Shadow of Death: Darkness RPG Review|| Game review ||23/4/2021

in Steem Bangladesh3 years ago

আসসালামু আলাইকুম,

আমি লাবিবা। আশা করি, সবার সব কিছু ঠিকঠাক আছে মানে ভালো আছেন সবাই।
আজকে আসলাম এক গেম রিভিউ নিয়ে। আপনার কি জীবন অনেক আজইরা সময় যাচ্ছে, কিছুই ভালো লাগছে নাহ?
গফ/বফ নাই, পাচ্ছেন না, তাহলে কি করবেন তাইলে গেম খেলেন।এতো আজাইরা টাইম তো নষ্ট করতাছেন গেম খেলেন বিনোদন পাওয়া যাইবো।

ওকে রিভিউ শুরু করা যাক।

পরিচয় পর্ব :

গেমটির নাম হলো "Shadow of Death: Darkness RPG"
এটা পাবলিশ হয় ২০১৬ সালে। গেমটি ১৭৬ এমবির। গেমটি তৈরি করে Bravestars Games। গেমটি মূলত একশন গেম।
গেমটি অফলাইন ও অনলাইন দুরকম ভাবে খেলতে পারবেন। আপনি ইন্টারনেটের ঝামেলা ছাড়া অফলাইনে খেলতে পারবেন। আপনি চাইলেই অনলাইনেও খেলতে পারেন। গেমটির রেটিং ৪.৬ আর ডাউনলোড করা হয়েছে ১০ মিলিয়নের বেশি। আর গেমটি 2D।

গেম লিংক : https://play.google.com/store/apps/details?id=com.Zonmob.ShadowofDeath.FightingGames

Screenshot_2021-04-21-16-57-35-334_com.Zonmob.ShadowofDeath.FightingGames.jpg

Starting

১ম ভাগ :

মূলত গেমটি দুই ভাগে বিভক্ত।

IMG_20210423_071444.jpg

একটি নিয়ে আগে বলি একটি হলো এডভেঞ্চার। যেটার ৫ টা পার্ট।

Screenshot_2021-04-21-17-08-38-186_com.Zonmob.ShadowofDeath.FightingGames.jpg

PicsArt_04-22-05.34.59.jpg

এমন ভাবে সাজানো থাকে।

প্রথম পার্ট টা অনাহাসে পার করতে পারবেন। প্রতি পার্টের ১০ টা করে রাউন্ড থাকবে। আর প্রতিটি রাউন্ড শেষ করতে হলে আপনার নিদিষ্ট পরিমান শত্রুকে হত্যা করতে হবে।

IMG_20210423_071849.jpg

বাম সাইডে এনিমির সংখ্যা দেওয়া থাকে

প্রতিটা পর্বে আপনি নতুন নতুন শক্তি পাবেন আর শত্রু কে হত্যার পর তাদের আত্মা আপনি অর্জন করবেন

IMG_20210423_072341.jpg

এনিমি মারার পর.......

যা পরিবর্তে আপনার হেলমেট,তলোয়ার ইত্যাদি
আপগ্রেড করতে কাজে লাগবে।আপনি ইনভেন্টরে গিয়ে নিজের সব কিছুই আপগ্রেড করতে পারবেন।

IMG_20210423_072822.jpg

ইনভেন্টরিতে ঢুকার পর আপনি আপগ্রেড বা সেল করতে পারবেন।

সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো হওয়া আপনি খেলার সময় একটা ফিল নিয়ে খেলতে পারবেন। আপনি এই গেমে সাপ,কুমির,মাকড়শা,ডাইনাসর টাইপের শত্রুর দেখা পাবেন। কুমির দুই পায়ে চলতে দেখবেন তাদের আবার এক একজনের এক এক রকমের শক্তি থাকে। এই ৫ টা পর্ব আপনি ৪ টা মুডে খেলতে পারবেন নরমাল, হার্ড,হেল,আর ইন্সেইন।

IMG_20210423_073124.jpg

৪ টা মুড।

তবে একটার পর একটা আনলক হবে। আপনি একবারে গেম ওপেন করেই
নরমাল মুড থেকে ইন্সেইন মুডে খেলতে পারবেন না। আপনার তলোয়ার, হেলমেট ইত্যাদি আপনাকে শুত্রু মারার পর পেতে পারেন এক্সটা থাকলে তা বিক্রি করে আপগ্রেড করার জন্য soul পেতে পারেন।

২য় ভাগ :

আর একটি হলো অনলাইন গেম যেখানে আপনার বিপরীত জন মানে আপনার শত্রু কোন সাপ,কুমির মারতে হবে না। আর ওইটা চ্যালেঞ্জ বলা হয়।চ্যালেঞ্জে গিয়ে ঢুকলে ওখানেও ৩টা পার্ট আছে।

IMG_20210423_073458.jpg

১) ডুয়েল এরিনা
২) রেড বস
৩) ব্লাড টাওয়ার

ডুয়েল এরিনা আপনি অনলাইনে অন্য একটি প্লেয়ার এর সাথে খেলতে পারবেন।

Screenshot_2021-04-21-17-34-09-895_com.Zonmob.ShadowofDeath.FightingGames.jpg

Screenshot_2021-04-21-17-34-33-093_com.Zonmob.ShadowofDeath.FightingGames.jpg

আর ব্লাড টাওয়ারে ৮০ টা ফ্লোর দেখাবে যেটির প্রতিটা আপনাকে খেলতে হবে। আপনি খেলতে খেলতে সহজে শেষ হবে না।

IMG_20210423_073855.jpg

ছোট একটি গেমপ্লে দিয়ে দিলাম :

রেটিং -
গ্রাফিক্স : ৫/৫ (2D হিসাবে ভালোই এক কথায় বলতে গেলে খারাপ বলবো না মোটামুটি ওকে।
সাউন্ড এফেক্ট : ৪.৫/৫ (হইতো আর একটু ভালো হতে পারতো আমার মনে হইছে আপনার মনে নাই হতে পারে।)
যাদের অনেক টাকা তারা চাইলেই গেমের ভিতরে সব কিছু

খারাপ দিক :

দুনিয়াতে সব কিছুর ই ভালো খারাপ ২ টা দিক আছে।
আমি জানি না কেন তবে হালকা ফ্রেমড্রপ করছিলো। এটা আমার ফোনের সমস্যা নাকি গেমের তা আমি জানি না তবে হালকা মাল্টিটাস্কিন করার সময় জিনিসটা বেশি হইছে।আর তেমন সমস্যা নেই। গেমে একটা অটোপ্লে এর অপশন আছে যেটা দিয়ে রাখলে কম্পিউটার আপনার গেম খেলে দিবেন আপনি শুধু দেখবেন আসলে এটা কেন দিছে জানি না তবে এটা না দিলে ভালো হইতো।

গেমটা আমার কাছে অসাধারণ লাগছে। আপনি গেম টি খেলে এক মূহুর্ত বিরক্ত হবেন তা আমি হলপ করে বলতে পারি।

এটা একটা ছোট রিভিউ ছিল। এটা প্রথম লেখা রিভিউ ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন,অন্যকে ভালো রাখবেন।
ইনশাল্লাহ পরের বার অন্য কোন গেমের রিভিউ নিয়ে হাজির হবো।

আসসালামু আলাইকুম
❤️🔥

@labibasultana

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57756.99
ETH 3058.42
USDT 1.00
SBD 2.26