আপনার পোস্ট কে সুন্দর করে তুলবেন কিভাবে ?

in Bangladeshi Steemian4 years ago (edited)

আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনার পোস্ট কে সুন্দর ভাবে সাজাবেন এবং সেটাকে বলা হয় থাকে মার্ক ডাউন ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে পোস্টকে বিভিন্ন ভাবে সাজানো যাবে
মার্ক ডাউন ল্যাঙ্গুয়েজ যারা এইচটিএমএল পারেন তাদের জন্য অনেকটা সহজ কেননা এইচটিএমএল এর অনেক কিছুই এখানে অন্তর্ভুক্ত।
তো প্রথমেই যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হেডিং ট্যাগ।হেডিং ট্যাগ এর মাধ্যমে যেকোনো টেক্সট কে ছোট থেকে বড় আকারে লেখা যায়।নিচে হেডিং ট্যাগ এর উদাহরণ গুলো দেখানো হলো।

Heading One


Heading one এর মত করতে চাইলে নিচের মত h1 এর ভিতরে যেটা লিখবে সেটাই ঐরকম হবে নিচের পিকচার টি দেখুন
image.png

Heading Two


Heading Three


Heading Four


Heading Five

Heading Six
একইভাবে হেডিং টু থ্রি ফোর ফাইভ সিক্স পর্যন্ত যাওয়া যায় ,এক্ষেত্রে লেখাগুলো থেকে হেডিং সংখা যত হবে লেখা তত ছোট হতে থাকবে কিন্তু অক্ষর গুলো বোল্ড দেখাবে।

এরপর দেরি আছে সেটি হলো হ্যাশট্যাগ ,অনেকটা হেডিংটা আগের মতোই কিন্তু এক্ষেত্রে আপনাকে শুধু এক পাশে চিহ্নটা দিলেই হয়ে যাবে।

Hash Tag

উপরের মত করতে চাইলে শুধুমাত্র একটি "#" চিহ্ন যেকোন sentence-এর শুরুতে দিয়ে দিলে এবং একটি স্পেস দিলে সেটি হেডিং এর মত বড় হয়ে যাবে।চিহ্ন দেওয়ার পর অবশ্যই একটি স্পেস দিতে ভুলবেন না ,না হলে সেটা কিন্তু ঠিক হবে না।

image.png

One Hash Tag

Two Hash Tag

Three Hash Tag

image.png

এবংএরপর যেটি আছে সেটি হলো আপনি কোন লেখা অথবা পিকচার কে মাঝখানে আনবেন কিভাবে এর জন্য আপনাকে সেন্টার ট্যাগ ইউজ করতে হবে সেন্টার টাকার ভিতরে যে কোন কিছু দিলে সেটি মাঝখানে চলে আসবে নিচের উদাহরণটি দেখুন

Centered Text

image.png
এই সেন্টার টাকার ভিতরে আপনি হেডিং ট্যাগ হ্যাশ ট্যাগ ব্যবহার করতে পারবেন অর্থাৎ বড় কোন লেখাকে সেন্টার জানতে পারবেন।

সর্বশেষ যেটি আছে সেটি হল কোন টেক্সট ছবি একসাথে ডানে-বামে কিভাবে বসাবো নিচের ছবির মত
image.png

এর জন্য আপনাকে প্রথমে 2 টি div ট্যাগ দিতে হবে যার একটির ক্লাস হবে 'Pull-left' আরেকটির ক্লাস হবে 'pull-right'এবং ট্যাগ এর মাঝখানে ট্যাগ এর মাঝখানে লিখবেন সেগুলো ডানে-বামে সরে থাকবে।

নিচের উদাহরনটি দেখুন:

Some Text or an Image on Left side
Some Text or Image on Right side

উপরের মত লেখাগুলোকে দুই পাশে নিতে আমার ঠিক নিচের মত টেক্সট কোড লিখতে হয়েছে
image.png


আর একটি টিপস আপনাদের জন্য সেটি হলো আপনাদের ইন্ট্রোডাকশন পোষ্টের লিংক আপনাদের ডায়েরি গেমের পোষ্টের শেষে লিংক করে দিবেন ।তার জন্য আপনি আপনার ইন্ট্রোডাকশন পোস্টে লিঙ্ক টি কপি করবেন এরপর নিচের মতো করে কোড লিখুন।

উপরের মত করে করতে চাইলে নিচের ছবিটি দেখুন এবং একজ্যাক্টলি আপনার ইন্ট্রোডাকশন পোষ্টের লিংক কপি করে আমি যেখানে লিঙ্ক দিয়েছি সেখানে পেস্ট করে দিবেন এবং আপনার সেই পোস্টের টাইটেল আমি যেখানে টাইটেল লিখেছি সেখান দিয়ে দিবেন তাহলে উপরের মত দেখা যাবে।
image.png

আরেকটি বিষয় সেটি হলো আপনি কোন কিছুর লিস্ট লিখতে চাইলেন, এর জন্য কি করবেন এটি খুবই সহজ শুধুমাত্র একটি স্টার চিহ্ন দেওয়ার মাধ্যমে আপনি লিস্ট করতে পারবেন নিচের মত।কোড দেখতে নিচের মত হবে

  • list item one
  • list item two
  • list item three

তবে অবশ্যই স্টার চিহ্ন দেওয়ার পর একটি স্পেস দিতে হবে না হলে সেটি লিস্ট হবে না।
image.png

আশা করি আমি যা যা বলেছি আপনারা সবাই বুঝতে পেরেছেন তারপরে কোন কিছু না বুঝতে পারলে কমেন্ট করুন অথবা গ্রুপে বলবেন অ্যানসার দেওয়া হবে।

Thank you @steemiblog and @steemitcutor1 for inspiring me to write here

Sort:  
 4 years ago (edited)

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে। আপনার পোস্ট এর মাধ্যমে অনেক উপকৃত হলাম।
ধন্যবাদ @bd-steemian

অসংখ্য ধন্যবাদ আপনাকে। এরকম সুন্দর একটা পোস্ট দয়ার জন্য। আশাকরি পরবর্তীতে আরও কিছু তথ্য পাবো।

You can not use thediarygame tag in this post. The 'thediarygame' tag is only for those who will participate in the daily diary game.

Where do really see redundant tag? I have targeted new users who just joined the diary game.Hope you understand.

Hi @masudrana !
It's an very helpful post. Specially for the newbies. I appreciate your effort.
Please try to avoid using #thediarygame if your post is not related to your own daily activity.

Also It's my open invitation to you to joining in the daily diary game. Diary game season 2 has already started since 01/08/2020 which is run by @steemitblog. I hope you will take part in the game by following the proper rules.

Here is the rules and guideline from steemit blog
1000 DAYS OF STEEM : Day 14 - The Diary Game Season 2 - FINAL Rules & Guidelines

1000 DAYS OF STEEM : Day 19 - The Diary Game Season 2 - FINAL RULES
greeting from @tarpan

Really? Whats about new user who just joined thediarygame who don't know about markdown yet.My post will help new users to make more beautiful their diary game post.you might know we published diary game rules in our community.So we knew it very well.

🙂 I am happy to know that you know the rules.

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.24
JST 0.039
BTC 104361.09
ETH 3284.75
SBD 5.89