Steem Bangladesh Contest - Movie Review | | Suriya The Brave Soldier | | 02-08-2021
হ্যালো বন্ধুরা,
আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। Steem Bangladesh কর্তৃক আয়োজিত মুভি রিভিউ কন্টেস্টটিতে অংশ নিতে যাচ্ছি। আমি আজকে আমার অন্যতম প্রিয় নায়ক আল্লু অর্জুনের সুরিয়া দ্যা ব্রেভ সোল্ডার মুভি এর উপর রিভিউ দিতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক।
🎞️ সুরিয়া দ্যা ব্রেভ সোল্ডার 🎞️
🎞️ সুরিয়া দ্যা ব্রেভ সোল্ডার 🎞️
মুভি সম্পর্কে কিছু তথ্যঃ তারপর সুরিয়ার গডফাদার মেজরের সাথে কথা বলে এবং সুরিয়ার জন্য একটা শেষ সুযোগ চায়। মেজর গডফাদারের কথা ফেলতে পারেন না এবং তিনি বলেন যে এটাই শেষ সুযোগ। তারপর তিনি সুরিয়াকে একজন লোকের কাছ থেকে সাক্ষর নিয়ে আসতে বলা হয়। যদি সে সাক্ষর নিয়ে আসতে পারে তাহলে তার বর্ডার যাবার স্বপ্ন বেচে থাকবে। সুরিয়া যানতে পারে যে যার কাছ থেকে তাকে সাক্ষর নিয়ে আসতে হবে সে তার বাবা। তারপর ছাল্লা সুরিয়াকে বলে যে সে কি চায়। তখন সুরিয়া বলে যে সে শান্তি চায়। সেই মুক্তিযোদ্ধার ছেলে বেপাত্তা ছিলো। মিডিয়া তোলপার হয়েছিলো তাকে নিয়ে। অবশেষে সে ফিরে আসে ও ভারতের পতাকা উড়িয়ে সবাইকে জানান দেয় যে তার বাবা যেই দেশের জন্য যুদ্ধ করে পা হারিয়েছে সেই দেশের প্রতি তারো ভালোবাসা আছে। তারপর সুরিয়া ভেবে নেয় যে তার আর কোনোদিন বর্ডারে যাওয়া হবে না। কিন্তু সুরিয়ার বাবা পেপারে সাক্ষর করে সুরিয়াকে দিয়ে দেয় এবং বলে তুমি জিতেছো। সুরিয়া খুশিতে কেদে ফেলে ও তার বাবাকে জড়িয়ে ধরে। তারপর সুরিয়ার বর্ডার যাওয়ার মধ্য দিয়ে মুভিটি শেষ হয়। সুরিয়া দ্যা ব্রেভ সোল্ডার একটি অসাধারণ অ্যাকশন মুভি। আমার মনে হয় এমন কোনো মুভি প্রেমী নেই যে এই মুভিটি দেখে নি। একজন সেনার তার কাজের প্রতি কতটা ভালোবাসা থাকলে সে তার নিজের অভ্যাস বদলানোর চেষ্ঠা করে তা এই মুভিতে দেখা যায়। আল্লু অর্জুনের অ্যাকশন সিনগুলো ছিলো দেখার মতো। আমি এই মুভিটি ৮-১০ বার দেখেছি। যতবারই দেখি ততই ভালো লাগে। যারা এখনো এই মুভিটি দেখেন নি তারা অবশ্যই দেখে নিবেন। কারো সময় নষ্ট হবে না। তো বন্ধুরা এই ছিলো আমাদের আজকের গেম রিভিউ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে🖤
পরিচালক বক্কন্তম বংশী প্রযোজক শ্রীধর লগদপতি, বানি বাস, সুনীল চৌধুরী, কে. নাগেন্দ্র বাবু রচিয়তা বক্কন্তম বংশী অভিনয়ে আল্লু অর্জুন, অনু এম্মানুয়েল, অর্জুন সারজা চিত্রগ্রাহক রাজীব রবি সম্পাদক কোটাগিরি বেঙ্কেটেশ্বর রাও প্রযোজনা কোম্পানি রামলক্ষ্মী সিনে ক্রিয়েশন পরিবেশক মডার্ন মুভিজ মুক্তি মূল ছবিঃ ০৪ মে ২০১৮, হিন্দি ডাবঃ ০৭ সেপ্টেম্বর ২০১৮ দৈর্ঘ্য ১৬৮ মিনিট দেশ ভারত ভাষা তেলেগু আয় ১০০.৫ কোটি টাকা (প্রায়)
চরিত্রসমূহ
IMDb 6.8 Personal 7.5/10 Rotten Tomatoes 88% like Google users 92% like
Sundor hoyeche apnar movie review
Dhonnobad vai ✌🖤
খুব সুন্দরভাবে সাজিয়ে রিভিউ দিয়েছেন।
Dhonnobad vai ✌🖤
You have been upvoted by @toufiq777 A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.
Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject
For general information about what is happening on Steem follow @steemitblog.