Important Announcment

in Steem Bangladesh3 years ago (edited)

আসসালামুআলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন।

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuznJTqKWwy5J6NgMM8QkbRYYtXWMq6DrBQ7MkCSR4wmvjo5YJqZjxs8nrXQgoJFjEmCMevvzo7oetKQPEikaDM8sCjSVFatU79YupS.jpeg


কমিউনিটিতে সাপোর্ট পেতে যে রুলস গুলো মেনে চলতে হবে-

  • সাপোর্ট পেতে হলে Diary Game/10 Pic/Betterlife পোস্ট থাকতে হবে (ফটোগ্রাফি পোস্ট বাদে)

  • Plagiarism/Spam করলে কমিউনিটি থেকে মিউট করে দেয়া হবে।

  • প্রতিদিন ২-৩ টি করে কমেন্ট বাধ্যতামূলক। (ভালো পোস্ট, সুন্দর পোষ্ট) এরকম কমেন্ট করা যাবে না। অন্তত ১ লাইন হতে হবে।

  • প্রতিদিন ১০ টি করে আপভোট দিতে হবে কমিউনিটি এর অন্য সদস্যদের পোস্টে।

  • bot (justyy, tipu, upvu, nutboxmine) এ ডেলিগেশন থাকলে সে সাপোর্ট এর আয়তাধীন হবে না। @hive-138339 অথবা @steemitinland একাউন্টে ডেলিগেশন করতে হবে।

  • সবাই স্টীম বাংলাদেশ এর ডিসকোড গ্রুপে জয়েন হন।

  • নতুন একাউন্ট অবশ্যই ''new commers Community' থেকে ভেরিফাইড হতে হবে৷ এবং অবশ্যই ১০০ sp একাউন্টে থাকতে হবে। (৩০ অক্টোবর মাসের পরে যারা জয়েন করেছেন তাদের জন্য)

  • দীর্ঘদিন কাজ করেন নাই। আবার নতুন ভাবে কাজ শুরু করছেন৷ তাদের জন্যও একাউন্টে অবশ্যই ১০০ sp থাকতে হবে।

  • সাপোর্ট পাবার পর আপনার ৫০% ইনকাম প্রতি সপ্তাহে পাওয়ার আপ করতে হবে।

  • @hive-138339 অথবা @steemitinland একাউন্টে ডেলিগেশন করতে হবে।

  • কমিউনিটি থেকে সাপোর্ট পেতে @hive-138339 একাউন্টে 30% বেনিফিসিয়ার দিতে হবে।

  • আপনি যদি club5050 মেম্বার হন তাহলে club5050 ট্যাগ ব্যবহার করবেন।

  • আপনি যদি 2 মাস কোন ক্যাশ আউট না করে থাকেন তাহলে club75 এবং 3 মাস কোন ক্যাশ আউট না করলে club100 ট্যাগ ব্যবহার করবেন। এই দুটি ট্যাগ অযথা ব্যবহার করবেন না।



Post Courtesy: @boss75


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

Sort:  
 3 years ago 

খুবই যুক্তিযুক্ত যথাযথ Rules. আমাদের সকলের অবশ্যই রুলসের প্রতি শ্রদ্ধা জানিয়ে রুলস মেনে কাজ করা একান্ত দ্বায়িত্ব।

ধন্যবাদ আপনার মতামত শেয়ার করার জন্য ❤️

 3 years ago 

আমরা কমিউনিটর সকল নিয়মকানুন মেনে চলব ইনশাআল্লাহ।

ধন্যবাদ আপনার মতামত শেয়ার করার জন্য ❤️

I feel bad for this community. It has been destroyed🙁

 3 years ago 

স্টিম বাংলাদেশ কমিউনিটিতে ছিলাম, আছি থাকব।অনেক অনেক শুভকামনা সবার জন্য

আপনার Achievement1 পোস্টে কোন ছবি দেওয়া নেই কেন?
https://steemit.com/hive-172186/@banty1/achievement-1-introducing-my-self-to-the-newcomers-community-by-banty1

 3 years ago 

ভাই আমি এচিভমেন্ট যখন ওয়ান কমপ্লিট করেছিলাম তখন আমি ছবি দিয়ে কমপ্লিট করেছিলাম। অনেক দিন কাজ করার পর একসময় কথা উঠেছিল যে কিপটে থেকে ছবিগুলো সরিয়ে নিতে তখন আমি ছবিগুলো সরিয়ে নিয়েছিলাম ভাই। এখন এই ক্ষেত্রে কি করণীয় আমার।

আপনি আবার নতুন করে একটি ছবি তুলে ঐ পোস্টে সেট করুন।

 3 years ago 

ok

 3 years ago 

আমি এই কমিউনিটির সাথে ছিলাম,আছি এবং ভবিষ্যতে ও এই কমিউনিটির সাথে থাকব।

নিয়মিত কাজ করতে হবে, আপনি গত ১ মাসে কোন কমিউনিটিতেই কাজ করেন নাই৷ কমিউনিটি সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ডেলিগেশন করুন৷ এবং কিছু স্টীম পাওয়ার আপ করে #club5050 লেভেল সংগ্রহ করুন।

 3 years ago 

কমিউনিটির সকল নিয়ম-নীতি মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ।

 3 years ago 

ইনশাআল্লাহ কমিউনিটির নিয়মকানুন মেনে চলব।

 3 years ago 

ইনশাআল্লাহ, সব নিয়ম মেনে কাজ করবো।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.26
JST 0.039
BTC 100331.97
ETH 3646.26
USDT 1.00
SBD 3.05