My best craft | @shamimhossain

in Steem Bangladesh2 years ago (edited)


আসসালামু আলাইকুম ইস্টিম বাংলাদেশের সকল বন্ধুরা আশা রাখি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। @steem-bangladesh কমিউনিটিতে আয়োজিত Share with us your best Craft প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। আশা করি সবার ভালো লাগবে।



IMG_20220529_214016~2.jpg

কাগজের নৈপুণ্য


উপকরণ

• কালার পেপার
• আঠা
• ব্লু গাম
• স্কেল
• পেন্সিল
• কেচি



ধাপ: ০১

IMG_20220528_125729~2.jpg

কাগজের নৈপুণ্য বানাতে হলে সবার প্রথমে আমাদের একটি হলুদ রং এর কাগজ নিতে হবে।



ধাপ: ০২

IMG_20220528_125759~2.jpg

এবার একটি স্কেল এর সাহায্য নিয়ে আমরা কাগজটির মাঝ বরাবর কেটে দুই ভাগে ভাগ করে নিবো।



ধাপ: ০৩

IMG_20220528_130031~2.jpg

এবার আগে থেকে কেটে রাখা কাগজের টুকরাগুলো গোল গোল করে ঘুরিয়ে আঠা দিয়ে লাগিয়ে দিবো।



ধাপ: ০৪

IMG_20220528_181636~2.jpg

এবার আমরা ৭×৭ সে.মি মাপ নিয়ে ফুল বানানোর জন্য মিষ্টি রং এর কাগজ নিবো।



ধাপ: ০৫

IMG_20220528_181643~3.jpg

এবার কাগজটি আমার ত্রিভূজ আকৃতি তে ভাজ করে নিবো।



ধাপ: ০৬

IMG_20220528_181735~2.jpg

এই ধাপে আগের কাগজটি আরো ছোটো করে ভাজ করব।



ধাপ: ০৭

IMG_20220528_181856~2.jpg

এবার একটি পেন্সিল এর সাহায্য নিয়ে কাগজের উপর দাগ কেটে নিবো যাতে আমাদের ফুল তৈরি করতে অসুবিধা না হয়।



ধাপ: ০৮

IMG_20220528_182108~2.jpg

এবার আমরা একটি কেচির মাধ্যমে কাগজে দাগ দেওয়া অংশ টি কেটে ফেলব।



ধাপ: ০৯

IMG_20220528_200604~2.jpg

এবার আমাদের ফুলের পাপড়ি তৈরি হয়ে গেছে এভাবে আরো কিছু পাপড়ি তৈরি করতে হবে।



ধাপ: ১০

IMG_20220528_212011~2.jpg

এবার ফুলের পাপড়ির মধ্যে আঠা লাগিয়ে নিতে হবে তারপর পর পর ৪ টি পাপড়ি লাগিয়ে নিলে আমাদের ফুল তৈরি হয়ে যাবে।

IMG_20220528_212318~2.jpg



ধাপ: ১১

IMG_20220529_162507~2.jpg

এবার আমরা ২×৩০ সে.মি মাপ নিয়ে হলুদ কাগজ কেটে নিবো।



ধাপ: ১২

IMG_20220529_162707~2.jpg

এই ধাপে কাগজটি ছোট করে ভাজ করে নিবো।



ধাপ: ১৩

IMG_20220529_203026~2.jpg

এবার একটি কেচির সাহায্য নিয়ে আমরা হলুদ কাগজটি ছোট ছোট টুকরো করে কেটে নিবো।



ধাপ: ১৪

IMG_20220529_204502~2.jpg

কাটা কাগজটি এবার গোল গোল করে ঘুরিয়ে ছোট ফুলের বীজ বানিয়ে নিবো।



ধাপ: ১৫

IMG_20220529_204847~2.jpg

এবার আগের তৈরি ফুলের মধ্যে আঠা দিয়ে ফুলের বীজ লাগিয়ে দিবো।

IMG_20220529_204925~2.jpg

এই ভাবে আমরা আরো ৫ টি ফুল বানিয়ে নিবো একই ভাবে।



ধাপ: ১৬

IMG_20220529_205232~2.jpg

এই ধাপে আমরা ব্লু গাম, ফুল, ও ফুল বসানোর জন্য ফ্রেম বানাবো।



ধাপ: ১৭

IMG_20220529_210724~2.jpg

এবার আমরা এক এক করে চিকন হলুদ কাগজের পাইপ গুলো দিয়ে ফ্রেম বানাবো।



ধাপ: ১৮

IMG_20220529_212015~2.jpg

এবার আমরা প্রতি পাশে ৩ টি করে কাগজের পাইপ গুলো আঠা দিয়ে লাগিয়ে দিবো।



ধাপ: ১৯

IMG_20220529_212212~2.jpg

কাগজের ফ্রেমে মধ্যে খানে একটি ফুল বসাবো আঠা দিয়ে।



ধাপ: ২০

IMG_20220529_212610~2.jpg

এবার দুই পাশের দিকে আরো দুইটি ফুল বসাতে হবে।



ধাপ: ২১

IMG_20220529_214016~2.jpg

এই ধাপে বাকি ২ পাশেও একই ভাবে ফুল বসাতে হবে। চারি পাশে চারটি ও মাঝ খানে একটি ফুল আঠা দিয়ে লাগিয়ে দিবো।



ধাপ: ২২

IMG_20220605_125105.jpg

সর্বশেষ ধাপে আমি আমার তৈরি কাগজের নৈপুণ্য এর সাথে একটি সেলফি তুললাম।

I got the idea from youtube, here is the Source



I am inviting @emmybless & @rezaul-420 to participate in this contest.

Thanks for Watching.



Sort:  
 2 years ago 

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

Club StatusClub5050 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

 2 years ago 

অনেক সুন্দর একটি ওয়ালমেড তৈরি করেছেন ভাই। আর অনেক সুন্দর ভাবে ধাপ গুলো উপস্থাপন করেছেন।।

 2 years ago 

Thank you so much via

Thank you for contributing to #LearnWithSteem theme. This post has been upvoted by @Reminiscence01 using @steemcurator09 account. We encourage you to keep publishing quality and original content in the Steemit ecosystem to earn support for your content.

Club Status: #Club5050

Sevengers Comment GIF.gif

Regards,
Team #Sevengers

Very nice vaiya

 2 years ago 

Thank you

 2 years ago 

Outstanding brother

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62260.20
ETH 2431.98
USDT 1.00
SBD 2.64