Steem Bangladesh Contest || Game Review- The battle royal Game Annihilation

in Steem Bangladesh4 years ago (edited)

আসসালামুয়ালাইকুম । আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।

আজকে আমি আমাদের প্রিয় স্টীম-বাংলাদেশ কমিউনিটি আয়োজিত নিয়মিত কনটেস্ট প্রোগ্রামের অংশ হিসেবে"ANNIHILATION" গেইমের এর ওপর সংক্ষেপে একটি পোস্ট লিখছি। আশা করি লিখাটি সবার কাছে উপভোগ্য হবে।


গেইমটির সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি :


600_px.jpg
source


এটি মূলত একটি বাংলাদেশি গেইম। এবং এটির যাবতীয় সব কিছুই নিয়ন্ত্রণ করছেন বাংলাদেশী ডেভলপার "Crisis Entertainment"। বাংলাদেশি গেইম হওয়া সত্ত্বেও অন্য সব নামি দামি গেইমস এর মতো এই গেইম এও কমতি ছিলোনা হাই গ্রাফিক্স এর। গেইমটি খেলা যাবে Android,Ios,X-Box সহ PlayStation এ।

এটি 5v5 মোড প্রতিযোগিতামূলক এবং ই-স্পোর্টস প্রক্রিয়াতে ফোকাস করে। ব্যাটাল রয়্যাল মোডটি আরও অ্যাকশন অ্যাডভেঞ্চারের দিকে ফোকাস করে । আপনাকে বাঁচতে শেষ পর্যন্ত সংগ্রাম করতে হবে । এবং লাস্ট ম্যান স্ট্যান্ডিং হওয়ার জন্য আপনার অপারেটরের দক্ষতা বুঝতে হবে।

গেইমটির ট্রেইলার আমার ভীষণ ভালো লেগেছে । ট্রেইলারটি নীচে শেয়ার করলাম:



গেইমটির কাহিনী/ প্লট:

এই গেইমটি মূলত ব্যাটেল টাইপ। এই গেইমটিতে পৃথিবীর বাহির থেকে এলিয়েন আসবে,এবং তারা পুরো পৃথিবী কব্জা করতে চাইবে।এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে আর্মি ফোর্স। কিন্তু এখানে এলিয়েনরা সরাসরি ফাইট করবে না। তারা পৃথিবী থেকেই কিছু মানুষকে তাদের কব্জায় আনবে এবং তাদেরকে দিয়েই আর্মিদের সাথে ফাইট করাবে। কিছুটা "সিভিল ওয়ার" এর মতই।

এর মধ্যে মোট আটটি ক্যারেক্টার পাওয়া যাবে। যেকোনো ক্যারেক্টার ব্যাবহার করেই গেইমটি খেলা যাবে। ক্যারেক্টার গুলোর মধ্যে একটি ক্যারেক্টার এর নাম হচ্ছে 'মারিয়া' ! ট্রেইলার এ তাকে সেলোয়ার কামিজ এ দেখা যায়,এটি দেখে বোঝাই যায় এটি বাংলাদেশের ইনভাইরোনমেন্ট মতো ডেভেলপ করেই গেইমটি তৈরি।

সব থেকে মজার ব্যাপার এই গেইম এ একটি ক্যারেক্টার হিসেবে আমাদের বাংলাদেশ এর লিজেন্ড 'সালমান শাহ' কে দেখা যাবে।

salman_shah_video_game_bmdb_image.jpg
source

গেইমটিতে 'সালমান শাহ'র ' ক্যারেক্টার কোনো মানুষ হিসেবে দেখা যাবে না। তার ক্যারেক্টার টি একটি বায়োনিক রোবট হিসেবে দেখা যাবে, যে কিনা এলিয়েন এর বিরুদ্ধে ফাইট করতে হেল্প করবেন। আর এই গেইমটিতে এলিয়েন দের একজন লিডার থাকবে। যার নাম থাকবে 'লায়লা'

168821442_364116091765000_3163589360605805825_n.png
source

এই 'লায়লা' মেয়েটাই মূলত ভিলেন এর রোল প্লে করবে। এই লায়লা ক্যারেক্টার ব্যাবহার করা যাবে না শুধু দেখা যাবে মাত্র।
আরো একটি ব্যাপার না বললেই নয় এই গেইমটি একটি অনলাইন মাল্টিপ্লেয়ার গেইম,চাইলে ফ্রেন্ড দের সাথেও এই গেইমটি খেলা যাবে।

SYSTEM REQUIREMENTS:

SubjectDetails
OS10
ProcessorIntel Core i7
Memory8 GB RAM
GraphicsNvidia GTX 1050 ti Or Higher
DirectXVersion 11
NetworkBroadband Internet connection
Storage25 GB available space

এখন গ্রাফিক্স সম্পর্কে বলা যাক:

গ্রাফিক্স দেখলে কেউই বিস্বাস করতে চাইবে না এটি একটি বাংলাদেশী গেইম। ট্রেইলার এর গ্রাফিক্স মুগ্ধ করবার মতো। বাংলাদেশি ডেভলপারদের কথা মতে ট্রেইলার যেমন গ্রাফিক্স পাওয়া যাবে , গেইমটিও সেরকম গ্রাফিক্সই থাকবে। তবে ভবিষ্যতে এটি আরো আপডেট হবে।

গেইমটির একটি ম্যাপ রয়েছে। যেটিতে মূলত ঢাকা চট্টগ্রাম, রাঙামাটি কে প্রেজেন্ট করা হয়েছে।

TkjuZU9.jpg
source

খুব শিঘ্রই গেইমটির বেটা ভার্শন রিলিজ হবে। সেটিতে গ্রাফিক্স আরও অধিক উন্নত দেখা যাবে। আরও ফিচার যুক্ত হবে।
গেইমটি ফোনে খেলতে হলে অবশ্যই ফোন এর Ram-2Gb হতে হবে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPYT9ojybgA2s6N9VusGS5TTju45dSWsVcHyN5YhUTXG4Nr4k22MmHmWSa4Jyp2UgSoDDnufKVx.png

এতক্ষণ ধরে আমার গেইম রিভিউটি পড়বার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করছি রিভিউটি সবার

ভালো লাগবে সবসময় আমার সাথেই থাকবেন।

ধন্যবাদ সবাইকে

FIND ME ON

Steemit: https://steemit.com/@sabbir22

E-Mail: [email protected]

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95745.34
ETH 2808.33
SBD 0.67