How to make phuchka white sitting at home ||Food Recipe By @nirob70 || ফুচকা তৈরির রেসিপি ||

in Steem Bangladesh4 years ago

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন | আমি @nirob70 বাংলাদেশ থেকে ! আজ আমি আপনাদের সাথে ফুচকা বানানোর রেসিপি শেয়ার করবো.আমরা প্রায় সবাই ফুচকা খেতে ভালোবাসি! মেয়েরা ছেলেদের অপেক্ষায় একটু বেশি ! চলুন তাহলে শুরু করি ফুচকার রেসিপি

PicsArt_03-11-09.25.09.jpg

ফুচকা তৈরির রেসিপি

সময়: রান্নার জন্য (১ ঘন্টা) + প্রস্তুতি (২ ঘন্টা) খরচঃ ৩৫০ টাকা

এই রেসিপি থেকে আপনারা ৫০/৬০ টি ফুচকা তৈরি করতে পারবেন :

ফুচকা তৈরির প্রয়োজনীয় উপকরণঃ

ফুচকার পুরি-

  • ময়দা – ১ কাপ
  • সুজির আটা – ২ কাপ
  • পানি – পরিমাণমত
  • সয়াবিন তেল - পরিমাণ মত
  • তালমাখনা – ১ টেবিল চামচ
  • লবণ – ১/২ চা চামচ(পরিমাণ মতো )

PicsArt_03-11-09.23.05.jpg

PicsArt_03-11-09.22.33.jpg

ফুচকার পুর -

  • ডাবলি ছোলা/ মটর – দেঢ় কাপ (সিদ্ধ করা)
  • আলু – এক কাপ (সিদ্ধ করা)
  • পেঁয়াজ কুচি – ৫ টেবিল চামচ
  • ধনে পাতা কুচি – ২+১/২ টেবিল চামচ
  • কাচামরিচ কুচি – দেঢ় টেবিল চামচ
  • লবণ – প্রয়োজন মত
  • চাট মসলা – দেঢ় টেবিল চামচ
  • শসা - যতটুকু খাবেন
  • টমেটো কুচি – ইচ্ছেমত

প্রণালী:

পুরি তৈরী করার জন্য সুজির আটার সাথে ময়দা ভালো করে মেশাতে হবে। এবার বাকি উপকরণগুলো ময়দার মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ডো শক্ত হলে ভেজা পাতলা সুতি কাপড় দিয়ে ২০ মিনিট ঢেকে রাখতে হবে। এবার ডোকে কয়েক ভাগ করে মোটা রুটির মত বেলে নিয়ে গোল শেপ এ কাটতে হবে। গোল শেপ দেয়ার জন্য গোলাকার ফুচকার টিন, বোতলের মুখ ব্যববার করা যাবে। এবার এই গোলাকার পুরিকে ডুবো গরম তেলে বাদামি রঙ আসা পর্যন্ত ভাজতে হবে। পুরি গরম তেলে দিয়ে একটু চিপে ধরলে তারাতারি ফুলে উঠবে ! পুরি ফুলে গেলে নিয়ে ফেলতে হবে।

পুর তৈরী করার জন্য ডাবলি ছোলা বা মটর সিদ্ধ করে নিয়ে এর সাথে সিদ্ধ করা আলু চটকিয়ে মাখিয়ে নিতে হবে। এর সাথে বাকি সব পুরের উপকরণ মাখাতে হবে। এবার ফুচকার পুরির মাঝে ছিদ্র করে তাতে পুর ভরে তেতুলের টক দিয়ে দিতে হবে। চাইলে শসা ও টমেটো কুচি পুরের মধ্যে দিয়ে উপরে সাজিয়ে পরিবেশন করা যাবে।

তেতুলের টক তৈরি:

  • ১ কাপ পানিতে কিছু তেতুল ভিজিয়ে চটকিয়ে ক্বাথ নিয়ে নিন। এবার এতে লবণ, ২ চা চামচ চিনি, ১/৩ চা চামচ জিড়া গুড়া ও মরিচ গুড়া, ১ টি কাঁচা মরিচ কুচি দিয়ে মিশিয়ে নিন। চিনি ও ঝালের পরিমাণ কমবেশি করতে পারেন মনমত।

শেষ ধাপ-

ফুচকা তৈরি শেষে আপনি এটি আপনার ইচ্ছে মতো পরিবেশন করতে পারেন ! ফুচকার সাথে তেতুল টক কিংবা আলুর দম অথবা দই দিয়ে এটি পরিবেশদ করা যায় !

ধন্যবাদ সবাইকে ! আশা করি সবাই বুঝতে পেরেছেন ! এখন থেকে বাড়িতেই ফুচকা তৈরি করতে পারবেন.......

PicsArt_03-11-09.23.43.jpg

  • How to make phuchka white sitting at home ||Food Recipe By @nirob70 ||

👉 Language for English

Cc :-
@steemitblog
@steemcurator01
@steemcurator02

Thank you everyone

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.24
JST 0.039
BTC 103972.39
ETH 3297.02
SBD 5.89