম থেকে উঠলাম সকাল ৮ টার সময়।
তখন উঠে একটু পড়তে বসলাম। এই একটু পড়াটাও ভালো করে হলো না আজ। কারণ পড়ার সময় আজে বাজে ভাবনা চলে আসে।
তাই পড়া হল না।
তার পর ৮ঃ৩০ এর দিকে সবাই খাইতে বসলাম।
সকাল ৯ টার মধ্য সবাই খাওয়া দাওয়া সারলাম। তার পর ভাই চলে গেল শোরুমে। বাবা একটু দেরি করলেন।
তার পর বাবা আমাকে বলল তুমি রেডি হও। আমি আর কথা না বারিয়ে রেডি হয়ে গেলাম।
তার পর আমরা দুজন শোরুমে যাওয়ার পর বাবা আমাকে গাড়ি বের করতে বলল। আমি গাড়ি বের করে নিয়ে আসলাম। তখন বাবা বলল আমরা মাওয়া যাচ্ছি আমাদের কিছু পন্য ডেলিভারি করার জন্য।
আমি আর কোন কথাই বললাম না কারণ আমার মাওয়া ঘাট অর্থাৎ পদ্না সেতু দেখার হচ্ছা ছিল।
সকাল ৯ টা ৪৫ মি. এ যাত্রা শুরু করলাম।
এবং পৌছালাম ১২ টা ১৫ মি. এ।
মাওয়া যাওয়া সময় অনেক প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়ল। দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। মনটা চাইছিল প্রকৃতির সাথে মিসে যাই।
যাই হোক। আমরা পৌছালাম মাওযা ঘাট এ।
সেখানে অনেকক্ষন ছিলাম।
সেখানে দাড়িয়ে থেকে নৌকা, ফেরি ইত্যাদি পারাপার হতে দেখলাম। খুব ভালো লাগছিল আমার। আমি আর বাবা এই দৃশ্য উপভোগ করলাম।
তা ছারা আমি একটু বেশিই আনন্দে ছিলাম। কারণ হল আমি এর আগে কখনই এখানে আসি নি। তাই আমি এদিক ওদিখ ঘুরে ঘুরে দেখতে লাগলাম।
আমি খুব মজা পেলাম তখন।
তার পর আমি আর বাবা দুপুর ১ টার আগে চলে গেলাম যেখানে পন্য নিবে।
তার পর আমরা যাওয়ার পর গাড়ি আসল।
তারপর সকল পন্য গাড়ি থেকে নামাল হেলপার আর সেখান কার এক লোক।
আর এই পন্য নামিয়ে তাদের বুঝিয় দিয়ে টাকা নিতে প্রায় ৩ টা বেজে গেল। এল মধ্যে আমি আর বাবা পুরি খেয়েছিলাম।
তার পর ঐখান থেকে রওনা হলাম ৩ঃ৩০ এল দিকে৷ বাসায় আসতে সময় লাগল ২ঃ৩০ মি. প্রায়। তার পর বাসায় এসে গরুর মাংস দিয়ে ভাত খেলাম।
তার পর বাবা আমাকে আর আমার মামাত ভাইকে এক কাজে পাঠাল। সেখান থেকে আসতে আসতে রাত ৮ টার সময় শোরুমের সামনে আসি।
রাত বেশি হওয়ায় বাসায় চলে এলাম। তারপর বাসায় এসে হাতমুখ ধুলাম। তার পর কিছুক্ষন সুয়েছিলাম।
তারপর রাত ৯ টা ৩০ মিনিট পর বাবা আসল বাসায়। তারপর রাত ১০ টার দিকে সবাই খাইতে বসলাম। এবং ১০ টা ৪৫ এর মধ্যে আমরা খাওয়ার সকল কাজকর্ম শেষ করলাম।
মার শরীর খারাপ থাকয় খাবার পর আমি মার জন্য ঔষুধ কিনে রাত প্রায় ১১ টার সময় বাসায় আসলাম।
তারপর আমার শোয়ার বিছানা ঠিক করলাম।
এবং সুয়ে পড়লাম। আর এই শুয়ে থাকার মধ্যে দিয়ে আজকের আমার এই ভাল দিনটি চলে যাবে
ধন্যবাদ বাবা। আমাকে আজকের দিনটি উপহার দেওয়ার জন্য।
Quality time spended!! Exploring nature is an wonderful experience! you and your dad, both are so joyful and active
#onepercent
#bangladesh