My Village in 10 Pics ||My Village Khagrarchar in Kaligonj||My Photo Documentary
আসসালামু আলাইকুম,
আমি @sr-adnan. সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন।
- I am from 🇧🇩Bangladesh
- Today is Friday
- Dated: 19.02.2021
আমি বিভিন্ন জায়গায় ঘুরে এবং আমার গ্রামের প্রাকৃতিক পরিবেশে ছবিগুলি তুলেছি। আজ এই ছবিগুলি আপনাদের সাথে শেয়ার করবো। আমি আশা করি আপনাদের ছবিগুলি ভালো লাগবে।
- w3w: https://w3w.co/ballooned.continued.bought
- আতরের দোকান। এখানে বিভিন্ন ধরণের আতর পাওয়া যায়। আমাদের কালীগঞ্জের থানা সদরে এই দোকানটি রয়েছে।
- w3w: https://w3w.co/elbow.skid.suitably
- মরিচ গাছ। আমার কাকার ছাদ বাগানে এই গাছটি রয়েছে। গাছে একটি পাকা মরিচ (লাল মরিচ) রয়েছে।
- w3w: https://w3w.co/motivator.irritable.stormy
- একটি গাছের কাটা অংশ। গাছটির এই ডালটি শুকিয়ে গেছে। তাই আমার কাকা ডালটি কেটে ফেলেছে।
- w3w: https://w3w.co/elbow.skid.suitably
- আমার কাকার ছাদ বাগানে ড্রাগন ফলের গাছ রয়েছে। ছবিটি আমি ছাদ বাগান থেকেই তুলেছি।
- w3w: https://w3w.co/elbow.skid.suitably
- ছাদের বাগানে এই বেগুন গাছ রয়েছে। এই বেগুন লম্বা ধরণের হয়। গাছটিতে ২ টি বেগুন রয়েছে।
- w3w: https://w3w.co/elbow.skid.suitably
- ছাদের বাগানে এই যন্ত্রটি রয়েছে। এর নাম আমাদের এলাকায় শাবল বলে। বাগানে কাজ করার জন্য এই যন্ত্র ব্যবহার করা হয়।
- w3w: https://w3w.co/elbow.skid.suitably
- ছাদের বাগানে নতুন গাছ রোপন করা হবে তাই প্রস্তুত করা হচ্ছে।
- w3w: https://w3w.co/kilt.bedding.steroids
- ফার্মের মুরগি। এই মুরগি লাল ডিম দেয়। আমাদের বাড়িতে এমন ১০টি মুরগি পালন করি। আমরা সবাই ডিম খেতে পছন্দ করি তাই পালন করি।
- w3w: https://w3w.co/entertainer.briefing.comedians
- এই হল একটি ছাগল। গায়ের রং খয়েরি ধরণের। আমাদের জমিতে একজন এই ছাগল নিয়ে এসে বেঁধে দিয়েছে যাতে সে পর্যাপ্ত ঘাস খেতে পারে।
- w3w: https://w3w.co/dries.situation.voice
- এক জাঁক কবুতর। আমাদের জমিতে সরিষা গাছ সহ বাড়িতে আনা হয়েছে। এই সরিষা খেতেই কবুতরগুলো আমাদের বাড়িতে আসে। আমি ঐসময় ছবিটি তুলেছি।
I also set 10% reward of this post goes to @steem-bangladesh for building up the community
Thanks everyone for reading this post.
Thanks
@sr-adnan
JOIN WITH US ON DISCORD SERVER:
Every photo is very nice. Thanks for share this exclusive photos.