সাজনা, আলু এবং ডাটা সবজি দিয়ে শিং মাছের রেসিপি

in Steem Bangladesh2 years ago

সাজনা, আলু এবং ডাটা সবজি দিয়ে শিং মাছের রেসিপি।

IMG_20220427_204556-01.jpeg

আমাদের দেশ নদীমাতৃক দেশ। আমরা মাছে ভাতে বাঙ্গালী। দেশীয় জাতের মাছ স্বাদ অনেক। বর্ষাকাল আসলে আমাদের দেশের নদী-নালা পানিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়।তখন প্রায় সব জায়গায় কম বেশি মাছ পাওয়া যায়।এসব মাছের মধ্যে দেশীয় জাতের মাছ বেশি পাওয়া যায়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাজনা,আলু এবং ডাটা সবজি দিয়ে শিং মাছের রেসিপি।





রেসিপি তৈরির প্রয়োজনীয় উপকরণ

উপকরণ:

  • শিং মাছ
  • আলু
  • ডাটা সবজি
  • সাজনা
  • পেঁয়াজ
  • আদা
  • কাচামরিচ
  • শুকনা মরিচের গুঁড়ো
  • হলুদ গুঁড়ো
  • জিরা বাটা
  • ধনিয়া গুঁড়ো
  • লবণ
  • সয়াবিন তেল



ধাপ :01

IMG_20220427_163931.jpg

IMG_20220427_163826.jpg

প্রথমে আমি কয়েকটি শিং মাছ নিয়েছি। মাছ গুলো কেটে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি।




ধাপ :02

IMG_20220427_164549.jpg

IMG_20220427_164154.jpg

IMG_20220427_164027.jpg

এখানে আমি সাজনা, ডাটা এবং আলু ছোট ছোট করে কেটে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। কাঁচা মরিচ এবং পেঁয়াজ কুচি করেছি। আদা এবং জিরা পাটায় বেটে নিয়েছি।

ধাপ : 03

IMG_20220427_165409.jpg

IMG_20220427_165434.jpg

IMG_20220427_165555.jpg

কড়াইয়ে প্রথমে তেল দিয়ে দিলাম।তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ দিয়ে দিলাম। কিছুক্ষণ কাঁচা মরিচ এবং পেঁয়াজ কুচি ভেজে নেব।

ধাপ :04

IMG_20220427_165641.jpg

IMG_20220427_165622.jpg

IMG_20220427_165835.jpg

IMG_20220427_165753.jpg

পেঁয়াজ ও কাঁচামরিচ ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো তারপর পর্যায়ক্রমে অন্যান্য সব মসলা দিয়ে দেবো। অল্প জ্বালে মসলাগুলো কষাতে থাকবো।

ধাপ :05

IMG_20220427_170237.jpg

IMG_20220427_170034.jpg

IMG_20220427_170015.jpg

মসলা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার মাছ দিয়ে দেবো। তারপর মাছগুলো কষাতে থাকবো। মাছ কষানো হয়ে গেলে আলাদা একটি পাত্রে মাছ গুলো তুলে রাখবো।

ধাপ :06

IMG_20220427_170400.jpg

IMG_20220427_170335.jpg

IMG_20220427_170509.jpg

মাছ কষানো হয়ে গেলে এবার অবশিষ্ট মসলার মধ্যে কেটে রাখা সবজি গুলো দিয়ে দিলাম। তারপর কিছুক্ষন সবজিগুলো কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এবার পানি দিয়ে দেব। চুলার হিট বাড়িয়ে দেব।

ধাপ :07

IMG_20220427_171259.jpg

IMG_20220427_171244.jpg

অনেকক্ষণ জ্বাল দেওয়ার পর,রান্না শেষ পর্যায়ে হয়ে আসবে তথন কষিয়ে রাখা মাছ গুলো দিয়ে দিব আর কিছুক্ষণ রান্না করার পর নামিয়ে খেলব। তাহলে রান্নার প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।



IMG_20220427_204457-01.jpeg

তৈরি হয়ে গেল সবজি দিয়ে শিং মাছের রেসিপি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।

সবাইকে অনেক ধন্যবাদ
মোবাইল ক্যামেরা: i99

লোকেশন :https://w3w.co/invites.sensuality.outlive

আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য
@mabuzar এবং@voidsoul কে আমন্ত্রণ জানাচ্ছি

Sort:  
 2 years ago 

বাহ আপনি তো অনেক সুন্দর রান্না করতে জানেন। সাজনা দিয়ে শিং মাছের রেসিপিটি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।

 2 years ago 

ধন্যবাদ

 2 years ago 

শিং মাছ দিয়ে সাজনার তরকারি নতুন একটি রেসিপি আজকে দেখলাম। শুধু রান্না দেখাবেন আমাদের খাওয়াবেন না।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য

 2 years ago 

আপনার পোস্টটি বুমিং সাপোর্টে দেওয়া হয়েছে।

 2 years ago 

ধন্যবাদ

 2 years ago 

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050NO
#club75NO
#club100YES
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57126.48
ETH 3046.08
USDT 1.00
SBD 2.29