Steem Bangladesh Contest : Photography

in Steem Bangladesh2 years ago

আসসালামু আলাইকুম ইস্টিম বাংলাদেশের সকল বন্ধুরা আশা রাখি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। @steem-bangladesh কমিউনিটিতে আয়োজিত ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি।


20220819_181954~2.jpg

•. Location - MW86+6VP আমেরিক্যান ক্যাম্প

আমার প্রথম ফটোগ্রাফি হচ্ছে একটি ঘাস ফুলের। আর ছবিটি তোলা কিছু দিন আগে সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্তে। আকাশে সূর্য লাল বর্ণ ধারণ করে আছে এবং সূর্যের চারিদিকে মেঘের হাতছানি দেখতে অনেক সুন্দর লাগছে তাই সেই মুহুর্তে এই ছবিটি তোলা।


20220630_175451~2.jpg

•. Location - MWG6+HQ9 আমেরিক্যান ক্যাম্প

আমার তোলা দ্বিতীয় ছবিটি একটি খেলার মাঠের। আর এই খেলার মাঠ কেলোকায় অবস্থিত। এই মাঠের চারিদিকে সবুজ গাছপালা লাগানো এবং সুন্দর মনোরম পরিবেশ এখানে। এই মাঠে ক্রিকেট, ফুটবল ইত্যাদি খেলা হয়ে থাকে৷ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের ও এই মাঠে উপস্থাপন করা হয়।


20220606_182032~2.jpg

•. Location - JW7G+H29 Haldibari

আমার এবারের ফটোগ্রাফি হচ্ছে একটি রাস্তার। এই রাস্তাটি পার্বতীপুর - ফুলবাড়ীর রাস্তা। এই রাস্তার চারিদিকে সবুজ গাছপালা লাগানো আছে। দূর থেকে দেখতে কত সুন্দর লাগে। গরমের সময় এই রাস্তায় যাতায়াত করে অনেক মজা পাওয়া যায়। গরমের অনুভূতি বেশি পাওয়া যায় না। হঠাৎ এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই ছবিটি তোলা।


20220808_183801~2.jpg

•. Location - MW48+X7W Parbatipur

আমার চতুর্থ ফটোগ্রাফি হচ্ছে বৃষ্টির দিনে রাস্তার ছবি। কিনা সময় আগে বৃষ্টি শেষ হয়ে গেছে এখন বৃষ্টি পুরো রাস্তা টি ভিজিয়ে দিয়ে গেছে এবং আকাশে হালকা মেঘ উড়ে বেড়াচ্ছে।


IMG-20220831-WA0002~2.jpg

•. Location - MW57+QGF Parbatipur

আমার সর্বশেষ ফটোগ্রাফি একটি ফুলের। আর এই ফুলের সঠিক নাম জানি না। হঠাৎ এক দিন হাঁটার সময় রাস্তার পাশে একটি গাছে এই ফুল গুলো দেখতে পাই তাই ছবি তুলে নিলাম। ফুলটি দেখতে অনেক সুন্দর।


Thanks for Watching.



Sort:  

Congratulations, your post has been upvoted by @campingclub Community Curation Trail. Many Thanks for Witness Vote! Best Regards Camping Club Steemit Community on Steem With that in mind, happy blogging
CCS
Manually curated by @visionaer3003
https://steemlogin.com/sign/account-witness-vote?witness=visionaer3003&approve=1
https://steemitwallet.com/~witnesses

 2 years ago 

অনেক সুন্দর একটি দিন উপভোগ করেছেন ভাই। আপনার হাতে অনেক একটি ফুল। ফুলটি নাম কি ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্য করার জন্য। আমিও ফুলটির সঠিক নামটা জানি না।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.24
JST 0.033
BTC 92344.28
ETH 2516.85
USDT 1.00
SBD 0.68