#club5050 The Diary Game season 3 (29-10-2021) [ 100% power up post] 2% @bd-charity 18% @steem-bangladesh beneficiariessteemCreated with Sketch.

in Steem Bangladesh3 years ago (edited)

বিসমিল্লাহির রাহমানির রাহীম

আসসালামু আলাইকুম


আজ শুক্রবার
২৯ অক্টোবর ২০২১


হ্যালো বন্ধুরা।
কেমন আছেন সবাই? আমি আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আরেকটি দিনলিপি শেয়ার করতে পারচ্ছি তাই অনেক ভালো লাগছে। চলুন শুরু করি আজকের দিনলিপি।

সুপ্রভাত

IMG_20211030_121816.jpg

IMG_20211030_121902.jpg

আমার বাগানের ফুল গাছ

7MPH+22 Belkuchi

আজ সকালে একটু অলসতায় ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠলাম নয়টায়। ঘুম থেকে উঠে প্রথমে ব্রাশ হাতে নিয়ে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে দেখতে পেলাম আমার লাগানো ফুল গাছে ফুল ফুটেছে। ফুলগুলো দেখে মনটা আনন্দে ভরে উঠলো। ফুলগুলো দেখতে বেশ সুন্দর ছিল। যদিও ফুল গাছ গুলোর নাম আমার জানা নেই। আমার এক বন্ধুর সাহায্যে ফুল গাছগুলো চারা সংরক্ষণ করেছি। যাইহোক বেশ কিছুক্ষণ ছাদে থাকলাম এবং আমি ব্রাশ করলাম। এরপর হাত মুখ ধুয়ে সকালের নাস্তা খেলাম।

এগারোটায় আমি বাইরে চলে গেলাম। বাইরে গিয়ে দেখতে পেলাম এক দল ছেলে ক্যারামবোর্ড খেলছে। আমার কেরাম বোর্ড খেলা বেশ পছন্দ হয়। তাই আমি তাদের সাথে ক্যারামবোর্ড খেলায় যোগ দিলাম। প্রায় একঘন্টা ক্যারামবোর্ড খেলার পরে আমি আবার বাসায় ফিরে এলাম।

দুপুর

12:45 দুপুরে গোসল করি। এরপর অজু করে মসজিদের উদ্দেশ্যে চলে যাই নামাজ আদায়ের জন্য। মসজিদ থেকে ফিরে আসি দুপুর 2 টায়। বাসায় এসে দুপুরের খাবার খেলাম। এরপর আবার রুমে গিয়ে একটু বিশ্রাম নিলাম এবং বন্ধু-বান্ধবদের সাথে ফেসবুকে আড্ডা দিলাম। এরপর আমি একটু ঘুমিয়ে পড়ি। প্রায় এক ঘন্টা আমি ঘুমিয়ে কাটাই।

বিকেল

বিকেল চারটার সময় আমি একটু বাহিরে বের হয়। এমন সময় আমার চাচাতো ভাই আমিরুল আমাকে ফোন দেন। তার সাথে গ্রামের দোকানে দেখা করতে বলেন। আমি দোকানে গিয়ে তার সাথে দেখা করলাম। এবং জানতে পেলাম পাশের গ্রামে যেতে হবে কোন এক কাজ আছে। আমি তার সাথে পাশের গ্রামে চলে গেলাম।

IMG_20211029_173823.jpg

আমিরুল চাচাতো ভাই

7MFG+V6 Belkuchi

সেখানে গিয়ে কাজ শেষ করে আমরা খোলা মাঠের দিকে চলে গেলাম। সেখান বেশ কিছুক্ষণ বসে ছিলাম এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করলাম । কিছুক্ষণ আমরা হাটাহাটি করলাম খোলা মাঠে। কিছুক্ষণ পরেই প্রায় সন্ধ্যা নেমে এলো। সন্ধ্যার সময় আমরা বাসায় ফিরে এলাম।

IMG_20211029_165002.jpg

সন্ধ্যার শেষ হলো

7MFH+WH4

রাত

বাসায় এসে হাতমুখ ধুয়ে পড়ার টেবিলে চলে গেলাম। বেশ কিছুক্ষণ লেখাপড়া করলাম। এরপর রাতের খাবার খেলাম।

IMG_20211029_210959.jpg

IMG_20211029_210909.jpg

IMG_20211029_205100.jpg

লালন সংগীত সন্ধ্যা অনুষ্ঠান

7MF8+9V9

আমাদের বাড়ির পাশে লালন সংগীত সন্ধ্যা নামের একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আজ রাতে। রাত আটটায় আমি সেই অনুষ্ঠানে উপস্থিত হলাম। সেখানে গিয়ে দেখি বিভিন্ন গান বাজনা হচ্ছে। বিভিন্ন দোকান বসেছে। একটি পুরো মেলার মত অবস্থা।

অনুষ্ঠান শুরু হল রাত 9 টায়। সুদূর কুষ্টিয়া থেকে আগত শিল্পীদের নিয়ে আজকের এই অনুষ্ঠান। আজকে যারা এই মঞ্চে গান পরিবেশন করবেন তাদের কুষ্টিয়া থেকে নিয়ে আসা হয়েছে। এখানে লালন সংগীত অনুষ্ঠান হচ্ছে। তাদের গানগুলা বেশ সুন্দর ছিল। সেখানে খুব বেশি রাত না করে তাড়াতাড়ি বাসায় ফিরে এলাম। রাত দশটায় আমি ঘুমাতে চলে গেলাম। এভাবেই আমার পুরোটা দিন কেটে গেল।

এই ছিল আমার আজকের সংক্ষিপ্ত দিনলিপি। ভালো লাগলে অবশ্যই জানাবেন। ভুল-ভ্রান্তি ক্ষমার চোখে দেখবেন।
সবাই ঘরে থাকুন
সবাই সুস্থ থাকুন

আল্লাহ হাফেজ

Downvote

20210822124717_IMG_0814.jpg
Facebook
Twitter


Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 59961.00
ETH 3199.92
USDT 1.00
SBD 2.46