সিংহ ও বাচ্চার ভালোবাসাsteemCreated with Sketch.

in Steem Bangladesh9 months ago


Pixabay

সিংহ দেখলেই কাছে যেতে আমাদের ভয় করে৷ আর এই বাচ্চা মেয়েটি সিংহের শরীরের সাথে ঘেসে ছবি তুলছে৷ এরকম ছবি তুলতে কলিজা লাগে৷ হয়তো সিংহটি পোষা সিংহ নয়তো বাচ্চাটি না বুঝে তার পাশে গিয়ে বসেছে। আসলে বাচ্চারা সকলকে আপন মনে করে৷ তাদের মনে কোন দ্বিধা দন্দ থাকে না। কে ভালো কে খারাপ৷ কে ক্ষতিকর তারা সেটা বোঝে না৷

পশুদের সাথে ভালো আচরণ করলে তারাও মানুষের সাথে ভালো আচরণ করে৷ পশুরা খুব সহজে মানুষকে আপন করে নেয়৷ পশুদের ভালোবাসা অনেক সুন্দর হয়৷ তারা একবার যাকে আপন করে নেয় তার কখনও ক্ষতি করে না৷ তবে মানুষ কখনই আপন হয় না৷ মানুষের স্বার্থে আঘাত লাগলে সে ক্ষতি করে৷ মানুষের থেকে পশুপাখিদের সাথে বন্ধুত্ব করা ভালো৷ মানুষ ঠকালেও পশুপাখি আপনাকে ঠকাবে না।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 61397.32
ETH 3382.52
USDT 1.00
SBD 2.48