Contest: Write a Short Story Taken From Your Life | Childhood Edition | My Childhood story|

in Steem Bangladesh3 years ago

হ্যালো আমার প্রিয় Steemians!

আমি আশা করি এই মহামারী পরিস্থিতিতে সবাই ভালো আছেন! আজ আমি সবার সাথে আমার ছোট বেলার কিছু স্মৃতি শেয়ার করবো। আশা করি সবার ভালো লাগবে।

ধন্যবাদ @Steem-Bangladesh & @abuahmad ভাইকে, এমন একটি চমৎকার কন্টেস্ট ঘোষণা করার জন্য। চলুন শুরু করা যাক......



আমার ছোটবেলা ও একটি সাইকেল!

ছোটবেলায় স্মৃতি গুলো অনেকটা রুপকথার মতো মনে হয় আজকের এই দিনে এসে। কি এক অসাধারণ স্মৃতি নিয়ে আমাদের বেড়ে উঠা। জীবনের সোনালী সময় টা কে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছি মহাকালের দিকে। এটাই হয়তো জীবনের নিয়ম।

ছোটবেলার সময় গুলো জুড়ে রয়েছে নানান স্মৃতিতে ভরপুর। যেখানে রয়েছে নানান দুরন্তপনা, পাওয়া না-পাওয়া, প্রিয় মানুষদের ভালোবাসায় অফুরন্ত সম্ভার। যা এক সোনালী সময়! যে সময় সবাই ফিরে পেতে চায় বারবার। পাওয়া যায়না বলেই হয়তো ছোটবেলা আজো অনেক সুন্দর।

মানুষ তার প্রিয় মুহূর্তের স্মৃতি যেমন সারাজীবন মনে রাখে ঠিক তেমনি তার অসীম প্রত্যাশার কথাও মনে রাখে তার স্মৃতির ঝুলিতে। স্মৃতি সেই এক অন্যরকম বিষয় যার সাদাকালো বা রঙ্গিন পাড়কালা জুড়ে বেচে রয় হাজারো গল্পগাথা। সব আনন্দের স্মৃতি গুলোর মাঝেও এক অন্যরকম স্মৃতি আজো আমায় মনে করিয়ে দেয় আমার ছোটবেলার এক করুন প্রত্যাশার কথা। যে খানে আমার একটাই প্রত্যাশা ছিলো সব কিছু কে ছাড়িয়ে। যা আজ হয়তো হাস্যকর ও মনে হয়।

20171227005421_IMG_4098.JPG
Location :

গল্প বলছি, একটি সাইকেলের! যা আমার ছোট বেলার ভীষণ প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে নিহিত ছিলো। প্রতিদিন স্বপ্ন দেখতাম একটা সাইকেলের, যে আমার একটা সাইকেল হবে! আর আমি সেই সাইকেল নিয়ে ঘুরে বেড়াবো, প্রতিদিন স্কুলে যাবো আরো কতো কি। বাব-মা’র কাছে অন্যকোন আবদার ই করতাম না সাইকেল ব্যাতিত। কত প্রত্যাশা, কত আকুতি, কত মিনতি, কত অবাধ্যকে করেছে বস শুধু একটি সাইকেল। কিন্তু দুঃখজনক হলেও সত্য আমার ছোট বেলার হয় না পাওয়া সেই স্বপ্নের গল্পগাথা আমার না পাওয়া সাইকেল!

আমি তখন ছোট,প্রাইমারি স্কুল পেরিয়ে উঠে গেলাম ষষ্ঠ শ্রেণিতে। নতুন স্কুলে ভর্তি হলাম। আমার স্কুল আমার বাড়ি থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে অবস্থিত। আমাকে প্রতিদিন স্কুলে যেতে হতো হেটে হেটে। এতো দূরে স্কুল তাই হেটে যেতে আমার খুব কষ্ট হতো, তবুও আমি প্রতিদিন স্কুলে যেতাম। আর প্রতিদিন স্বপ্ন দেখতাম একটা সাইকেলে হবে আমার। সেই দিনে থেকে আর হেটে যেতে হবে না। সাইকেল চালিয়ে পৌছে যাবো স্কুলে। তাই প্রায় প্রতিদিন আব্বু-আম্মুর কাছে বায়না ধরতাম একটা সাইকেল কিনে দেওয়ার জন্য।

আমার আব্বু- আম্মু আমাকে অনেক আদর করতেন। তারা আমাকে অনেক ভাবে বুঝাতেন, ভয় পাইয়ে দিতেন। বলতেন সাইকেল চালাতে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়বো অথবা এক্সিডেন্ট করবো ইত্যাদি ইত্যাদি। এই সব বলে তারা আমাকে সাইকেল পাওয়া থেকে বিমুখ করে রাখতেন। আমার সকল প্রত্যাশা যখন সাইকেল কে ঘিরে থাকতো তখন আমার আব্বু-আম্মু তা বিভিন্ন অযুহাতে না করে দিতেন। আর এই না পাওয়ার কারনে আমি কত যে না খেয়ে থেকেছি কত কান্নাকাটি করেছি তার ইয়াত্তা নেই।

যদিও আমি বুঝতে পারছি কেন আমার সাইকেল কেনা হয়নি। বলা হয়ে থাকে 'অর্থই সকল অনর্থের মূল' আমাদের ফ্যামিলি ক্রাইসিস, অর্থা অভাবে আমার সেই স্বপ্নের সাইকেল কেনার সেই সুযোগ হয়নি সেই সময়।

এর পর ও অনেক ইচ্ছে ছিলো সাইকেল কেনার কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সাইকেল আমার আর কেনা হয়নি। আস্তে আস্তে সময় এবং স্রোতের সাথে তাল মিলিয়ে বড় হয়ে ওঠা, স্কুল শেষ করে কলেজ এর পর ইউনিভার্সিটিতে পড়ার জন্য গ্রাম ছেড়ে শহরে চলে আসা। এই এসবের মাঝে আমার স্বপ্নের সাইকেল অধরাই থেকে যায় আমার কাছে।

আজকের এই দিনে এসে মনে হতে পারে একটা সাইকেল এ এমন কি। কত টাকা ও বা আর। এটা কোন স্বপ্ন হতে পারে? কত প্রশ্ন জাগতেই পারে। কিন্তু বাস্তবতা আর সময় ২ টা বড্ড কঠিন। যে সময়ের গল্প বলছি, তখন আমাদের ফ্যামিলি এতোটা সংকট ময় মূহুর্তের মধ্য দিয়ে গিয়েছে যে আমরা কখনো কখনো না খেয়েও দিন কাটিয়েছি। এতো অভাবের মধ্যে আমাদের দিন পার করতে হয়েছে যে, সেখানে সবাইকে টা বিলাসিতার মতো। তাই এই অসীম অভাবের মাঝে একটা সাইকেল অনেক বিশাল কিছু আমার জন্য। দারিদ্র্যের দুষ্টু চক্র কেড়ে নিয়েছে আমার ছোটবেলার একটা স্বপ্ন। যা আজও আমাকে মনে করিয়ে দেয় আমার ছোট বেলাকে, যে সময় বড্ড দুঃসময় ও হয়ে যায়।

মনে হতে পারে এটি একটি সাইকেল। কিন্তু বাস্তব সত্য হলো এটি ছিলো আমার স্বপ্ন। আর যখন স্বপ্ন ভঙ্গ হয় তা ভীষণ কষ্ট দেয়। তাই এতো না পাওয়া না-পাওয়ার অলিগলিতে আজো আমাকে মনে করিয়ে দিচ্ছে।



আলহামদুলিল্লাহ! আজ আমরা অনেক ভালো আছি। আমাদের সেই ক্রাইসিস এখন আর নেই,আল্লাহর অসীম রহমতে। আজ একটা কেন ১০ টা সাইকেল চাইলে কিনতে পারি। কিন্তু ছোট বেলারর সেই সাইকেল তো আর কেন যাচ্ছে না। সেই আবেগ সেই আনন্দ সেই মূহুর্ত আর কখনোই ফিরে আসবে না। তাই ছোট বেলা আমার কাছে না পাওয়ার ব্যর্থতা আর প্রত্যাশার মাঝে বন্দী হয়ে ররবে আজীবন। মনে করিয়ে দিবে বারবার "আমার একটা সাইকেলের স্বপ্ন ছিলো, যা কেনা হয়নি আর!"



ব্লগটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
নিরাপদ থাকুন. সুস্থ থাকুন!!
সবার জন্য শুভ কামনা!

Sort:  

You have been upvoted by @abuahmad, a Country Representative of Bangladesh. We are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the quality contents on steemit.


Follow @steemitblog for all the latest update and
Keep creating qualityful contents on Steemit!

Steem On

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56400.87
ETH 2980.27
USDT 1.00
SBD 2.19