| খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি | আপনাদের সহযোগিতা প্রয়োজন |

in Steem Bangladesh4 years ago (edited)

PicsArt_04-25-12.45.01.jpgsource


স্বাগতম সবাইকে


আপনারা সবাই হয়তো ইতিমধ্যেই খেয়াল করেছেন যে steemcurator01 আমাদের বাংলাদেশিদের সাপোর্ট করা বন্ধ করে দিয়েছে। আমার আজকের পোষ্টটি এই বিষয় নিয়েই। আশাকরি খুব মনোযোগ সহকারে পুরো পোস্টটি পড়বেন।


আমাদের সাপোর্ট না দেয়ার কারণ:


বাংলাদেশিদের সাপোর্ট বন্ধ করে দেয়ার একটিমাত্র কারন হচ্ছে @steem-bangladesh কমিউনিটি একাউন্টের মাত্র ৩০,০০০ sp (steem power) । অন্যান্য ভালো কমিউনিটি ১,০০,০০০ sp (steem power) অর্জন করে ফেলেছে ।


এই ১,০০,০০০ sp শুধুমাত্র কমিউনিটি একাউন্টের জন্য অর্জন হয়নি। এর পিছনে হাত রয়েছে কমিউনিটি মেম্বারদের। তারা শুধুমাত্র Power Up এবং Delegation এর মাধ্যমেই এতদূর এগিয়ে গিয়েছে। একারনেই steemcurator01 তাদের সাপোর্ট দিয়ে যাচ্ছে।


সমাধান:


টেনশন এর কোনো কারণ নেই। steemcurator01 এর সাপোর্ট পুনরায় পাওয়া যাবে। শুধুমাত্র আপনাদের সহায়তার প্রয়োজন। স্টীমিট টিমের সাথে যোগাযোগ করা হয়েছে। তাদের বলা হয়েছে আগামী ১৫ দিনের মধ্যে আমরা ৫০,০০০ sp (steem power) অর্জন করব। আমরা বাংলাদেশিরা পারিনা এমন কিছু নেই।


@steem-bangladesh কমিউনিটি একাউন্টের ৫০,০০০ sp অর্জনের জন্য আপনাদের যা করতে হবে:

  • Power Up
  • Delegation

Power Up:


Steem power বৃদ্ধির জন্য Steem কে Steem power এ রুপান্তর করাই হচ্ছে Power up । আপনারা বলতে পারেন : "আমরা Steem বিক্রি না করে power up কেন করব?"


Power Up আপনারা নিজের ভালর জন্য করবেন। এতে শুধুমাত্র আপনাদের লাভ। আপনারা Power Up করে Steem power বৃদ্ধি করে @steem-bangladesh কমিউনিটিকে delicate করবেন। এরফলে steemcurator01 আবার আপনাদের সাপোর্ট দেয়া শুরু করবে। বর্তমানে কষ্ট করলে ভবিষ্যতে ফল পাবেন। আপনার যখন মনচাবে আপনি Power down এর মাধ্যমে Steem power কে আবার Steem এ রুপান্তর করতে পারবেন।


আমরা আপনাকে জোর করবনা। আপনার যদি মনে হয় steemcurator01 এর সাপোর্ট দরকার তাহলে নিচের কাজটি করুন:

  • আপনার wallet এ যত SBD (STEEM DOLLARS) আছে সেটা steem এ রুপান্তর করুন এবং power up করুন। ১ SBD অথবা ১ Steem থাকলে তাও power up করুন। কারণ বিন্দু বিন্দু পানি দিয়েই সমুদ্র তৈরি হয় । Power Up কিভাবে করতে হয় জানতে এখানে ক্লিক করুন power up এর প্রক্রিয়া

আমি ৩০০+ steem Power Up করেছি। আগামীতে আরও করবো। আপনারও সহায়তা করুন।

IMG_20210425_144957.jpg


Delegation:


Delegation কি? Delegation হচ্ছে ধার দেয়ার মত। আপনার steem power আমাদের ধার দিবেন। আপনার যখন মনেচাবে আপনি Steem power ফেরত নিতে পারবেন।


Power Up করার ফলে আপনার একাউন্টে Steem power বৃদ্ধি পাবে। এ Steem power আপনার wallet এ রেখে কোন লাভ হবেনা। আপনারা আমাদের @steem-bangladesh কমিউনিটিতে delecate করে সহায়তা করুন। আমরা আপনাদের delecate এর বিনিময়ে প্রতি সপ্তাহে Steem প্রদান করব।


আপনারা আপনাদের wallet এ ১৫ sp রেখে বাকি পুরো Steem power @steem-bangladesh কমিউনিটি একাউন্টে Delegation করুন (মনে করুন আপনার ১০০ Steem power রয়েছে তাহলে আপনি আমাদের (১০০-১৫= ৮৫) Steem delecate করবেন)। কিভাবে Deligation করতে হয় জানতে এখানে ক্লিক করুন Delegation এর প্রক্রিয়া


আশাকরি আগামী ১৫ দিনের মধ্যে @steem-bangladesh কমিউনিটি একাউন্টের ৫০,০০০ sp অর্জন করবে। আমরা বাংলাদেশিরা দেখিয়ে দিব আমরা কারোর চেয়ে কম নয়।

পোস্টটি বুঝতে কোনপ্রকার সমস্যা হলে কমেন্ট করুন অথবা Steem Bangladesh এর Facebook page S-Bangladesh এ মেসেজ দিন ।



ধন্যবাদ



Sort:  
 4 years ago 

Update: মাত্র ৫ ঘণ্টায় আমরা ৩০,০০০ থেকে ৩২,০০০ sp তে পৌঁছে গেছি। সকলকে ধন্যবাদ। এই গতিতে কাজ করতে থাকলে আমরা খুব দ্রুত ৫০,০০০ এ পৌঁছে যাব।

 4 years ago (edited)

I believe we will definitely get support again if we work properly and honestly. For this we have to be honest and we all have to delegate Steem Power to our steem Bangladesh community.

 4 years ago 

Thank you so much for your valuable comment.

 4 years ago 

I have increased the amount of my steem power delegation please do a little check.

 4 years ago (edited)

Insaallah ❤️
Everyone will deligate there sp ....
I am have deligated my Sp...
Please check ✔️

Screenshot_20210425-163505.png

 4 years ago 

I am constantly updating my delegation when I gather enough sp.

Screenshot_20210425-154722.jpg

Screenshot_20210425-154610.jpg

In my opinion, Withdrawing money isn’t a problem if you power up more than you withdraw. So, I'm requesting every members of this community to power up more & more and delegate to @steem-bangladesh.

 4 years ago 

Thank you

I am requesting all the members of our community to delegate as much as you can. We will get affirmative consequences in the near future. Your endeavor is highly appreciated.

 4 years ago 

আমি আমার সার্ম্থ্য অনুযায়ী ডেলিগেশন করলাম। 😭😭
#একতাই_শক্তি 💖💖

আমার এসপি বাড়লে আরো ডেলিগেশন করবো ইনশাল্লাহ।

Screenshot 2021-04-25 210413.png

Screenshot 2021-04-25 210609.png

 4 years ago 

Ja delecate korben tatei khusi amra.

আমার সামর্থ্য খুবই কম।😞
Screenshot_2021-04-25-16-32-17-22.jpg

IMG_20210425_172140.jpg

 4 years ago 

1 sp o onek amader kase. Thank you.

 4 years ago 

My delegation
Screenshot_2021-04-25_172138.jpg

Screenshot_2021-04-25_172548.jpg

 4 years ago 

Thank you

 4 years ago 

most welcome brother.

 4 years ago (edited)

@nahidhasan23 vi amer delegation ki conform hoice.aktu janaben plz..
Brother, I was already delegating 20 sp. I made a delegation to increase 50 more. Please let me know if it has been confirmed.

 4 years ago 

ইনশাল্লাহ।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.27
JST 0.040
BTC 96876.24
ETH 3451.68
SBD 1.58