🏅Steem Bangladesh contest:- Travel 🏅 20% beneficiaries goes to @steemit-bd #club5050

in Steem Bangladesh2 years ago

হ্যালো
আমার প্রিয় বন্ধুরা
আমি @parvag09 🇧🇩 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। steem bangladesh contest health, fitness, leisure, food, gardening, travel প্রতিযোগিতায় আমি অংশগ্রহন করতে যাচ্ছি।
তাহলে চলুন দেরি না করে শুরু করা যাকঃ------------------

IMG_20220428_190800.jpg

Source

Devicerealme c15
Click@parvag09

সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন। কয়েকদিন আগে steem Bangladesh contest:travel এ অংশ গ্রহন করার জন্য চান্দের ডাঙ্গা ১৪ জামাতের ময়দানের কাছে পুকুর পাড়ে ভ্রমন করেছিলাম। আমি সকাল দশটার দিক বাইসাইকেল নিয়ে একা একা মনের সুখে উল্লাসে চান্দের ডাঙ্গার পুকুরের কাছে আসলাম। সেখানে স্থানীয় ১৪ টা এলাকা জামাত অনুষ্ঠিত হয়। মানুষজন অজু করার জন্য সেই পুকুরে যায়।পুকুরের সৌন্দর্য অনেক সুন্দর।

IMG_20220428_190631.jpg
Source

পুকুরের উপরে একটি তেতুল গাছ আছে। আমার নানা বলেছে তারা যখন ছোট তখন সেই দিঘি খনন করা হয়েছে।কিছুক্ষণ পুকুরপাড়ে ঘুরাঘুরি করলাম তারপর ফ্রেশ হওয়ার জন্য সিঁড়ি বেয়ে পুকুরে নামলাম,পুকুরের পানি বেশ ঠান্ডা ছিলো। পুকুরে বেশ বড় বড় মাছের উপস্থিতি টের পাচ্ছিলাম। কিছু ছোট ছোট মাছও অবশ্য দেখা যাচ্ছিল।

IMG_20220428_172934.jpg
Source
IMG_20220428_172836.jpg
Source
IMG20220427113253.jpg
Source
IMG20220427113237.jpg
Source

পরে বাড়ি ফিরে এসে নানা ভাইয়ের কাছে সেই পুকুর সম্পর্কে ভয়ংকর কিছু তথ্য পেলাম। সেখানে ডাকাতরা একটা লোককে মেরে পানিতে ভেসে দিয়েছিলো। সেই পুকুরটি পার্বতীপুর টু রংপুর রোডের কাছে অবস্থিত। ওই সময় সেই রোড দিয়ে কেউ রাত্রেবেলা হাটাহাটি করত না। সেখানে বসবাসকারী সকল লোকেদের মনে একটা ভীতিকর অবস্থা ছিল। তারপর বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর বাড়ির পথে রওনা দিলাম।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4-2.png

আমার মতে প্রত্যেকটি লোকের মন ফ্রেশ রাখার জন্য মাঝে মাঝে কোন জায়গায় ভ্রমণে যেতে। মানসিক দুশ্চিন্তা এবং শারীরিক অসুস্থতা ক্লান্তি ইত্যাদি দূর হয় বিভিন্ন জায়গায় ভ্রমণের মাধ্যমে।

ভ্রমণ নিয়ে কয়েকটি ব্যক্তির মতবাদ যা আমার মন ছুঁয়ে গেছে। আপনারা একটু সময় করে পড়তে পারেন নতুন কিছু জানতে পারবেন।

#ভ্রমন ছাড়া মেধা বিকাশ সম্ভব নয় ।

— প্রচলিত উক্তি

#ভ্রমন মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে সাহায্য করে ।

— প্রচলিত উক্তি

#যদি ধনী হতে চাও, বেশী বেশী ভ্রমন করো ।

— আল-হাদিস

#‘বলে দাও, তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো, অতঃপর দেখো, যারা সত্যকে মিথ্যা বলেছে, তাদের পরিণাম কী হয়েছিল?’

— (সুরা : আনআম, আয়াত : ১১)

#ভালো ভ্রমণ করার জন্য আপনাকে ধনী হতে হবে না ।

— ইউজিন ফডোর

#ভ্রমন সার্থক ।

— আইসপ

#ভ্রমনের মাধ্যমে দুরত্তের চেয়ে বন্ধু গুলোকেই ভালো যাচাই করা যায় ।

— টিম চাহিল

#পদচিহ্ন ভুলে যাও আর সৃতিগুলো নিয়ে নাও ।

— চিফ স্যাটেল

#প্রতি বছর এমন একটি জায়গায় ভ্রমন করা উচিৎ যেখানে এর আগে কখনই যাওয়া হয় নি ।

— দালাই লামা

#ভ্রমণ মানুষকে পরিমিত করে তোলে। আপনি দেখতে পান যে আপনি পৃথিবীতে কত ছোট জায়গা দখল করেছেন।

— গুস্তাভে ফ্লুবার্ট

#যে সুখে ভ্রমণ করতে চায়, তাকে অবশ্যই হালকা ভ্রমণ করতে হবে ।

— আন্টোইন ডি সেন্ট এক্সুপেরি

#একটি অদ্ভুত শহরে একা জাগ্রত থাকা, অন্যরকম এক অনুভুতি ।

— ফ্রেয়া স্টার্ক

#তীরে দৃষ্টি হারানোর সাহস না থাকলে মানুষ নতুন মহাসাগর আবিষ্কার করতে পারে না ।

— আন্ড্রে গিড

#তুমি কতটুকু শিক্ষিত তা আমাকে বলো না, তুমি কত জায়গা ভ্রমন করেছো সেটা বলো ।

— মুহাম্মদ

#কুসংস্কার, গোঁড়ামি এবং সংকীর্ণতার জন্য ভ্রমণ হলো মহা ঔষধ ।

— মার্ক টোয়েন

#পুরো পৃথিবী একটি বই, এবং যারা ভ্রমণ করে না তারা কেবল এর একটি পৃষ্ঠা পড়ে ।

— সেন্ট অগাস্টাইন

#ভ্রমণ এবং স্থান পরিবর্তন, মনে নতুন উদ্যম জোগায় ।

— সেনেকা

#আপনি যেখানেই যান না কেন, সেটা কোনও না কোনওভাবে আপনার অংশ হয়ে যায় ।

— অনিতা দেশাই

#আমরা বিভ্রান্তির জন্য ঘোরাঘুরি করি, তবে আমরা পরিপূর্ণতার জন্য ভ্রমণ করি ।

— হিলায়ার বেলোক

#বয়সের সাথে বুদ্ধি আসে । ভ্রমণ এর সাথে অভিজ্ঞতা আসে ।

—- সান্দ্রা লেক

#আমরা রোম্যান্সের জন্য ভ্রমণ করি, আমরা স্থাপত্যের জন্য ভ্রমণ করি এবং ভ্রমণ করি হারিয়ে যাওয়ার জন্য ।

— রে ব্র্যাডবেরি

#ভ্রমণ সকল মানুষের আবেগকে বাড়িয়ে তোলে ।

— পিটার হয়েগ

#মনে রাখবেন সুখ ভ্রমণের একটি উপায়, একটি গন্তব্যনয়।

রয় এম. গুডম্যান

#শুধুমাত্র স্মৃতি নিন, শুধুমাত্র পদচিহ্ন দিয়ে।

প্রধান সিয়াটেল

#বিশ্ব একটি বই এবং যারা ভ্রমণ করে না তারা যেন এইবই এর শুধুমাত্র একটা পৃষ্ঠা পড়ল।

হিপ্পো অগস্টি

#ভ্রমণের জন্য বিনিয়োগ হচ্ছে নিজের জন্য বিনিয়োগ।

ম্যাথু কার্স্টে

#মণ করার জন্য ধনী হবার প্রয়োজনীয়তা নেই।

ইউজিন ফদর

#ভ্রমণ ও স্থান পরিবর্তন মনের মধ্যে নতুন প্রাণশক্তিতৈরী করে।

সেনেকা

#ভ্রমণ মানুষকে বিনয়ী করে তোলে এবং জানতে পারেদুনিয়ার তুলনায় সে কত ক্ষুদ্র।

গুস্তাভ ফ্লুবেয়ার

#ভ্রমণ নিজেকে জানার অন্যতম উপায়।

লরেন্স ডুরেল

#ভ্রমণ মানুষকে জ্ঞান অজর্ন করতে সাহায্য করে। তাই প্রতিনিয়ত ভ্রমন করতে থাকুন।

জেফারসনস

#নতুন কোনো শহরে সকালবেলা ঘুম থেকে ওঠাপৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ আনন্দের একটি।

ফ্রেয়া স্টাক

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4-2.png

এই ছিল আমার আজকের ভ্রমণ বিষয়ক পোস্ট। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ।

steem bangladesh contest health, fitness, leisure, food, gardening, travel এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ভিন্ন দেশে দুজন বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি @hidayat96 এবং @yeri52 আশা করি আপনারা দুজনেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

🙏সবাইকে ধন্যবাদ🙏

Sort:  
 2 years ago 

অনেক সুন্দর একটি ভ্রমণ কাহিনী আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে। আর হ্যা আপনার মার্কডাউন গুলো একটু ঠিক করবেন।

 2 years ago 

ধন্যবাদ ভাই ভুলভ্রান্তি জানিয়ে দেওয়ার জন্য

 2 years ago 

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050YES
#club75NO
#club100NO
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

 2 years ago 

আপনার পোস্টটি বুমিং সাপোর্টে দেওয়া হয়েছে।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ।

অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আর ছবি গুলোও অসাধারণ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 56775.06
ETH 2345.64
USDT 1.00
SBD 2.36