THE DIARY GAME:DATE(02/09/2020): A BEAUTIFUL DAY.
৮ টায় ঘুম থেকে উঠলাম। তারপর শুয়ে থাকলাম ঘুমে না অবশ্য। এমনিতেই শুয়ে শুয়ে মোবাইল ঘাটাঘাটি করা। এমনি অনেকটা সময় কেটে গেলো। বিশেষকরে ফেসবুকে অনেকটা সময় দেয়া হয়েছিলো তাই, একটু দেরি হয়ে গেলো উঠতে।
৯ টা ২০ মিনিটে ফ্রেশ হলাম। আজ আর কোথাও হাঁটতে যাওয়া হয় নাই। কারন একেতো দেরিতে ঘুম থেকে উঠা তারপর আবার গরম আবহাওয়া।কত ডিগ্রি যে হবে কে জানে। তবে এই গত কয়েকদিনে মাত্রাতিরিক্ত গরম পড়ছে। গ্রাম অঞ্চলে আবার একটা সমস্যা বিদ্যুৎ থাকে না সবসময়।
গোসল করলাম প্রায় ১০ টার দিকে। তারপর রুমে এসে একটু মোবাইল হাতে নিলাম। গতরাতে এই মোবাইলের কারনেই দেরিতে ঘুম থেকে উঠা তার ফলসরূপ রুটিনের বিশৃঙ্খলা।
মোবাইল হাতে নেয়ার পর একটু ফেসবুক চেকিং করলাম। তারপর স্টিমিটে ঢুকলাম এবং পোস্ট গুলো দেখলাম নতুন কোনো আপডেট আসলো কিনা।
১১ টা ৪০ মিনিট, হাতের কাজ গুলো শেষ। নিরিবিলি একটু বিশ্রাম নিলাম। দুজন হলে হয়তো একটু আড্ডা দেয়া যেত এবং এটা ওটা কথা বলা যেতো।
১১ টা ৫০ মিনিট, হাতের কাজ গুলো শেষ। নিরিবিলি একটু বিশ্রাম নিলাম। দুজন হলে হয়তো একটু আড্ডা দেয়া যেত এবং এটা ওটা কথা বলা যেতো।
অনেকদিন ভালো করে গান শুনি না। এটা ওটা করেই সময় পেরিয়ে যায়। তাই একটু গান শুলার প্রস্তুতি নিচ্ছিলাম। প্রস্তুতি বলতে মিউজিক বক্সটা সেট করা। তারপর যে গান গুলো শুনবো তার একটা প্লে লিষ্ট বানালাম।
গানের তালিকায় ছিলঃ
১।দিনে দিনে
২। এখনো মাঝে মাঝে
৩। লুকোচুরি
৪।প্রেমহীন
৫। সামাজাভারাগামানা
২ টা ৩০ মিনিটের দিকে দুপুরের খাবার খেলাম। আজকে কোথাও যাওয়া হয়নি। তাই বাড়িতেই অবস্থান করছি। সেই সুবাদে ঠিক টাইমেই লাঞ্চ করতে পারলাম।খাওয়াদাওয়া শেষ করলাম প্রায় ৩ টা ০ মিনিটের দিকে।
খাবারের তালিকায় ছিলো মূলতঃ
১।ভাত
২।মাংস
৩।মাছের তরকারি
খাওয়াদাওয়া শেষে আজকের পত্রিকা টা একটু চেক করলাম। বেশ কয়েকটা আর্টিকেল পরখ করা হলো।
বেলা ৪ টার দিকে একটু ইউটিউবে ঢুকলাম। বেশ কিছু গান প্লে করলাম। এবং সাই সাথে বিভিন্ন ধরনের ভিডিও প্লে করলাম।
৫ টা বাজে, চলে আসলাম। গ্রামের বাজারে বন্ধুদের সাথে একটু আড্ডা দেয়া। সাধারণত বাজারে আসলে দেখা করে যাই। তাই বাজারে এসে বন্ধুকে ফোন দিলাম। অনেকসময় আড্ডা দিলাম, ঘুরাঘুরি করলাম।
সময় ৭ টা বেজে ১০ মিনিট, চা খেলাম। চা খেতে খেতে ফেসবুক টা একটু চেকিং করলাম। এটা অনেকটা এরকম যে এক হাতে চায়ের কাপ আবার অন্য হাতে মোবাইল ধরে স্ক্রল করা। ফেসবুক টা আসলে এই সময়েই ব্যবহার করি। কারন ফেসবুকের সাথে চা খাওয়া টা উপভোগ করা যায়।
শুধু ফেসবুক নয় অনলাইনের অন্যান্য সব কার্যক্রম শেষ করলাম একে একে।
এভাবেই দিন গেলো আজকের।
You have presented your post in a very beautiful way.I hope you have a good day by the grace of God.I hope you will get good support by posting like this.I hope you will vote for @steemcurator01 in your post soon.