কিভাবে কিউরেশন ট্রেইল চালু করবেন
প্রথমে এই লিংকে ঢুকুন
লিংকে ঢোকার পর এরকম একটি পেইজ ওপেন হবে। এরপর আপনি লগিন/রেজিস্ট্রারে ক্লীক করবেন।
লগিন/রেজিস্ট্রার ওপশনে ক্লীক করার পর এমন একটি পেইজ ওপেন হবে। তারপর কন্টিনিউ এ ক্লীক করবেন।
কন্টিনিউ ওপশনে ক্লীক করার পর এমন একটি পেইজ ওপেন হবে। এখানে আপনি আপনার একাউন্টের নাম এবং আপনার পোস্টিং কি দিবেন। এরপর আবারও আপনাকে পোস্টিং কি একবার দিতে বলবে। আবার আপনি পোস্টিং দিবেন৷ তারপর আবার আপনাকে বলবে একটিভ কি দিতে।
আপনি একটিভ কি দেওয়ার পর আপনার এমন একটি পেইজ ওপেন হবে। এখন আপনাকে ''Curation Trail'' লেখার উপর ক্লীক করতে হবে।
''Curation Trail'' লেখার উপর ক্লীক করার পর এমন একটি পেইজ ওপেন হবে।
এখন আপনাকে (hive-138339) লিখে সার্চ দিতে হবে। এভাবে,
সার্চ এর ঘরে নামটি লেখার, সার্চ বাটনে ক্লীক করবেন। এরপর এমন একটি পেইজ ওপেন হবে৷ এখানে এসে আপনি ফলোতে ক্লীক করলেই আপনার কিউরেশন ট্রেইল ওপেন হয়ে যাবে।
Cc:- @steemcurator01
@steemitblog
Post Courtesy: @toufiq777

Thank you
@hive-138339 আমি কিউরেশন ট্রেইল চালু করেছি।