১৬ই ডিসেম্বর

in Steem Bangladesh3 years ago

আজ ১৬ই ডিসেম্বর, বিজয় দিবস। ঐতিহাসিক মহান বিজয় দিবস। রাতে যখন ঠিক বারোটা বাজে মানিক মিয়া এভিনিউতে আমরা সবাই জ্ড়ো হয়েছিলাম এই দিনটাকে উদযাপন করার লক্ষ্যে। আমরা সবাই মিলে ঠিক বারোটার সময় বিজয়ের আনন্দে আমরা সবাই মিলিত হলাম আমাদের সে কি আনন্দ।প্রচন্ড আওয়াজ বোম ফুটানো আতশবাজি হৈ-হুল্লোড় কি বললা সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল আমরা যেন সেই ১৯৭১সালে চলে এসেছি। এ আনন্দ মিছিল দেখতে পেরেছে সামনাসামনি যারা সন্ধ্যা নাগাদ মানিক মিয়া এভিনিউতে এসে আস্তানা গেড়েছিলো।রাত বারোটার পর মানিক মিয়া এভিনিউতে ঢুকা ছিল অসম্ভব। রাস্তাঘাট সব আটকে দেয়া হয়েছিল যেকারনে রাস্তা ঘাটে যানজট ছিল মারাত্মক। দেখে অনেক ভালো লাগলো এই ভেবে যে আমরা সত্যি সত্যি অনেক ভালোবাসি নিজর দেশকে,আর তাই বিজয় দিবস উপলক্ষে আমরা এক হয়েছি বিজয় দিবসে অংশগ্রহণের উদ্দেশ্য। আমাদের এই বিজয় যারা ছিনিয়ে এনে দিয়েছে তাদেরকে শ্রদ্ধা জানাই সালাম জানাই।তোমাদের জন্যইতো বিশ্বে আজ আমরা মাথা উঁচু করে বলতে পারি আমরা স্বাধীন দেশের নাগরিক।
IMG-89db3f953d99cb909ddc9960c1dd32cb-V.jpg

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.25
JST 0.040
BTC 95063.29
ETH 3338.75
USDT 1.00
SBD 8.25