THE DIARY GAME : DATE (07/08/2020): আমার কথা গুলো

in Bangladeshi Steemian4 years ago

IMG_20200807_203451.jpg
CAPTION: ITS ME WHEN I WAS GO FOR TRAVEL.

রৌদ্রের প্রখরতা, বাহির থেকে এক ফালি রোদ ঘরে এসে উকি দিচ্ছে।
গরম অনুভূত হওয়ার সাথেই ঘুম ভেঙ্গে যায়।
রোদ যেন আজ একটু তাড়াতাড়ি উঠল।

"সুয্যি মামা জাগার আগে উঠব আমি জেগে" কথাটার সাথে আজকের আমার কার্যক্রমের মিল নেই।
বিছানায় শুয়ে শুয়েই এগুলা ভাবা।
সময় ৭ টা হবে হয়তো।ঘর থেকে বাহিরে গেলাম, দেখতে পেলাম রোদের প্রখরভাব।

রুমে ফিরে এসে দাত ব্রাশ করলাম এবং হাতমুখ ধুয়ে ফ্রেশ হলাম।
সময়টা বেশি না হলেও রৌদ্রের কারনে বুঝা যাচ্ছে খুব একটা বেলা হয়ে গেছে।
ঘড়ির সাথে যার একটু ভাব আছে সে হয়তো সঠিকতা বুঝতে পারে।

আমার দৈনন্দিন কাজ যেটা দিয়ে আমি দিন শুরু করি সেটাই করলাম।
একটা হাঁটাহাঁটি গ্রামের পরিবেশ টা দেখা।
শহরের তুলনায় গ্রামের পরিবেশ বেশ ভালো। কোনো কোলাহল নেই, সবই শান্ত শিষ্ট।

গ্রামের প্রাকৃতিক দৃশ্য আসলেই উপভোগ করার মত যা সবাইকে মুগ্ধ করে।
প্রত্যেকটা গ্রামেরই কোনো না কোনো বিশেষত থাকে বা কোনো প্রাকৃতিক নিদর্শন থাকে।

IMG_20200804_131500.jpg
CAPTION: NATURAL VIEW OF VILLAGE

এটা মনে হয় গ্রামের কোনো আলদা বৈশিষ্ট্য।
এবং এর একেকটা দৃশ্য মনোমুগ্ধতা তৈরি করে মানব মনে।

শীতকালে অবশ্য এখনের চেয়ে ভালো কিছু উপভোগ করা যায়। চারদিকে কুয়াশার চাদরে ঢাকা থাকে। সবকিছুই যেন মুগ্ধ করে আমাদের।

বেশ কিছুক্ষণের একটা এক্সারসাইজ শেষে রুমে এসে ব্রেকফাস্ট করলাম৷

আগের থিওরিটাই কাজে লাগানো। যাইহোক, নাস্তায় পাওয়া গেলো লাচ্ছা সেমাই আর চা।

IMG_20200807_175645.jpg
CAPTION: THIS IS MY BREAKFAST

সেমাই যদিও একটা পছন্দ করি না।
শুধু সেমাই না মিষ্টি জাত দ্রব্যের প্রতি আমার আগে থেকেই একটা অনীহা কাজ করে।
খেতে পারি না আর কি মুলত এই টাইপের কিছু।

তবে চায়ের সাথে আবার অন্য কিছুর তুলনা করি না। কারন চা হচ্ছে একটি তরল জাত পানীয়। এই কারনেই চা খাওয়া হয়। তাছাড়াও এটা মুলত দীর্ঘ দিনের অভ্যাস।

৯ টা ৩০ মিনিট,
পত্রিকা টা বের করলাম৷ আমাদের চারপাশের ঘটনাবলী জানতে প্রতিদিন অন্ততপক্ষে দুএকটি পত্রিকা পড়ার প্রয়োজন।
এখনতো আর পত্রিকা কেনার প্রয়োজন হয় না।

ইন্টারনেট তো আমাদের এই সম্পর্কিত সার্ভিস গুলা একদম হাতের মুঠোয় এনে দিয়েছে।
যাইহোক, প্রতিদিনের মতো আজকেও পত্রিকা গুলো চেক করলাম৷

১০ টা ৪৫ মিনিটে, মোবালই ফোনের কাজ গুলো শেষ করলাম৷
মোবাইল ফোনের কাজ বলতে আগের এক্টিভিটিস গুলোই সাধারণত করা হয়। কারন এ ছাড়া আর কি করার আছে?
এটাতো দিনকে দিন আমাদের নিত্য প্রয়োজনীয় কাজ যেটাকে বলা হয়, অনেকটা এরকমই হয়ে গেছে।

অবশ্য নিজেকে দোষারোপ করে লাভ নেই। এটা অনেকটা যুগের পরিবর্তন আর কি।
যেখানে প্রযুক্তির কাছে প্রতিনিয়তই হার মানতে হয়।

অনলাইনের কার্যক্রমের মধ্যে অন্যতম ছিলো, ফ্রেন্ডসদের সাথে কথা বলা।
সেটাই আসলে মেজর কোনো ভালো দিক যদি থাকে তাহলে সেটাই।
কথা বললাম এই আরকি ভালো মন্দ, কি করা হয়? কেমন যাচ্ছে দিনকাল? এসবই।

প্রায় ১২ টা ২০ মিনিট হবে, গোসল করলাম। এসময়টা প্রায় রুটিনের মধ্যেই পড়ে।
যদি সময় ২ টা পেরিয়ে যায়! তাহলে বলতে হবে যে আউট অফ রুটিন।

প্রায় ২ টার দিকে একটু বিশ্রাম নিলাম। ঘুমঘুম ভাব ছিলো।
শুতেই ঘুম লেগে যায়, কিন্তু ভাতিজি(বড় ভাইয়ের মেয়ে)এসে ঘুম ভেঙ্গে দিয়ে চলে গেলো।
আবদার করছে চকলেট খাবে। বয়স তেমন একটা না হয়তো ৩ অথবা সাড়ে ৩ বছর হবে।
যাইহোক, চকলেট দিয়ে বিদায় করলাম৷

প্রায় ৩ টা ৩০ মিনিট, দুপুরের খাবার খেলাম। অবশ্য প্রায়শই দুপুরে ২ টার দিকে খাওয়া হয় কিন্তু আজকে "আউট অফ রুটিন"।
ব্যাপার না মানিয়ে নেয়া যায়। একদিন দুইদিন এরকম হতেই পারে। খাবারের মেনু তালিকায় ছিলোঃ

১। সাদা ভাত
২।মাছের তরকারি
৩। চাটনি

IMG_20200807_202941.jpg
CAPTION: WHITE RICE

এটা অনেকটা ট্রাডিশনাল খাবারের মতই। আবার পুরোপুরি এটাও না।
মাছে ভাতে বাঙ্গালী, খাবার মানেই যেন বাঙ্গালীয়ানদের মাছ হওয়া চাই।

IMG_20200807_202840.jpg
CAPTION:FISH CURRY

খাওয়াদাওয়া শেষ করে একটু রেস্ট নেয়া।
এই সময়টা আসলে কাটানো কষ্টকর, উভয় সংকট যেটাকে বলা হয়। সেটার মধ্য দিয়েই যাচ্ছি।
একদিকে করোনা সংক্রান্ত সমস্যা আবার আরেকদিকে বন্যা কবলিত হয়ে পড়া।
কোভিড ১৯ অবশ্য সাড়া দেশেই ফেস করছে যদিও শুধু আমরাই না।

৪ টা বেজে গেছে ইতোমধ্যে, কোথাও বের হইনি।
যদিও আজকে একজন বন্ধুর সাথে দেখা করার কথা ছিল।
তবে দেখা করতে যাওয়া হয়নি। কারনটা তেমন কিছু না, এমনি ভালো লাগেনা টাইপ।
সারাটা বিকাল অনলাইনেই কাটালাম। যদিও বোরিং লাগছিলো।তারপরও কিছু করার নাই এটাই করতে হবে।

সময় টা তো অন্তত পার করতে হবে। তাই মেসেঞ্জার গ্রুপ, টেলিগ্রামে, ফেসবুকে, এধরনের প্লাটফর্মে বিকেল টা কাটলো। বন্ধদের সাথে চ্যাট করা, প্রয়োজনীয় পরামর্শ নেয়া এভাবেই চলে গেলো বিকাল বেলা।

সন্ধ্যা ৭ টা বেজে গেছে, বসে আছি একা।

IMG_20200807_203254.jpg
CAPTION: SITTING ALONE

ভাবলাম সাড়াদিনের কর্মকাণ্ডের কথা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে হয়তো ব্যস্ত সময় কাটাতাম। হয়তো বাড়ির কাজ থাকতো।
নয়তো টিউশনি করতাম।
কিন্তু এখনতো কিছুই করা যাচ্ছেনা, শুধু অপেক্ষা করা ছাড়া আর কি বা করার আছে।

৭ টা ৪৫ মিনিট, রং চা খেলাম।

IMG_20200807_194813.jpg
CAPTION: COLOR TEA

বাসার ভিতরেই। তাও ফ্যামিলির বানানো চা।
এই চা টাই ভালো বন্ধু হিসেবে কিছুক্ষণের সঙ্গী হয়ে থাকে। একাকীত্ব টা দুর হয় আরকি।
চায়ের সাথে যদি এক বা দু টুকরো আদা দেয়া হয় তাহলে তো কথাই নেই।
যেমনটা এক ডিলে দুই পাখি মারার মত। চা টা বেশ ভালোই উপভোগ করলাম।

রাতে ডিনার করবো তারপর ১২ টার দিকে সম্ভবত ঘুমাতে যাব বা আরও পরে।
যদি কোনো কাজ থাকে তাহলে তো নতুন সিডিউল করতে হবে।

মোটের উপর, যদিও দিনটি তেমন ভালো কাটেনি, তারপর ও এতোটাও খারাপ ছিলো না।

Sort:  

অসাধারণ লিখেছেন ভাই। আশা করব @steemcurator01 শিগ্রই ভোট দিবে আপনাকে।

 4 years ago (edited)

Hi @mohibur সত্যি আপনার কোনো তুলনা হয়না। অনেক সুন্দর করে আপনি পোস্ট লেখেন। আপনার পোস্ট অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ

ভালো লিখেছেন ভাই ধন্যবাদ৷ প্রতিদিন পোস্ট করেন ইনশাআল্লাহ ভালো সাপোর্ট পাবেন৷

Thank you for taking part in The Diary Game on Steem.

Keep following @steemitblog for the latest updates.

The Steemit Team

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.26
JST 0.040
BTC 100671.43
ETH 3655.73
USDT 1.00
SBD 3.14