Important Announcment

in Steem Bangladesh3 years ago (edited)

আসসালামুআলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন।

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuznJTqKWwy5J6NgMM8QkbRYYtXWMq6DrBQ7MkCSR4wmvjo5YJqZjxs8nrXQgoJFjEmCMevvzo7oetKQPEikaDM8sCjSVFatU79YupS.jpeg


জানুয়ারী মাসে কমিউনিটিতে সাপোর্ট পেতে যে রুলস গুলো মেনে চলতে হবে-

  • প্রতিদিনই ডায়েরি অথবা টেন পিকস পোস্ট করতে হবে।

  • পহেলা জানুয়ারি থেকে সাবমিশন পোস্ট দেওয়া হবে।

  • প্রতিদিন ৫ টি করে কমেন্ট বাধ্যতামূলক। (ভালো পোস্ট, সুন্দর পোষ্ট) এরকম কমেন্ট করা যাবে না। অন্তত ১-২ লাইন লিখতে হবে। কমেন্ট না করলে কেউ পরবর্তী সপ্তাহ থেকে সাপোর্ট পাবেন না।

  • প্রতিদিন ১০ টি করে আপভোট দিতে হবে কমিউনিটি এর অন্য সদস্যদের পোস্টে।

  • bot (justyy, tipu, upvu, nutboxmine) এ ডেলিগেশন থাকলে সে সাপোর্ট এর আয়তাধীন হবে না।

  • সাপোর্ট পাবার পর আপনার ৫০% ইনকাম প্রতি সপ্তাহে পাওয়ার আপ করতে হবে।

  • কমিউনিটি থেকে সাপোর্ট পেতে হলে আপনার একাউন্টে নূন্যতম ৫০ এসপি থাকতে হবে।

  • @hive-138339 একাউন্টে ডেলিগেশন করতে হবে।

  • কমিউনিটি থেকে সাপোর্ট পেতে @hive-138339 একাউন্টে 30% বেনিফিসিয়ার দিতে হবে।

  • কমিউনিটি যে কন্টেস্ট গুলো দেওয়া হয় সব কন্টেস্টেই সবাইকে পার্টিসিপ্যান্ট করতে হবে৷ এবং পোস্টে @hive-138339 একাউন্টে ৩০% বেনিফিসিয়ার দিতে হবে৷

  • আপনি যদি club5050 মেম্বার হন তাহলে club5050 ট্যাগ ব্যবহার করবেন।

  • ইতিমধ্যে যারা ডেলিগেশন কেনসেল করেছেন৷ তাদের আর সাপোর্ট দেওয়া হবে না৷

  • আগের মাসে যারা আনাদের সাথে কাজ করেছেন৷ তাদের আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো৷ আর নতুন যারা জয়েন করবেন৷ তাদের ২ সপ্তাহ রানিং পোস্ট করে যেতে হবে৷



Post Courtesy: @boss75


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

Sort:  
 3 years ago 

ইতিমধ্যে আমি আপনাদের কমিউনিটিতে পাঁচটি পোস্ট করেছি। আমার পোষ্টগুলোকে কিউরেশন লিস্টে নাম দেওয়া হচ্ছে না। তাহলে কি আমি এই কমিউনিটিতে পোস্ট করতে পারব না? যদি আমার পোস্টগুলি কিউরেশন না করা হয় তাহলে কি আমি পোস্ট করবো না আপনাদের কমিউনিটিতে?
Cc:
@boss75

আপনি ধৈর্য ধরে কাজ কন্টিনিউ পোস্ট করতে থাকেন৷ ইনশাআল্লাহ সাপোর্ট পাবেন।

 3 years ago 

ধন্যবাদ আপনাদেরকে আমাকে সুপরামর্শ দেওয়ার জন্য।😍😍😍

 3 years ago 

ইনশাল্লাহ steem-bangladesh সকল নিয়মকানুন মেনে চলব।এবং steem-bangladesh এর পাশে থাকবও।

ধন্যবাদ

 3 years ago 

আমি ডেলিগেশন করসি। আমার ডেলিগেশন আপডেট করে দেন

ধন্যবাদ

 3 years ago 

আমি ডেলিগেশন করেছি। আমার ডেজিগনেশন এড করে দিয়েন।

আপনি কোথায় ডেলিগেশন করেছেন?

 3 years ago 

Steem Banglade এ

Capture.PNG

 3 years ago 

অবশ্যই কমিউনিটির সকল নিয়ম কানুন মেনে চলব ইনশা আল্লাহ

 3 years ago 

অনেক পোস্ট করেছি ভাই জিবনেও সাপোর্ট দেননি। এর আগেও না এখন ও না।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.27
JST 0.040
BTC 96948.35
ETH 3468.05
SBD 1.56