1000 DAYS OF STEEM : - The Diary Game Season 2 - FINAL RULES [Bangla Translation] ডাইরি গেম এর সর্বশেষ নিয়ম-কানুন এবং আপডেট|

in Bangladeshi Steemian4 years ago (edited)

received_665764977360284.png

আসলে আমরা গেমটি নিয়ে খুবই এক্সাইটেড। কেননা সবাই মিলে একটি ভালো কিছু প্রত্যাশা করতে পারবো এখান থেকে।আপনাদের সুবিধার্থে নিয়ম গুলো খুব পরিষ্কার ভাবে তুলে ধরার চেষ্টা করেছি।
সিজন 2 আগস্টের 1 তারিখ শনিবার থেকে শুরু হতে যাচ্ছে। এই পোস্টে সিজন 2 এর সমস্ত নিয়মকানুন কিভাবে পোস্ট করতে হবে ,কি করা যাবে না সেসব বিষয়ে সম্পূর্ণ ভাবে তুলে ধরা হবে প্রথম থেকে মনোযোগ সহকারে পড়বেন।
সিজন 2 এর 50 দিনে 50000 ডলার এর ভোট দেওয়া হবে। তো বুঝতেই পারতেছেন কতগুলো ডলার আপনাদের জন্য বরাদ্দ করা হয়েছে কিন্তু আপনাদের শুধু নিয়ম অনুযায়ী পোস্ট করতে হবে নিয়ম গুলো নিচে দেওয়া হল ।আপনারা সব সময় চেষ্টা করবেন নিয়ম গুলো একদম 100% মেনে চলার। কারণ নিয়ম মেনে আপনার পোস্ট যত ভালো হবে ডলারের পরিমাণ তত বেশি হবে।
আপনাদের পোস্ট নিয়ম অনুযায়ী না হলে আপনাদের পোস্টে কোন ডলার পড়বে না অর্থাৎ কষ্ট করে পড়তে কোন লাভ হবে না যদি সবগুলো নিয়ম কানুন আপনি না মেনে পোস্ট করেন। তাহলে বুঝতেই পারছেন নিয়মের গুরুত্ব গুলো কি রকম।
চ্যালেঞ্জ এর রুলস গুলো সোজাসাপ্টা পড়বেন আর মানবেন।
তার আগে বলে নেই যাদের এখনও ইন্ট্রোডাকশন পোস্ট হয়নি তারা এই গেমটিতে অংশগ্রহণ গ্রহণ করতে পারবেন না।তাই যারা এখনো ইন্ট্রোডাকশন পোস্ট দেন নি তাড়াতাড়ি দিয়ে দেন।

আর সব সময় আপনারা @stemitblog একাউন্টে ফলো করে রাখবেন যেন যদি নতুন কোন রুলস অথবা নিয়ম কানুন আসে সেখানে জানতে পারবেন তাছাড়া আমরা আপনাদের পাশে আছি নতুন কোন নিয়ম কানুন আসলে সেটা বলে দেওয়া হবে।

রুলস গুলো হল

  • ডায়েরি গেমস এর এক নাম্বার রুলস হলো আপনার জীবনের প্রতিদিনের কার্যক্রম নিয়ে লেখা। এরকম নয় যে আপনি গল্প লিখতে পছন্দ করেন তো আপনি একটি গল্প লিখে দিলেন, অথবা গত বছর কোথাও ঘুরতে গিয়েছিলেন সেগুলো নিয়ে লিখলেন, অথবা আপনার স্বপ্নর কোন কিছু নিয়ে লিখলেন তারপর রাজনীতির কোন বিষয়,এগুলো থেকে বিরত থাকতে হবে ।মোটকথা আপনি সারাদিন কি কি করলেন সেটার বিস্তারিত নিয়ে পোস্ট করতে হবে।

  • গেমের দ্বিতীয় রুলস হল টাইটেল আপনার পোস্টের টাইটেলের সবসময় প্রথমে THE DIARY GAME : DATE (including day, month & year) : আপনার নিজের ইচ্ছামত দেওয়া কিছু টাইটেলের অংশ। এক্সাম্পল হিসেবে ধরেন আমার এই এই পোষ্টটির টাইটেল হবে THE DIARY GAME : DATE (31/7/2020) : ডাইরি গেম এর নিয়ম কানুন। টাইটেল এর প্রথম অংশ এবং তারিখটা সবসময় কারেক্ট ভাবে দিতে হবে।উদাহরণ হিসেবে নিচের ছবিটি দেখুন:
    diary.PNG

  • এরপর হলো পোষ্টের ট্যাগ। প্রথম ট্যাগটি অবশ্যই thediarygame হতে হবে। আপনারা ইন্ট্রোডাকশন পোস্ট এর সময় যেমন প্রথমটা ইন্ট্রোডিউসইউরসেল্ফ ট্যাগটি দিয়েছিলেন ঠিক সেইভাবে ডাইরী গেম এর পোস্ট এর ক্ষেত্রে প্রথম ট্যাগ ওইটা দিতে হবে ,তারপর আপনার ইচ্ছামত যে কোন ট্যাগ দিতে পারবেন যেহেতু ট্যাগ অনেকগুলো দেওয়া যায় আবার না দিলেও সমস্যা নেই কিন্তু প্রথম ট্যাগটি অবশ্যই অবশ্যই দিতে হবে ,না হলে আপনার পোস্টে কোন ডলার পাবেন না,আপনার পোস্ট অনুযায়ী পরের ট্যাগ গুলো দিতে পারবেন যেমন আজকে কোথাও ঘুরতে গিয়েছিলেন তাহলে পরেরটা হিসেবে tour দিতে পারেন কিন্তু খেয়াল রাখবেন সবসময় প্রথম ট্যাগটি যেন thediarygame হয়।

  • আরেকটি ট্যাগ হল bangladesh. যেহেতু আমরা সবাই বাংলাদেশী তাই আমাদের কান্ট্রি প্রেজেন্ট করার জন্য এই ট্যাগ টি দিতে হবে। তাহলে ঠিক আগের ক্ষেত্রে ফাইনাল কথা হল আপনাদের দুইটি ট্যাগ অবশ্যই অবশ্যই দিতে হবে সেই দুইটি হল :thediarygame এবং bangladesh । এই দুইটা ট্যাগ্স অবশ্যই অবশ্যই দিতে হবে এবং এরপর আপনার ইচ্ছামত ট্যাগ বসিয়ে দিতে পারবেন। তারপরও যদি না বুঝতে পারেন অবশ্যই অবশ্যই আমাদের বলবেন আমরা আপনাদেরকে সাহায্য করবো।আপনি যদি না বুঝতে পারেন কি কি ট্যাগ দিতে হবে তাহলে নিচের মত শুধু দুইটা এক দিলেও হবে
    steemit.PNG

  • তারপর যেটা হলো আপনি কোন ভাষায় লিখবেন ?আপনি ইচ্ছে করলে বাংলা অথবা ইংরেজিতে লিখতে পারবেন সমস্যা নেই তবে আপনি সবসময় চেষ্টা করবেন আপনার পোস্টটি যেন দেখতে সুন্দর হয় এবং গুছিয়ে লেখার চেষ্টা করবেন।আপনার যদি মনে হয় ইংলিশে বেশি সমস্যা হয় অথবা সিনট্যাক্স ভুল হয় তাহলে ইংরেজিতে পোস্ট করার কোন দরকার নেই আপনি বাংলায় সুন্দর ভাবে লিখতে পারবেন।আসল ব্যাপার হলো গুছিয়ে লেখা আপনি যত সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারবেন আপনার পোস্টটি যত মনোযোগ আকর্ষণ করবে আপনার ডলার বেশি পরিমাণ পড়ার সম্ভাবনাও বেড়ে যাবে।

  • এরপর সেটি হল আপনার পোস্টটি অবশ্যই কমপক্ষে 300 ওয়ার্ড করার চেষ্টা করতে হবে এবং সেটি আপনার সম্ভাষণ বাক্য ,যেমন কেমন আছেন, আমি ভালো আছি এই দরনের সব বাক্য এবং আপনার ইন্ট্রোডাকশন বিষয়ক যেকোনো কিছু বাদ রেখে 300 ওয়ার্ড হতে হবে।

  • পোষ্টের মধ্যে কোন ধরনের রেফারেল লিংক, কোন ধরনের প্রোডাক্ট সেল করার এডভার্টাইজ, ফিনান্সিয়াল কোন সাজেশন থাকা যাবে না।

  • পোস্টে ৮ টার বেশি ফটোগ্রাফি ব্যবহার করা যাবে না ,সব সময় চেষ্টা করবেন আটটার কম ফটো দিতে। আবার এইরকম করা যাবে না যে আপনি পাঁচটা ছবি এডিট করে একটি ছবি বানালেন, ফটো গুলো আলাদা আলাদা থাকতে হবে এবং সবগুলো মিলে আটটার কম হতে হবে। গেমস অথবা মুভি এর স্ক্রিনশট এর ক্ষেত্রেও একই।

  • আপনি একদিনে আপনার অ্যাক্টিভিটি সম্পর্কে একবারই পোস্ট করতে পারবেন কিন্তু আপনার হয়তো কোনদিন সমস্যা থাকতে পারে যার জন্য পোস্ট করতে পারেননি, পরেরদিন আপনি দুইটাই পোস্ট করতে পারবেন আলাদা আলাদা তারিখ দিয়ে। যদি গতদিনের অ্যাক্টিভিটি অবশ্যই বলার মত হয়ে থাকে।

  • ডাইরি গেম এর পোস্টে যতগুলো ফটোগ্রাফি ব্যবহার করবেন সবগুলো আপনার নিজের হতে হবে কোন ধরনের কপিরাইট ইমেজ ব্যবহার করতে পারবেন না।

রুলস গুলোর ইংলিশ ভার্সন আপনি নিচের লিঙ্ক থেকে দেখতে পারবেন।

1000 DAYS OF STEEM : Day 14 - The Diary Game Season 2 - FINAL Rules & Guidelines

উপরের রুলস গুলো আপনাকে অবশ্যই অবশ্যই মানতে হবে নইলে আপনার পোস্টে কোন ডলার পড়বে না ।
ভবিষ্যতে রুলসে পরিবর্তন আসতে পারে তার জন্য আমরা আছি সেটা বলে দেওয়া হবে আপনাদের।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটি হল আপনি অন্যদের ডেইলি পোস্টে কমেন্ট করে ইনকাম করতে পারবেন কমেন্ট গুলো অবশ্যই মূল্যবান হতে হবে ।সুন্দর হয়েছে ভালো হয়েছে এই টাইপ কমেন্ট করলে কোন বেনিফিট পাবেন না। অবশ্যই আপনাকে পোস্টটি পরিপূর্ণভাবে পড়তে হবে এবং সেই পোস্ট অনুযায়ী কমেন্ট করতে হবে এটা করলে আপনারা 10 ডলার পেতে পারেন। তাছাড়া কমেন্ট বিষয় আরেকটি কনটেস্ট নিয়ে বিস্তারিত আমরা কয়েকদিন পর জানিয়ে দেবো। আপাতত ডেইলি গেম পোস্ট নিয়ে চলতে থাকুন।
আপনি যদি মনোযোগ সহকারে সম্পূর্ন পোস্ট করে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবেন।

Thank you @steemitblog @steemitcurator1 ,If you missed our announcement post you might check Here
2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WD9s1myfFoFxX6Lhv2GRgaB7Jq7Tv8y4JCzokDSNM8JwQs3pNL6XH5gNnwBXLdP3dSaZMd2RWjZDQXWZDxHC.png

Sort:  
 4 years ago 

আমি নিয়ম গুলো খুব ভালো ভাবে পড়েছি। এই নিয়ম মেনেই পোস্ট করার যথা সাধ্য চেষ্টা করবো। ধন্যবাদ @bd-steemian কে এত সুন্দর নিয়ম শেঁয়ার করার জন্য।

 4 years ago (edited)

@bd-steemian share this ডাইরি গেম এর সর্বশেষ নিয়ম-কানুন এবং আপডেট. অনেক অনেক ধন্যবাদ। আমি আমার সব বন্ধুদের যোগদানের আহবান করি, তারা সবাই কাল থেকে কাজ করবে।

Thank You so much @bd-steemian share this ডাইরি গেম এর সর্বশেষ নিয়ম-কানুন এবং আপডেট.

Your post is much more important to everyone. Especially for every member of #thediaygame writing. This post is very important to fulfill the condition of our posts. Many many thanks to @bd-steemian for sharing this important post with us

ধন্যবাদ @bd-steemian .. এই পোষ্টটি পড়ে অনেক কিছু শিখলাম..নতুনদের জন্য ভালো কাজে লাগবে..!

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.27
JST 0.041
BTC 103974.03
ETH 3835.41
SBD 3.29