Sort:  

২য় ব্যক্তি একজন মডারেটর হিসেবে বলেছেন এবং এর পেছনে উপযুক্ত কারণও আছে। আপনি আমার ২ এবং ৭ নং দেখবেন যে দুটোতেই মানুষসহ ছবি আছে। আমার মনে হয় পোস্টদাতা হঠাৎ করেই এই ছবিটি তুলেছিলেন। আসলে এই ধরনের ছবি দিলে হয়তোবা দৃষ্টিকটু দেখায়। মানুষসহ দিলে ভালো লাগবে। এই জন্যই বোধহয় মডারেট এই মন্তব্য করেছেন।

আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন।

 4 years ago 

মানে ভাই মডারেটর হিসেবে বললে ঠিক আছে আর সাধারণ মানুষ বললে ঠিক নেই।
এ কেমন কথা?

আর টপ টেন ছবিতে মানুষও যদি রাখতেই হবে, তাহলে রুলস এ বললেই হতো। তাহলে আমরা মানুষ দাড় করাই নিতাম ছবি তোলার সময়।

দেখুন, আমি আপনাকে জবাবদিহি করার জন্য বাধ্যগত নই। আমি একান্তভাবে আমার ধারণা বললাম। সে যেকোনো কিছু বলতেই পারে। কারণ তারা টপ-পোস্ট সিলেক্ট করেন।
আমি কমিনিউনিটির রুলস মেনেই পোস্ট করেছি। আপনি আগে ভালো-মন্দের বিচার করাটা ভালো মতন শিখুন। তারপর বিচার করুন। র‍্যান্ডমলি ১/২ টা পোস্টে কমেন্ট করতেই পারেন। তাই বলে কেউ আপনাকে দায়িত্ব দেয়নি যে প্রতিটি পোস্টে গিয়ে ভুল তুলে ধরার জন্য। এরজন্য মডারেটরগণ আছে। ২ দিন হলো একটা কমিউনিটি শুরু করেছেন দেখে আপনাকে এভাবে কেউ ভুল খোঁজার দায়িত্ব দেয় নি। আর আমি নিয়মানুযায়ী পোস্ট করেছি এবং তার প্রমাণও দিয়েছি।

 4 years ago 

আপনার ভাষ্য হিসেবে আপনি ঠিক আর আমার ভাষ্য হিসেবে আমি ঠিক।

আর সঠিক-ভুল ধরার বিচারটা আমি মডারেটরের কাছেই শিখেছি ভাইয়া।

একই ধরনের ছবিটা আমার ভুল হবে আর আপনাদের ভুল হবে না।

এই নিয়ম কোথায় আছে, নিয়ম সবারি জন্যে একই।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.24
JST 0.032
BTC 88442.96
ETH 2187.19
SBD 0.87