You are viewing a single comment's thread from:

RE: | Application for Steem Bangladesh Monthly Support Program |

in Steem Bangladesh3 years ago

নিঃসন্দেহে @steemit প্ল্যাটফর্মে @steem-bangladesh বড় কমিউনিটির মধ্যে একটি।
আমি স্ট্রিমিটে যে কয় দিন যাবত যুক্ত আছি সে অভিজ্ঞতা থেকে বলছি, @steem-bangladesh কমিউনির নিয়মকানন শৃঙ্খলা অনেক ভালো যা আমার অন্য কোন কমিউনিটিতে চোখে পরে নাই।

খুবই সুন্দর ভাবে কমিউনিটি পরিচালিত হয়ে এসেছে।
সম্মানিত এডমিন @toufiq777, @nahidhasan23 ভাই ও মোডারেটগণ যথাযথ ভুমিকা রেখেছে বলে আজ এই কমিনিটি এত দূরে এসেছে।

তারা কমিউনিটির এক্টিভ মেম্বার বাড়ানো ক্ষেত্রে মেম্বারদের জন্য বিভিন্ন কন্টেস্ট দিয়েছে।
এই কমিউনিটির মূল আকর্ষনীয় জিনিস হচ্ছে প্রতিদিনের কন্টেস্টের বিষয়বস্তু, যা অন্য কমিউনিটি গুলোর থেকে সম্পূর্ণ আলাদা। যার ফলে মেম্বাররা তাদের প্রতিভা গুলো যযথাযথ ভাবে কন্টেস্টের মাধ্যমে তুলে ধরতে পারে। এর জন্য @steem-bangladesh কমিউনিটি দিন দিন মানুষের কাছে আরো জনপ্রিয় হয়ে উঠছে।

আমি এই কমিউনিটির একজন এক্টিভ মেম্বার হতেপেরে নিজেকে ধন্য মনেকরি।

ধন্যবাদ জানাই কমিউনিটির এডমিন @toufiq777@nahidhasan23 ভাইকে। সাথে ধন্যবাদ জানাই মোডারেট ভাইদের ও @steem-bangladesh এর সকল মেম্বারদের।

Sort:  
 3 years ago (edited)

Thank you for your valuable comment. Your comment means a lot.

 3 years ago 

Welcome honourable Admin Mr. @toufiq777

Coin Marketplace

STEEM 0.34
TRX 0.27
JST 0.041
BTC 98270.06
ETH 3630.84
SBD 3.56