ডাইরি গেম || অতি সাধারণ একটি দিন || আজকের তারিখ হল ২৭ - জানুয়ারি - ২০২২

in Steem Bangladesh3 years ago
হ্যালো ভাই-ব্রাদার

আমার নাম মোঃ রেজাউল রেজা এবং আমি একজন বাংলাদেশের নাগরিক। আমার ইউজার আইডি হল @reza07। আমি আজকে এই পোষ্টের মাধ্যমে আমার সমস্ত দিনের কর্মকাণ্ড শেয়ার করতে চলেছি। তো চলুন শুরু করা যাক মূল পর্বে।


দিনের পূর্ব ভাগ


স্নিগ্ধ এবং মিষ্টি একটা সকাল আমার কাছে হাতছানি দিচ্ছে আমি যথা সময়ে ঘুম থেকে উঠেছি তারপরেই একটু বাড়ির বাহিরে গিয়ে হেঁটে এসেছি। এখন কুয়াশাচ্ছন্ন সকাল থাকে তাই বাড়ি থেকে খুব বেশি দূরে দেখা যায় না আমি এই সকাল বেলা থেকে অনেক মিস করি যখন শীতকাল চলে যায়। শীতের সকাল হওয়ায় প্রতিদিন রোদ কম হয় মাঝে মাঝে দেখা যায় সারাদিনে সূর্যের মুখ দেখা যায়নি এটাই মনে হয় শীতের সকাল এর এক্সট্রা রিকোয়ারমেন্ট।

IMG_20220128_075246_Bokeh.jpg

আমার কমলা গাছ

গৃষ্ম কালে না হলেও শীতের সকালে আমি চা টা খুব মিস করি কারণ প্রত্যেকটা ঘরেই এখন সকাল বেলা চা খাওয়া। সব মিস করতেছে কারণ হলো এখন আমার এসিডিটি একটু বেড়ে গেছে তাই কিছুদিন আমি চা খাচ্ছি না তাই আমি এই চাকে খুব মিস করতেছি। আমার সকালের নাস্তা রেডি হয়ে গেছে আমি অল্প কিছুক্ষণের মধ্যেই নাস্তা করে ফেলেছি এবং নাস্তা খাওয়া শেষ হলে আমার ছেলের সঙ্গে কিছুক্ষন খুনসুটি করার পর আমি আমার ডেস্টিনেশন এ চলে গেছি কারণ আজকে আমার অনেক কাজ আছে।


দিনের শেষ ভাগ


আজকের যোহরের আযান দেওয়ার একটু আগে আমি আমার কাজের বিরোধী দিয়েছে কারণ আমাদের গ্রামে একটি ছোট হাট বসে সেখানে কিছু কেনাকাটা করতে যাবো। কাজ শেষে আমি বাসায় গিয়েছি দুপুরের খাবার খেয়েছি তারপর একটু রেস্ট নেওয়ার পর আমি হাটে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি। বাজার যাওয়ার সময় আমার সন্তান আমার সঙ্গে যাওয়ার জন্য বায়না ধরেছিল আসলে সে জানেনা আমি কোথায় যাচ্ছি সে খুবই ছোট মানুষ তবে আমি বাইরে বের হলেই সে আমার সঙ্গে যাওয়ার চেষ্টা করে। তবে আমি তাকে বোঝানোর চেষ্টা করেছি আমি যাচ্ছি এবং তোমার পছন্দের খাবার গুলো নিয়ে আসবো এবং তুমি যেগুলো ভালোবাসো সেগুলো অবশ্যই আমি বাসায় ফিরে আসলে তুমি পাবেই এরকম কিছু দেওয়ার পর আমি তাকে বাসায় রেখে বাজারে গিয়েছি।

IMG_20220128_080312_Bokeh.jpg

একটি সুন্দর গাছ


সাধারনতো আমি হাটে গিয়েছিলাম একটা উদ্দেশ্য করে সে উদ্দেশ্যটা সফল হয়েছি এবং পাশাপাশি যে ছোট উদ্দেশ্য গুলো ছিল যেমন আমি ছোট মাছ নিতে চেয়েছিলাম তা পাইনি তাই আমি আরো বেশ কিছুক্ষন অপেক্ষা করেছি যাতে কেউ যদি ছোট মাছ বাজারে বিক্রি করতে নিয়ে আসে সে ক্ষেত্রে আমি তা নিয়ে বাসায় আসবো। বেশ কিছুক্ষণ অপেক্ষা করা সত্বেও আমি তার কিনতে ব্যর্থ হয়েছে কারণ আজকে কেন জানি ব্যাপারটা বুঝতে পারতেছি না বাজারে ছোট মাছ বিক্রেতা আসেনি। এভাবেই টুকিটাকি কাজ করে আমার সমস্ত দিন পার হয়ে গিয়েছে এবং আমি আগামীকালকে বেশ কিছু সময় ফ্রি থাকব কারণ শুক্রবারে সাধারণত এরকম ব্যস্ত থাকতে হয় না।

আপনাদের সকলকে ধন্যবাদ

Sort:  
 3 years ago 

এসিডিটির জন্য ডাক্তার দেখান। ইনশাআল্লাহ দেখবেন সব ঠিক হয়ে যাবে। আর আপনিও চা পান করতে পারবেন।

ডাক্তারের কাছে গিয়েছিলাম এবং ডাক্তারের পরামর্শমতো চলতেছি দোয়া রাখবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই।

 3 years ago 

চা আমারও খুব প্রিয়। আশা করি খুব শীঘ্রই আপনি চা পান করতে পারবেন।ছোট মাছের দামও বেশি আবার পাওয়া যায় কম। সুন্দর লিখেছেন।

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61869.35
ETH 2414.51
USDT 1.00
SBD 2.63