The Diary Game. 7 November 2020. With kidssteemCreated with Sketch.

in Steem Bangladesh4 years ago (edited)

আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন নিজ নিজ পরিবার নিয়ে।
আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছে।
আজকের মতো আমি চলে এলাম আমার আজকের দিনের গল্প করতে আপনাদের সাথে। ডায়েরি গেমে আমার প্রতিদিনের গল্পগুলো সেয়ার করতে খুবেই ভালো লাগে। আমি ডায়েরি গেমে আপনাদের সাথে যুক্ত হতে পেরে খুবেই আনন্দিত।
আপনাদের গল্পগুলো খুব সুন্দর হয়। সবাই খুব সুন্দর গুছিয়ে লেখেন। আপুনাদের এই সুন্দর ভাবে লেখা দেখে আমি অনুপ্রাণিত হয়।

###দিনের শুরু
আসসালাতু খাইরুম মিনান নাউম,,,,,, মুয়াজ্জিনের এই মধুর কন্ঠের আজানের শব্দে ঘুম থেকে উঠেছি। তারপর অজু করে আমি আর আমার মা বাসায় বসে নামাজ পড়েছি, আর আমার বাবা মসজিদে নামাজ পড়তে গেছে। আমি নামাজ শেষ করে তাসবি পড়েছি কিসুসময়। তারপর আমি আবার কিছুসম্যের জন্য ঘুমিয়েছি। ৭ টায় আমি ঘুম থেকে উঠেছি। ফ্রেস হয়ে আমি এক কাপ চা নিয়ে কাজী নজরুল ইসলামের (মৃত্যু খুদা) বইটির কিছু অংশ পড়েছি। তারপর আমি সকালের খাবার খেয়েছি আমার বাবা মায়ের সাথে। আজকে সকালের খাবারে ছিল গরম ভাত,আলু ভর্তা,ডিম ভাজা, কালোজিরা ভর্তা। আমার সকাল বেলা ভর্তা খুভ পছন্দের খাবার তাই মা প্রায় সময় বিভিন্ন রকম ভর্তা বানিয়ে দেয় আমার জন্য।

৯ টা থেকে ১০ টা আমি বাসায় টুকিটাকি কাজ করেছি। তারপর ১০ টায় আমি মায়ের সাথে রান্না করার জন্য তরকারি কেটেছি। আজকে আমি রান্না করেছি। আজকে আমি মাছ, পটল, কুমড়া ও ডাল রান্না করেছি।

রান্না শেষ করে আমি গোছলে গেছি ০১:৩০। আমার বাবা তার আগেই গোছল করে মসজিদে নামাজে চলে গেছেন। আমি আর মা গোছল করে নামাজ পরেছি। তারপর আমরা সবাই মিলে একসাথে দুপুরের খাবার খেয়েছি। খাবার খাওয়ার পরে মা বাবা প্রতিদিনের মতো ঘুমিয়েছে।

আমার ঘুম আসেনি তাই আমি বাহিরে বের হয়েছি।
বের হয়ে দেখলাম বাড়ির পাশে ছোট ছোট বাচ্চারা ফুঠবল খেলে। আমি ওদের খেলা উপভোগ করলাম। ওদের বল পানিতে পরে গেল ওরা একজন অন্যজনরে পানিতে ধাক্কা মেরে ফেলে দেয়। একজনকে কেউ পানিতে ফালাইতে পারেনি। তারপর ওরা সবাই মিলে তাকে ধরে নিয়ে এসে পানিতে ফেলে দেয়। আমিতো ওদের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। আই আনন্দ মজার মুহূর্ত ধরে রাখার জন্য আমি ছবি তুলে রাখলাম।

20200804_124342.jpg

এরিমধ্যে আসরের আজান দিয়ে দিয়েছে আমি বাসায় এসে অজু করে নামাজ পড়েছি। নামাজ শেষ করে আমি আর বোন চা বানালাম। চা বানিয়ে নিয়ে দুজন ছাদে চলে যাই। ছাদে গিয়ে দুজনে চা খাই আর আড্ডা দেই।

আমরা দুই বন অনেকগুলো ছবি তুল্লাম, অনেক গল্প করলাম। গল্প করতে করতা ধারায় সসন্ধ্যা নেমে এলো

। ছাদ থেকে চলে এলাম। অজু করতে যাবো দেখলাম আমার নয়োন তারা ফুল গাছে কলি ধরেছে।

তারপর অজু করে মাগরিবের নামাজ পড়লাম। তাসবি পড়লাম।
তারপর আমি আব্বু আম্মুর জন্য চা,ও সবার জন্য সেমাই রান্না করলাম। বাবা খবর দেখতে দেখতে চা সেমাই খেলেন।

IMG_20200616_193222.jpg

তারপর ০৮:৩০ বাবা নামাজে গেলেন। মা আর আমিও নামাজ পড়ে নিলাম।

তারপর আব্বা মা আমি ১০ টা পর্যন্ত আমরা টিভি দেখেছি। তারপর মা রাতের খাবার নিয়ে এলেন।
সবাই মিলে রাতের খাবার শেষ করলাম।
তারপর দাত ব্রাশ করলাম, অজু করলাম।
তারপর এসে বিছানা ঠিক করলাম ১১ টা বেজে গেলো।
বাবা মা ঘুমিয়ে পড়েছে।

আর আমি চলে এলাম আপনাদের সাথে ডায়েরি গেমে আমার আজকের কথাগুল শেয়ার করতে।
এই কথাগুল এভাবে বলতে পেরে কি যে শান্তি লাগে মনে।
একটু পরেই আমিও ঘুমিয়ে যাবো।
আজ এখানেই শেষ করছি আমার গল্প।

সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। এই মহামারিতে অন্যের পাশে দারান। দারিদ্র মানুষের দিকে সহানুভূতির হাত বাড়িয়ে দিন।

Sort:  
 4 years ago 

It is good to know that you perform your prayers on time. You post is beautiful but it will be much more beautiful if you work a little harder. Use photo captions and Google Plus code. Is it laccha semai @nusrat-akhi?

#twopercent
#bangladesh

 4 years ago 

☺️

 4 years ago 

Wrote a lot of nice posts but your post would be more beautiful if you added google plus code and photo caption to your post be sure to add photo caption and google plus to the post.

 4 years ago 


Polish_20201009_015638739.jpg

Hi @nusrat-akhi your post has been upvoted by @steem-bangladesh courtesy of @sm-shagor

JOIN WITH US ON DISCORD SERVER:

Support us by delegating STEEM POWER.
20 SP50 SP100 SP250 SP500 SP

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 75904.17
ETH 2906.60
USDT 1.00
SBD 2.64