The Diary Game - Eid Mubarak | | 04-05-2022

in Steem Bangladesh2 years ago

20% beneficiaries goes to @steemit-bd

Hello friends
This is @saikat000
I am from Bangladesh🇧🇩



শুক্রবার, ৩রা মে, ২০২২

পার্বতীপুর, দিনাজপুর, বাংলাদেশ



আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আমার গতকালের সারাদিনের কাজকর্ম ডায়রি আকারে নিয়ে আপনাদের সামনে হাজির হলাম।


20220501_063356 (5).jpg

Plus code : MXF6+7HJ | | পটলের ফুলের সাথে ফটোগ্রাফি

ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সকল স্টিমাইনদেরকে আমার পক্ষ থেকে জানাই পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা। গতকাল ছিলো মুসলিমদের সবচেয়ে বড় উৎসব ঈদ উল ফিতর। তার আগের দিন রাতে নাইট টুর্নামেন্ট খেলার কারনে ফজরের সময় ঘুম থেকে উঠতে পারি নি। একটু দেরি করে উঠে ফজরের নামাজ পরে ফেললাম। তারপর দেখলাম আস্তে আস্তে সূর্য উঠে গেলো। আবহাওয়া অনেক সুন্দর ছিলো তাই একটু ফটোগ্রাফি করলাম। তারপর চলে গেলাম ইদ গাহ মাঠে। সেখানে গিয়ে দেখলাম আমাদের এলাকার ছেলেরা ঈদের নামাজ আদায় করার জন্য মাঠ প্রস্তুত করতেছে। সেখানে গিয়ে ফ্রি ফায়ার গেম ডাউনলোড দিলাম। ডাউনলোড দিয়ে সেখানে একটু গেম খেললাম। তারপর বাড়ি চলে আসলাম।

20220504_120154.jpg

Plus code : MXF6+MV | | নামাজের পর সবাই মিলে তোলা ছবি। ছবিটি আমি ক্লিক করেছি যার কারনে ছবিতে আমাকে দেখা যাচ্ছে না

বাড়িতে এসে গোসল করলাম। তারপর পায়জামা পাঞ্জাবি পড়ে সেমাই রুটি খেয়ে নিলাম। খাওয়ার সময় আমার ভাই আমাকে ৫০০ টাকা সালামি দিলো যদিও আমি তাকে সালাম দেই নি। তারপর আমার বড় আব্বার বাড়ি গেলাম। আমার জেঠাতো ভাইকে ডাকার জন্য। দুই ভাই মিলে দুইটা জায়নামাজ নিয়ে চলে গেলাম ঈদ গাহ ময়দানে। সেখানে গিয়ে বসলাম, হুজুর খুতবাহ দিলো, তারপর নামাজ পড়লাম। নামাজের সবাই কোলাকুলি করলাম, তারপর হুজুরের সাথে হাত মোলাকাত করে চলে আসলাম।বাড়িতে এসে আগে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করার পর একটু বিশ্রাম নিয়ে বাইরে বের হলাম। বাইরে গিয়ে দেখলাম সবাই ঈদ আনন্দে মেতে আছে। বিশেষ করে ছোটোরা।

20220504_095154.jpg

20220504_095243.jpg

Plus code : MXF6+GX | | ছোটোরা বাশ বাগানে ক্রিকেট খেলছে
কিছুক্ষন পর দেখলাম আমাদের পাড়ার সৈন্যরা ব্যাট বল নিয়ে একটি বাশ-বাগানে গেলো ক্রিকেট খেলতে। আমিও গেলাম তাদের খেলা দেখার জন্য। প্লেয়ার ভাগ করে খেলা শুরু করে দিলো। ৮ ওভারের খেলা। প্রতি ম্যাচ ১০০ টাকার খেলা। আমরা ছোটোবেলায় ঈদের দিন এইরকম টাকা দিয়ে ক্রিকেট খেলতাম। ওদের খেলা দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেলো। ওদের খেলা দেখতে দেখতে দুপুর তিনটা বেজে গেলো। তারপর সেখান থেকে ফরে আসলাম।

20220503_162024_014.jpg

20220503_162035_016.jpg

20220503_161517_011.jpg

Plus code : MXF6+8P3 | | আমার জেঠাতো ভাই ও ভাতিজা

বড়িতে এসে ফ্রেস হয়ে দুপুরের খাবার খেয়ে নিলাম। খাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে মোবাইলে কিছুক্ষন মেসেঞ্জার চালালাম। অনেকেই ঈদের শুভেচ্ছা জানিয়েছে। তাদেরকে আমিও শুভেচ্ছা জানালাম। তারপর আমার জেঠাতো দেখলাম আমার ভাতিজার সাথে খেলা করছে। সেখানে গিয়ে তাদের কয়েকটা ছবি তুলে নিলাম। তারপর আমার বন্ধু @alamin000 কে কল দিয়ে ডাকলাম। আল-আমিন আসলো। তারপর @parvag09 কেল কল দিলাম। ওর জন্য তুলসী পুকুরে ২০ মিনিট অপেক্ষা করলাম। ততোক্ষনে আমরা কয়েকটা সেলফি তুললাম। পারভেজ আর সোহেল আসার পর একটা ভ্যান নিয়ে চলে গেলাম ক্যানেলে। সেখানে গিয়ে দেখলাম প্রচন্ড ভীড়।

20220503_175040.jpg

Plus code : MW8F+RX | | শেষ বিকালে ক্যানেলের সামনে ভীড়

চারজন মিলে ঘুরাঘুরি করতে করতে হঠাৎ করে @sohanurrahman ভাইদের সাথে দেখা হয়ে গেলো। ভাইদের সাথে শুভেচ্ছা বিনিময় করে একটা সেলফি নিলাম। তারপর সামনের দিকে গিয়ে @parvag09 এর সাথে একটা বাজি ধরলাম। বাজিটা ছিলো এমন ক্যানেলের পানিতে পারভেজকে প্রসাব করতে হবে। ১০০ টাকার বাজি। টাকা জমা দিলাম সোহেলকে। পারভেজ গিয়ে দাড়িয়ে প্রসাব করা শুরু করে দিলো। সবাই তার দিকে দেখে হাসছিলো আবার কেউ কেউ তাকে গালিও দিচ্ছিলো। মেয়েরা তো তার দিকে দেখে হাসতে হাসতে শেষ। তবুও পারভেজ ১০০ টাকার জন্য প্রসাব করা থামালো না। প্রসাব করার পর টিস্যু ব্যবহার করে এসে ১০০ টাকা লুফে নিলো। তারপর সেই টাকা দিয়ে চারটা স্পীড খেলাম আমরা। স্পীড খাওয়ার পর আমাদের চোখের সামনে নৌকা ডুবে গেলো। নৌকাটি ডুবার আগে পারভেজ বলেছিলো যে টাইটেনিক ডুবে যাবে। আর ডুবেও গেলো।

Screenshot_20220504-120728_MX Player.jpg

মুভি দেখার সময় নেয়া স্ক্রিনশট

সন্ধ্যা হতে হতে ভীড়ও আস্তে আস্তে কমে গেলো। আমরাও বাড়ি ফিরে আসলাম। বাড়িতে এসে দোকানের ওই পাশে গেলাম। এক ভাতিজার বিয়ে। ওদের বাড়িতে বক্স বাজছিলো। আগামী বৃহস্পতিবার বিয়ে। পুনিথ রাজকুমারের সর্বশেষ মুভি James ডাউনলোড দিলাম। তারপর বাড়িতে এসে রাতের খাবার খেয়ে নিয়ে মোবাইল হাতে নিতেই দেখলাম অনেকেই মেসেজ দিয়েছে। বন্ধুদের সাথে মেসেঞ্জারে কথা বললাম। তারপর বেশ কয়েকজনকে বিকাশে ঈদের সালামি দিলাম। আবার অনেকে ছবি এডিট করে চাইলো। দেখলাম যে অনেকগুলো মেইল চলে এসেছে। সবাইকে বললাম যে, "আজকে পারবো না আগামীকাল।" তারপর ডাটা অফ করে মুভি দেখা শুরু করলাম। মুভিটায় যেমন অ্যাকশন ছিলো তেমনি ছিলো কাহিনীটাও। তাই এক মুহূর্তও চোখ সরাতে পারলাম না। মুভি দেখা শেষ করে রাত ১ টার পর শুয়ে পড়লাম।


বন্ধুরা এভাবেই আমার ঈদের দিনটি কাটলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য @emmyp@luisj কে আমন্ত্রণ যানাচ্ছি।



ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

মোর গলা টিপি মারি ফেলাও বট।

 2 years ago 

😹😹😹

 2 years ago 

বাহ তুনে কামাল কারদিয়া😉

 2 years ago 

Keysa kamal🙄

Hola amigo, fue un día de bendiciones muy movido donde disfrutaste las selfys, gracias por la invitación. Saludos desde venezuela

 2 years ago 

Thank you 😊

 2 years ago 

ঈদ মোবারক আপনার দিনটি অনেক আনন্দময় হয়েছিল কিন্তু আমার একটি ব্যর্থতা রয়েছে আপনি আমার গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন এর জন্য আমি অনেক মর্মাহত

 2 years ago 

😹😹😹

 2 years ago 

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050NO
#club75YES
#club100NO
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.027
BTC 54158.26
ETH 2857.74
USDT 1.00
SBD 2.01