My Aim In life

in Steem Bangladesh3 years ago

আসসালামু আলাইকুম ।

আমি জাহিদ শিকদার আকাশ।

আমার প্রান প্রিয় বন্ধুগন ও এই গ্রুপের সকল সদস্য সবাই কেমন আছেন ? আশা করি সবাই আল্লাহ এর রহমতে ভালোই আছেন ।

আজকের পোস্টের এর বিষয় হচ্ছে "তোমার জীবনের লক্ষ্য"

জীবনের লক্ষ্য কী-

প্রতিটা মানুষ ই তার ছোটবেলা থেকে যে ইচ্ছা বা স্বপ্ন নিয়ে নিজেকে তৈরী করতে থাকে আমার কাছে তার নাম ই জীবনের লক্ষ্য।যেমন - কেউ হইত তার বাবার মত ডাক্তার হতে চাই,কেউ হইত তার স্কুলের শিক্ষক এর মত শিক্ষক হতে চাই,কেউ হইত রাস্তায় দাড়িয়া থাকা পুলিশ হতে চাই, কেউ হইত রাষ্টের সমাজসেবক হতে চাই ,আবার কেউ হইত উচ্চ দালানকোঠা ,ব্রিজ ইত্যাদি দেখে প্রকোশলী হতে চাই।
এগুলো ছাড়াও বিভিন্ন ধরনের মানুষ আরো বিভিন্ন কিছু হতে চাই।এগুলো ই আমার কাছে "জীবনের লক্ষ্য" নামে পরিচিত

জীবনের লক্ষ্য থাকা কেনো জরুরী-

প্রচলিত একটি প্রবাদ বাক্য "লক্ষ্যহীন জীবন মাঝিবিহীন নৌকার মতো" ।তাই বাক্যর মধ্যই অন্তহিত রয়েছে জীবনর লক্ষ্য থাকাটা কত জরুরী।
জীবনের লক্ষ্য না থাকলে মানুষ তার কর্মে গতিশীলতা আনতে পারে না।সে মনে করে জীবন তার নিজ গতিতেই অগ্রসর হবে ।কিন্তু অপর দিকে লক্ষ্য স্থির রেখে জীবন এর পরীচালনা করলে সে তার নিজ জীবন এর মাঝে গতিশীলতা নিয়া আসতে পারে ।আর এই গতিশীলতা ধরে রাখতে পারলেই সে তার নিজ জীবন কে তার জীবনের লক্ষ্য পর্যন্ত নিয়ে যেতে সক্ষম হই।

macro-1452987_1920.jpg

Source

আমার জীবনের লক্ষ্য-

প্রতিটা মানুষের জীবনে যেমন লক্ষ্য রয়েছে তেমনি আমার জীবনে ও একটি লক্ষ্য আছে।আর তা হলো আমি একজন প্রকৌশলী হবো।বিভিন্ন ধরনের প্রকৌশলীর মধ্য আমার যান্ত্রিক প্রকৌশলী হওয়ার ইচ্ছাই বেশী । কারন একজন যান্ত্রিক প্রকৌশলী এর মাধ্যমে য কিছু করা সম্ভব তা অন্য কোনো প্রকৌশলী দ্বারা করা সম্ভব না
যেমন-আমাদের দৈনন্দিন জীবনে যাতায়াত করার জন্য আমরা বাই-সাইকেল থেকে শুরু করে বিমান অথবা রকেট ইত্যাদি পর্যন্ত ব্যবহার করে থাকি ।এর এইসব তৈরীর প্রধান কারিগর হচ্ছে একজন যান্ত্রিক প্রকৌশলী। প্রাচীন কালে মানুষ হেটে হেটে ই বহু দুরের পথ পাড়ি দিত কিন্তু বিজ্ঞানের অগ্রযাত্রায় যান্ত্রিক প্রকৌশলীগনের নিরলস পরিশ্রমের কারনে আজ মানুষ এর কষ্ট নেই বললেই চলে

cog-wheels-2125169_1920.jpg

Source

একজন ইঞ্জিনিয়ার কে যদি প্রশ্ন করা হয় ,আপনি ইঞ্জিনিয়ার এর পথ কেনো বেছে নিলেন ??তাহলে তার উত্তর টা হইত এইরকম হবে যে,

একজন উকিল এর আয় বাড়ে তখন ,যখন একটি দেশে সন্ত্রাসী-রাহাজানি,চুরি,ছিনতাই,হত্যা ইত্যাদি বৃদ্ধি পায়
আবার একজন ডাক্তারের আয় বৃদ্ধি হই যখন কোনো দেশের মানুষের মধ্য রোগ বৃদ্ধি পায়
কিন্তু একজন ইঞ্জিনিয়ার এর আয় বৃদ্ধি হতে হলে নিশ্চয় ঐ দেশটির শিল্পক্ষেত্রে উন্নতি ঘটতে হবে ।অর্থাৎ একজন ইঞ্জিনিয়ারের আয় বৃদ্ধি হলে অবশ্যই একটি দেশ বা একটি জাতির উন্নতি ঘটে

তাই সবশেষে আমি বলতে চাই, ভবিষ্যতে আমি একজন ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) হয়ে আমার দেশকে শিল্পক্ষেত্রে উন্নতি করতে পারাটাই হবে আমার জন্য গর্বের একটি বিষয়

Sort:  
 3 years ago 

মার্কডাউনের ব্যবহার করুন৷ তাহলে পোস্টটি দেখতে সুন্দর লাগবে। steem-bangladesh community তে মার্কডাউন সম্পর্কে একটি পোস্ট পিন করা আছে। ঐটা দেখে নিন।

তথ্যটি দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ

 3 years ago 

তাই সবশেষে আমি বলতে চাই, ভবিষ্যতে আমি একজন ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) হয়ে আমার দেশকে শিল্পক্ষেত্রে উন্নতি করতে পারাটাই হবে আমার জন্য গর্বের একটি বিষয়

আপনার পরিকল্পনা আমার ভালো লেগেছে . Thanks

ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 62213.63
ETH 2420.81
USDT 1.00
SBD 2.59