THE DIARY GAME : 01-08-2020 || Happy Eid -Today My Eid Activists with Sacrifice

in Steem Bangladesh4 years ago (edited)

HAPPY EID MUBARAK


প্রথমেই সবাইকে জানাই ঈদ-উল আযহার শুভেচ্ছা। আজ ঈদের দিন। প্রতিদিন সকালে ঘুমথেকে উঠতে অনেক দেরি হয়। কিন্তু আজ অনেক কাজ। আজ দেরিকরে ঘুমথেকে উঠলে চলবেনা। তাই সকাল 5:30 টায় উঠেপড়লাম। ঘুমথেকে উঠেই ফ্রেশহয়ে নিলাম। হালকা নাস্তা করলাম। সকালেই গোসল শেষ করলাম। তারপর দ্রুত নামাজে যাওয়ার প্রস্তুতি গ্রহন করলাম। সবাই একথাসে দল বেধে নামাজ পড়তে গেলাম। নামাজে গিয়ে অনেক ভালো লাগছিলো। covid-19 ভাইরাসের কারনে মোসজিদের ভেতরেই নামাজ পড়তে হয়েছে। গতবার মসজিদের বাহিরে নামাজ আদাই করেছিলাম।

IMG_20200801_205252.jpg

আজ তাপমাত্রা একটু বেশিছিলো। সারাদিন কাজ করার কারনে অনেক ঘামছিলাম। আকাশে হালকা মেঘ ছিলো, কিন্তু বৃষ্টি হয়নি। বৃষ্টি হলে পরিবেশটা অনেক শিতল থাকে।

IMG_20200801_205403.jpg

যাইহোক, অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয়েছিল। নামাজ শেষে সকলেই বাড়ি ফিরে আসলাম। বাড়ি ফিরে হাল্কা খাবার গ্রহন করলাম। এবার কাজ আমাদের ছাগল থেকে মাংশ প্রস্তুত করা। আমার বাবা ও চাচাদের সাথে আমিও কাজ করলাম। ছাগল থেকে চামড়া আলাদা করলাম। ছাগলের বিভিন্ন অংশ আলাদা আলাদা রাখলাম। অতঃপর আমার বাবা মাংশগুলোকে টুকরো টুকরো করলো।
IMG_20200801_205303.jpg

আমাদের চাচারা এবং আমার বাবা „সবাইমিলে অনেক কাজ করেছে। অনেক পরিশ্রম করতে হয়েছে। তাদের সাথে আমি এবং অামার অনেকগুলো ভাই, সবাই কাজে সাহায্য করেছি। যখন মাংশ প্রস্তুত হয়েগেল , তখন আমার দায়িত্ব ছিলো হিসাব রক্ষনের। আমি একটি খাতা ও কলম নিয়ে সমস্ত হিসাব করেফেল্লাম।কাজ করতে বেশ ভালো লাগছিলো। সম্পুর্ন মাংশ ৩ টি ভাগে বিভক্ত করা হয়। গরিব,ফকির সবাইকে ফ্রি মাংশ বিতরন করা হয়। এটি মহৎ একটি কাজ।

IMG_20200801_205315.jpg

কাজ শেষ হতে অনেক সময় ব্যায় হয়েছে। আজ তেমন সময় পেলামনা কোথাও যাওয়ার। মনটাও বেশিএকটা ভালনা। ছোটবেলায় অামার ঈদগুলো দারুন কাটতো। ঈদের আগেরদিন রাতে সবাইমিলে পিকনিক করতাম। বাজি ফাটাতাম। খুব আনন্দ হতো। যতো বড় হচ্ছি, আনন্দগুলো ততোই কুমেআসছে।

যাইহোক, অনেক কাজ শেষে একটু বীশ্রাম নেবার পালা। আমার নিজের রুমে গিয়ে একটু বিশ্রাম গ্রহন করলাম। এবং পুনরায় গোসল করলাম। কারন আমার শরিল নুংরা হয়ে গিয়েছিলো। গোসল শেষ করে আবার বিশ্রাম গ্রহন করলাম। এরপর বিকেলে বন্ধুদের সাথে ঘুরতে বেরহলাম। অামি আর ৪ টা বন্ধু নদীর পারে ঘুরতে গেলাম।

IMG_20200801_205342.jpg

IMG_20200801_205328.jpg

ঈদের দিন হওয়ায় প্রচুর জনসমাগম ছিলো। আমরা দির্ঘক্ষন নদীর পারে আড্ডা দিলাম। সারাদিন পর নদীর পাড়ে সময় কাটাতে অনেক ভালোলাগছিলো। প্রচুর জনসমাগম থাকার কারনে আমরা একটি নির্দিষ্ট স্থানেই অবস্থান করেছিলাম। আমরা যে নদীর পাড়ে গিয়েছিলাম ,তার নাম হল পদ্মা নদী। অনেক সুন্দর পরিবেশ। মন শান্ত হয়েযায়। অনেক মানুষ নদীতে নৌকা নিয়ে অনন্দ করছিলো। সবকিছু মিলে পরিবেশটা ভালই ছিলে। এবার সন্ধার সময় আমরা বাড়ির উদ্দেশ্যে রউনা হলাম। বাড়ি এসে কিছু সময় অতিবাহিত হওয়ার পর , বাড়ির আশেপাশে সকলের মিলিত প্রচেষ্টায় আয়োজিত পিকনিকে আংশগ্রহন করলাম।
IMG_20200801_205515.jpg

IMG_20200801_205503.jpg
অনেক আনন্দকরে খাবার খেলাম। খাবার শেষকরে বাড়ি এসে ঘুমানোর প্রস্তুতি গ্রহন করতেছি। আর এখনি আপনাদের সাথে আমার সারাদিনের কর্মকান্ড প্রকাশ করতেছি। সকলেই ভালোথাকবেন। ধন্যবাদ।

Special Thanks To @toufiq777 Brother, Thanks for your invitation. I'm Really happy to join here.

From #bangladesh

Sort:  

Thank you for taking part in The Diary Game on Steem.

Keep following @steemitblog for the latest updates.

The Steemit Team

Thanks for big support

ঈদ মোবারক ভাই
ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আপনার ও আপনার পরিবারের ঈদ।

আমাদের এখানে কালকে যা বৃষ্টি নামাজ শুরু হওয়ার আগে। এর আগে কখনো দেখি নিই ঈদের দিন এমন বৃষ্টি।

গত বছরেই রাজশাহীতে গিয়েছিলাম। রাজশাহী শহরটি পরিষ্কার পরিচ্ছন্ন। পদ্মার পারে আরো ভালো লেগেছে।

জ্বি ভাই। আমাদের বাড়ির পাসদিয়েই পদ্মা নদী অতিবাহিত হয়েছে। এটি দেখতে আসলেও অনেক সুন্দর।

ঈদ মোবারক আপনাকেও

পুরো শহরটিই আমাকে ভালো লেগেছে। ইনশাআল্লাহ্ আবার কখনো যাবো।

hmm vhai, amader elakai aisen

 4 years ago 

I am very happy that you have joined the second session of "the daily diary game". I've had a good day. I hope you and your family have had a good day today.

Please tweet your post. Then many people will be interested in seeing your post. In this way they can join the steemit. I hope you understand. @rex-sumon

Yeas, i know that. Thanks brother for your comment

HAPPY EID MUBARAK

Eid mubarak

 4 years ago 

Hi @rex-sumon !
Thanks for sharing your diary game. I see you have a lot of fun in the afternoon at the bank of the river. Though you said, you were upset in the morning, cause as you get older you are not enjoying the fun of the festival like before.

❤️❤️"Eid Mubarak"❤️❤️ .

greeting from @tarpan

Hmm bro.. Amader boroder aki obostha

Your post has been rewarded by @tarpan [Country representative - BANGLADESH] and I'm upvoting with @steemcurator07 to support the newcomers coming to steem.
Thank you for joining the diary game.

Thanks for support

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.24
JST 0.038
BTC 106136.38
ETH 3327.24
SBD 4.43