STEEM BANGLADESH CONTEST: TECHNOLOGY|| 20.03.2022/SUNDAY ||BY@ratul24730|| COLLING TOWER ||30% TO @hive-138339.

in Steem Bangladesh2 years ago
আসসালামু আলাইকুম
হ্যালো প্রিয় steemians. আপনি কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি বাংলাদেশ থেকে @ratul24730 🇧🇩 20.03.2022/SUNDAY

স্টিম বাংলাদেশ প্রতিযোগিতার মধ্যে, আমি টেকনোলজি প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি।

TECHNOLOGY

(ছবির উৎস : আমি নিজেই সব ছবি তুলেছি)

COLLING TOWER(বড় এয়ার কন্ডিশনার)

আমরা অনেক সময় অনেক বড় বড় বিল্ডিং এ প্রবেশ করে চিন্তা করি যে পুরো বিল্ডিং এ তো এয়ার কুলার মেশিন দেখা যাচ্ছে না । কিন্তু বিল্ডিংয়ের বাথরুম পর্যন্ত কিভাবে এত ঠান্ডা। আমি ছোট থেকে এই ব্যাপারটা চিন্তা করতাম। কিন্তু আস্তে আস্তে আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানতে পারে সেটা বুঝতে পারলাম যে একটি মাত্র মেশিনের মাধ্যমে পুরো বিল্ডিংকে শীতাতপ নিয়ন্ত্রণ করা হয়। বাংলাদেশের ঢাকা শহরের প্রতিটি বড়-বড় ভবনে এই মেশিন ব্যবহার করা হয়। ছোট-বড় অনেক রেস্টুরেন্টে এই মেশিন ব্যবহার করা হয় এই মেশিনের অনেক ক্যাটাগরি আছে। ভবনের আয়তন এর উপর নির্ভর করে এই মেশিন এর ক্যাটাগরি নির্ধারণ করা হয় । মেশিনটি সত্যিই অসাধারণ কাজ করে। হাজার হাজার ছোট ছোট মেশিনের কাজ একটি মেশিন করে ফেলছে সত্যিই অসাধারণ।

IMG_20220320_180537.jpg
Location

আমাদের দেশে বিভিন্ন ধরনের এয়ার কন্ডিশনার ব্যবহার করা হয়। বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠান,সরকারি ভবন ,শপিং কমপ্লেক্স ,গুলোতে যে এয়ার কন্ডিশন গুলো ব্যবহার করা হয় তা আমাদের বাসা বাড়িতে ব্যবহৃত করা এয়ারকন্ডিশন এর থেকে ভিন্ন। আমাদের বাসা বাড়িতে প্রতিটি রুমের জন্য একটি করে এয়ার কন্ডিশনার ব্যবহার করি। কিন্তু বড় বড় ভবনগুলোতে ছোট ছোট এয়ার কন্ডিশনার ব্যবহার করা সম্ভব নয় কারণ পুরো ভবনটি শীতাতপ নিয়ন্ত্রিত হয়ে থাকে। পুরো ভবনটিকে শীতাতপ নিয়ন্ত্রণ করা ছোট ছোট এয়ারকন্ডিশনার দ্বারা সম্ভব নয়। তাই পুরো ভবনকে শীতাতপ নিয়ন্ত্রিত করতে কুলিং টাওয়ার নামে একটি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। যার একটি ৩০ তলা ভবন এর ও সম্পূর্ণ জায়গা শীতাতপ নিয়ন্ত্রিত করা সম্ভব হয়।

IMG_20220320_180602.jpg

এই মেশিনের দ্বারা সম্পূর্ণ ভবন শীতাতপ নিয়ন্ত্রিত হয়। যার ফলে খরচ কমে যায় এবং বিদ্যুৎ সাশ্রয় হয়।
আমাদের সাধারন এয়ার কুলার এর থেকে এই এয়ার কুলার সম্পূর্ণ আলাদা। এই এয়ারকন্ডিশনারের উপকারিতা ও অপকারিতা।

উপকারিতা
-এই এয়ারকন্ডিশনারের ফলে প্রতিটি রুমে রুমে এয়ার কন্ডিশনার লাগাতে হয় না যার ফলে খরচ কমে যায় এবং জায়গা বেঁচে যায়।
-একজন মানুষই এই যন্ত্র চালাতে পারে। যার ফলে বেশি মানুষ প্রয়োজন হয় না। একজন মানুষই পুরো বিল্ডিং এর শীতাতপ নিয়ন্ত্রণ করতে পারে।
-বায়ু কম হয়।
-কম খরচে একটি বড় ভবন কে শীতাতপ নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে।

অপকারিতা
-এই মেশিনে ব্যবহারের ফলে অনেক বেশি পরিমাণ পানি অপচয় হয়।
-শব্দ দূষণ হয়।

IMG_20220320_181106.jpg

মেশিনটি কিভাবে কাজ করে তা বর্ণনা করা হলো।

কুলিং টাওয়ার হল একটি তাপ প্রত্যাখ্যানকারী যন্ত্র, যা পানির প্রবাহকে কম তাপমাত্রায় শীতল করার মাধ্যমে একটি নির্দিষ্ট ভবনের বর্জ্য তাপ বের করে। একটি কুলিং টাওয়ারে তাপ প্রত্যাখ্যানের ধরনটিকে "বাষ্পীভবন" বলা হয় যে এটি পানির একটি ছোট অংশকে বাষ্পীভূত করে একটি চলমান বায়ু প্রবাহে বাষ্পীভূত করার হয় যাতে বাকি পানির স্রোত এর বায়ু শীতল হয়।
IMG_20220320_181125.jpg

পানির প্রবাহ থেকে বায়ু প্রবাহে স্থানান্তরিত তাপ বাতাসের তাপমাত্রা এবং এর আপেক্ষিক আর্দ্রতা ১০০% বাড়িয়ে দেয় এবং এই বায়ু ভবনে প্রবাহিত হয়ে থাকে। কুলিং টাওয়ারগুলি সাধারণত গাড়ির রেডিয়েটারের মতো এয়ার কুলার বা "শুকনো তাপ প্রত্যাখ্যান ডিভাইসগুলির তুলনায় উল্লেখযোগ্যভাবে কম পানির তাপমাত্রা সরবরাহ করতে ব্যবহৃত হয়, যার ফলে আরও ব্যয়-কার্যকর এবং শক্তি সাশ্রয়ী প্রক্রিয়া করা হয়। এর ফলে ঠান্ডা বাতাস পাওয়া যায়।

IMG_20220320_181026.jpg

শীতাতপ নিয়ন্ত্রণ এবং বৈদ্যুতিক শক্তি উৎপাদনের জন্য শীতল টাওয়ার গুলির জন্য সাধারণ পানি সরবরাহ করছে। ছোট ছোট কুলিং টাওয়ার গুলি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে প্রতি মিনিটে মাত্র কয়েক গ্যালন পানির স্রোতগুলিকে ছোট পাইপে সরবরাহ করা হয় যা আমরা আমাদের বাড়ির পানি সরবরাহ করার পাইপগুলো মত।যেখানে সবচেয়ে বড় শীতল শত শত হাজার গ্যালন প্রতি মিনিটে বড় পাইপে সরবরাহ করা হয়।

IMG_20220320_181048.jpg

এই বড় বড় মোটা পাইপ দিয়ে ব্যবহৃত পানি নির্গত হচ্ছে । মেশিনের ভিতরে থাকা ছোট ছোট পাইপের মাধ্যমে মেশিনে উৎপন্ন হওয়া ঠান্ডা বাতাস ভবনে চলে যাচ্ছে।

একটি কুলিং টাওয়ার হল, একটি আবদ্ধ কাঠামো যার ভিতরের কার্যক্রম এটিকে দেওয়া সাধারণ ব্যবহৃত পানি একটি গোলকধাঁধার মত প্যাকিং বা ভর্তি এর উপর দেওয়া হয়। ভরাট বায়ু গরম করার জন্য এবং বাষ্পীভবনের জন্য একটি ব্যাপকভাবে প্রসারিত বায়ু-জল ইন্টারফেস প্রদান করে। জল ঠাণ্ডা হয় যখন এটি মাধ্যাকর্ষণ দ্বারা ভরাটের মধ্য দিয়ে নেমে আসে এবং এটির উপর দিয়ে যাওয়া বাতাসের সাথে সরাসরি যোগাযোগ করে।

IMG_20220320_181158.jpg

ঠাণ্ডা পানি তারপর ভর্তির নীচে একটি ঠান্ডা জলের বেসিনে সংগ্রহ করা হয় যেখান থেকে এটি আরও তাপ শোষণ করার জন্য প্রক্রিয়ার মাধ্যমে আবার পাম্প করা হয়। উত্তপ্ত এবং আর্দ্রতা-বোঝাই বায়ু ভরাট ছেড়ে নির্দিষ্ট ভবনে নিঃসৃত হয়। এবং বিল্ডিংয়ের প্রতিটি ফ্লোরে ফ্লোরে প্রতিটি রুমে রুমে পাইপিং করা থাকে। এবং কিছু অত্যাধুনিক যন্ত্র মাধ্যমে প্রতিটি রুমে রুমে প্রতি মিনিটে কতটুকু বায়ু প্রবেশ করবে তা নির্ধারণ করা থাকে। সে অনুযায়ী প্রতিটি রুমে রুমে নির্দিষ্ট বায়ু সাপ্লাই হয়।

IMG_20220320_181307.jpg

এখান থেকে মেশিনের যাবতীয় বৈদ্যুতিক শক্তি সরবরাহ করা হয়। একটিমাত্র অপারেটর পুরো মেশিন এর যাবতীয় বৈদ্যুতিক নিয়ন্ত্রণ করতে পারে।

এইভাবে ভবনের প্রতিটি জায়গায় প্রতি মিনিটে মিনিটে বায়ু সাপ্লাই করা হয়। এবং নির্দিষ্ট ভবনের প্রতিটি জায়গায় গ্যাস ফ্যান রয়েছে যার মাধ্যমে ভবনের গরম বা ব্যবহৃত বায়ু বাহির হয়ে যায়। এবং প্রতি মিনিটে মিনিটে নতুন ঠান্ডা বায়ু প্রবেশ করছে। এভাবে ভবনটি শীতাতপ নিয়ন্ত্রিত হচ্ছে।

এরকম ছোট ছোট কুলিং টাওয়ার দিয়ে একটি ১৫ তলা বিল্ডিং পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রণ করা সম্ভব। বিল্ডিং এর প্রতিটি কোনায় কোনায় অত্যাধুনিক পাইপিং এর মাধ্যমে ঠান্ডা বাতাসের সাপ্লাই করা হয় এবং বিল্ডিং এর প্রতিটি কোনায় কোনায় ঠান্ডা বায়ু যে অংশ দিয়ে বাহির হয়, সে অংশে একটি অত্যাধুনিক ফিল্টার থাকে যা বায়ুকে আরো ঠান্ডা করে তোলে এবং ভবনে নিক্ষেপ করে।

মেশিনের ভিতরে কিভাবে কাজ করে তার একটি লেখচিত্র উল্লেখ করা হলো

IMG_20220320_181557.jpg

Source

খুব অত্যাধুনিক একটি প্রযুক্তি। এই প্রযুক্তি অনেক খরচ কমিয়ে আনছে বায়ু দূষণ কমাচ্ছে কারণ একটি বিল্ডিং এ হাজার হাজার রুম থাকে ,প্রতিটি রুমকে আলাদা -আলাদাভাবে শীতাতপ নিয়ন্ত্রিত করতে হলে আলাদা- আলাদা শীতাতপ যন্ত্রের প্রয়োজন।প্রতিটি যন্ত্র আলাদা আলাদা ভাবে অনেক বিদ্যুৎ খাবে এবং অনেক জায়গা অপচয় হবে এবং বায়ু দূষণের পরিমাণ বাড়বে।

একটি একক মেশিনের কারণে পুরো বিল্ডিং শীতাতপ নিয়ন্ত্রণ হচ্ছে যার ফলে জায়গা বেছে যাচ্ছে বিদ্যুৎ খরচ কমছে। বিল্ডিং এর প্রতিটি জায়গায় আলাদা আলাদা ভাবে শীতাতপ নিয়ন্ত্রণ করতে হলে আলাদা আলাদাভাবে শীতাতাপ যন্ত্র লাগাতে হত যা অনেক বেশি ব্যয়বহুল। এই একক মেশিন তার তুলনায় অনেক কম দামে পাওয়া যায়। এই মেশিনের ফলে খরচ কমে আসলো এবং একটি বিল্ডিং কে খুব সহজে শীতাতপ নিয়ন্ত্রণ করা সম্ভব হল।

একটি ভিডিওর মাধ্যমে এই এয়ার কন্ডিশনার এর কার্যক্রম টা তুলে ধরার চেষ্টা করেছি

TECHNOLOGY

(ছবির উৎস : আমি নিজেই সব ছবি তুলেছি)

ধন্যবাদ সবাইকে আমার পোস্ট টি পড়ার জন্য

অন্য দেশের দুই বন্ধুকে আমন্ত্রণ

আমি আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।@yeri52@hidayat96 আমি আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। ধন্যবাদ।

Sort:  

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050NO
#club75YES
#club100NO
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @toufiq777

JOIN WITH US ON DISCORD SERVER:

Loading...
 2 years ago 

বাহ আপনি অনেক ভালো একটি টেকনলোজি বিষয়ে আলোচনা করেছেন।

 2 years ago 

Thank you

 2 years ago 

@toufiq777 thank you for your support

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 60115.56
ETH 3203.28
USDT 1.00
SBD 2.46