THE DIARY GAME : DATE (01/08/2020): আমার দিনলিপি

in Bangladeshi Steemian4 years ago

IMG_20200801_170516.jpg

আমি স্বভাবতই সকালে একটু দেরিতে ঘুমথেকে উঠি,যদিও সকাল সকাল উঠা স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু আজকে ঈদের দিন হওয়াতে একটু সকাল সকাল উঠতে হলো ।
৭টা বেজে ৩০মিনিটে গোসল করলাম কাপড় পড়লাম, কিন্তু দুঃখের বিষয় রাস্তা ঘাট পানিতে ডুবে যাওয়ায় আর ঈদ নামাজে যাওয়া হলো না।

বড় হওয়ার পর এই প্রথম কোনো ঈদ নামাজে আমি ছিলাম না। তারপর হালকা নাস্তা করলাম, বাঙ্গালীদের তো আবার কোনো উৎসব হলে পিঠার আমেজ থাকে, সেক্ষেত্রে আমাদের ও একই অবস্থা, পিঠা পর্বে আমি তেমন একটা পারফেক্ট না যদিও তারপরও একদুইটা তো খাওয়াই যায়। তারপর একটু এদিক ওদিক ঘুরাঘুরি...........

সময়টা আসলে খুব দ্রুতই চলে যায়, দেখতে দেখতেই পবিত্র ঈদ উল আযহা চলে আসলো।এবং আজকে সেটা উদযাপন করছি। ৯টা ৩০মিনিটে পশু কোরবানি দিলাম।

IMG_20200801_170745.jpg

লোকবল বেশী না থাকায় আমাকেও কাজে লাগতে হলো, মাংস কাটা,
এবং এদিক ওদিকে ঘুরাঘুরি, আগে কখনো করিনি এবার প্রথম একদিকে যেমন নতুন অভিজ্ঞতা, আবার খুব দখলও গেল। সত্যি বলতে, বিষয়টা উপভোগ্যই ছিলো।

IMG_20200801_170643.jpg

১২ টা ৪৫ এর দিকে মাংস কাটা শেষ হলো। যাইহোক আনুষ্ঠানিকতা শেষ করে প্রায় ২ টার দিকে দুপুরের খাবার খেলাম। দুপুরের খাবারের পর সময়টা ঘুমানোর কিন্তু ঈদের দিন হওয়াতে সেটা আর হলো না। কারন বাড়িতে মানুষ জনের আনাগোনা ও হৈচৈ এই কারনেই ঘুমানো গেলো না।

তারপর একটু হাঁটাহাঁটি করলাম, সময়টা হচ্ছে ২ টা ৪০ মিনিট, রুমে ফিরে এসে মিউজিক বক্সে গান ছাড়লাম। একেবারে ১৫ টা গানের লম্বা একটা প্লে লিস্ট তৈরি করলাম। বালামের ভক্ত হওয়াতে বালামের গানই বেশি রাখলাম। কেনো জানি উনার কন্ঠের প্রতি আলাদা একটা টান থাকে।

বালামের অলটাইম ফেবারিট গান গুলো হলোঃ

১. লুকোচুরি
২.বিরহের সাম্পান
৩.তোমার জন্য সিন্ধুর নীল
৪.কি নেশা
৫.একমুঠো রোদ্দুর
৬.কার পায়ে নূপুর বাজে
৭. চোখে চোখে চোখ পড়েছে কি বলব মুখে

বাকি ৮(আট) টি গান শুনলাম সব রকমের মিলিয়েঃ

১.চলনা সুজন
২.ক্রেজি ফিলিং(তেলেগু)
৩.ছায়াছবি
৪.চিজবাদী(হিন্দি)
৫.ছেড়ে দিলাম
৬.দারু পিকে (হিন্দি)
৭.চেয়েছি চেয়েছি
৮.কথায় কথায়

IMG_20200801_191442.jpg

বিকাল ৩ টা ৩৫ মিনিটে কাছের দুইটা বন্ধু আসলো, তাদের সঙ্গে বেশ কিছুক্ষণের একটা আড্ডা দিলাম।
তাদের আসার মূল উদ্দেশ্য ছিল ঈদ সিজনে কোথাও যাওয়া যায় কিনা, কোথায় যাওয়া যায় সেটা নির্ধারণ করা।
প্রায় ৫০ মিনিটের মত আড্ডা চলার পর ৪ টা ৩০ মিনিটে বেরিয়ে পড়ি।
একটু ঘুরাঘুরির জন্যই মূলত, তবে বিশেষ কারন নেই বললেই চলে।
কারন বন্ধুরা একত্রিত মানেই এদিক ওদিক যাওয়া। এদিকে রাস্তায় বন্যার পানি তাই কষ্ট করে নৌকার ব্যবস্থা করতে হলো রাস্তা পারাপারের জন্য।

IMG_20200723_095027.jpg

অন্যান্য সময় সাধারণ দূরে কোথাও যাওয়া হয় না কিন্তু আজ ঈদ দিন বলে কথা তাই একটু দূরে যাওয়া। সিএনজি নিলাম, উদেশ্য নাগুরা ফার্ম, ৫ টার দিকে পৌঁছালাম সেখানে,

যদিও আগে যাওয়া হয়েছে সেখানে, তবুও জায়গাটাতে যতবারই যাই নতুনত্বের স্বাদ পাই।

একটা রাস্তা আছে লম্বা, দুইদিকে সাড়িবদ্ধভাবে বড় বড় গাছ লাগানো, ঠান্ডা বাতাস, সব কিছু আসলেই ভালো লাগে। সতেজ প্রাকৃতিক দৃশ্য যাকে বলা হয় আরকি। ভালোই উপভোগ্য ছিলো মুহুর্ত টা সাথে ছিলো সেলফিস্টিক।
আসলেই সব কিছু দারুণ লেগেছে।

প্রায় ১ ঘন্টা ২০ মিনিট এর মত সেখানে ছিলাম। কিভাবে যে সময়টা কেটে গেলো বুঝতেই পারলাম না, হাসি পায় ওখানে যাওয়ার পর যেনো ঘড়ির কাটা খুব দ্রুত গতিতে চলছিল।

সময় যত যাচ্ছে সন্ধ্যা তত গনিয়ে আসছে।
কিন্তু কোনো যানবাহন সেসময় খুজেঁ পাচ্ছিলাম না।
ফার্ম থেকে একটু সামনে আগালাম যদি কোনো গাড়ি পাই কিনা সে আশায়, কিন্তু আশার গুড়েবালি হল,
সেখানেও কোনো গাড়ি নাই, তারপর অপেক্ষা... অপেক্ষা... অপেক্ষা...প্রায় ২০ মিনিটের মত অপেক্ষা করতে হলো।

তারপর কোনো রকম একটা সিএনজি পেলাম তাও তিনজন যাওয়ার মত না, কিন্তু না গিয়েও হয় না কষ্ট করেই উঠলাম গাড়িতে।বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।

৬.৪০ মিনিট, সিএনজি তে বসে আছি আর একটা কথা ভাবছি যে, খারাপ পরিস্থিতিতে পড়লে ভালো জিনিস ও তেতো হয়ে যায়!

সন্ধ্যা ৭ টা ৫ মিনিটে বাড়ি পৌঁছালাম, ফ্রেশ হয়ে ফেসবুকের নিউজফিড গুলো দেখলাম।
সন্ধ্যায় আবার চা খাওয়ার অভ্যাস আছে তাই ৭ টা ১৫ মিনিটে হালকা চা নাস্তা করলাম।

IMG_20200801_191008.jpg

যদি সবকিছু ঠিকঠাকভাবে থাকে ঘন্টা দুয়েক পর রাতের খাবার খাবো।

যাইহোক আজকের দিনটি আমার কাছে অত্যন্ত দারুণ কেটেছে, সব মিলিয়ে উপভোগ করার মতোই ছিল ।
এবং সেটা করেছিও।

আশা করি সবার ঈদ আনন্দে কেটেছে।

সবাইকে ঈদ মোবারক

Sort:  

আপনার অনেক পোস্টটি অনেক সুন্দর হয়েছে। তবে পরবর্তী সময়ে কখনও রক্তমাখা পোস্ট করতে চাইলে অবশ্যই রক্তের অংশ ব্লার করে দিবেন। ধন্যবাদ
STEEM ON✊✊

 4 years ago (edited)

আপনার পোস্টটি খুবই চমৎকার হয়েছে
All Time Follow Now @steemitblog

Greeting From @bd-steemian Team

I hope you had a very good Eid day Brother. Wrote very beautifully. Try to share the post on twitter. Then many more people will join steemit after seeing your post.

You will get good votes from @steemcurator01 very soon.

Hi ! @mohibur

Thanks for sharing your daily diary blog. We wish to see more dairy blog from you.

❤️❤️"Eid Mubarak"❤️❤️
greeting from @tarpan

Your post has been rewarded by @tarpan [Country representative - BANGLADESH] and I'm upvoting with @steemcurator07 to support the newcomers coming to steem.
Thank you for joining the diary game.

Thank you for taking part in The Diary Game on Steem.

Keep following @steemitblog for the latest updates.

The Steemit Team

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 91782.03
ETH 3133.14
USDT 1.00
SBD 3.00