My Town In Ten Pictures

in Steem Bangladesh4 years ago

হ্যালো, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই পোস্টে। আজকের টপিক হচ্ছে মাই টাউন ইন টেন পিকস। তাই আজকে আমি আমার এলাকা কুর্শার দশটি ছবি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবাইকে ভালো লাগবে।


Kursha in Ten Pictures


IMG_20210617_150637-01.jpg
Location

রংপুর হাইওয়ে রোড।
এটি আমাদের হাইওয়ে রোড এবং প্রধান যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে। ছবি দেখে বুঝতে পারতেছেন যে এটা বৃষ্টি হওয়ার আগ মুহূর্তে ক্যাপচার করা।


IMG_20210618_182910.jpg
Location

এটি হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড। এখানে লোকাল, গেটলক ,চেয়ার কোচ ও বিভিন্ন ধরনের বাস পরিবহনের জন্য থাকে। লকডাউন খোলার কারণে এখন একটু ভিড় বেশি।


IMG_20210613_183645.jpg
Location

এটা হচ্ছে আমাদের কলেজ মাঠ । এখানে আমরা ফুটবল, ক্রিকেট, ব্যাটমিন্টন এবং বিভিন্ন ধরনের খেলাধুলা করি। আড্ডা দেওয়ার জন্য অথবা অবসর সময় কাটানোর জন্য অস্থির একটা জায়গায়।


IMG_20210602_181324-01.jpeg
Location

এটা হচ্ছে ইকো পার্ক। সরকারি অর্থায়নে এটি নির্মিত হয়েছে। পরিবেশটা অনেক সুন্দর এবং আড্ডা দেওয়ার জন্য সুব্যবস্থা আছে এখানে।


IMG_20200820_165952.jpg
Location

এটা হচ্ছে ধোলাইঘাট ব্রিজের পাশে । একটি প্রাকৃতিক ভাবে অনেক সুন্দর প্রায় সময় আমি এখানে আড্ডা দিতে যাই


IMG_20200712_174046.jpg
Location

এই গাছটি অনেক প্রাচীন। এখানে একটা রাজবাড়ী আছে তারপাশেই গাছটি অবস্থিত


IMG_20200716_164540.jpg

location

এ জায়গাটি বিশেষ কোন জায়গা নয় তবে এখান থেকে আকাশ দেখতে অনেক সুন্দর লাগে


IMG_20200823_163448.jpg

Location

এটা হচ্ছে বাহাগিলি ব্রিজ। অকেশন গুলোতে সবচেয়ে বেশি ভিড় হয় এই জায়গাতে। অনেক নিরিবিলি একটা জায়গা


IMG_20200709_155837.jpg

Location

কাজীপাড়ার লোকাল রোড এটা। রাস্তার দুই ধারে ইউক্যালিপটাস গাছ দিয়ে ভর্তি ।


IMG_20210510_051916.jpg
Location

আমাদের এলাকার ফায়ার সার্ভিসের সামনের রাস্তা এটা। অবশ্য এটাও হাইওয়ে রোড


এই ছিল আমার এলাকার দশটি পিক। কেমন লাগলো আপনাদের কে কমেন্ট করে মতামত জানাবেন এবং ধন্যবাদ সবাইকে।



আবারো সবাইকে ধন্যবাদ

Sort:  
 4 years ago 

ছবিগুলো সুন্দর ছিলো!

 4 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই❤

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.25
JST 0.040
BTC 92903.81
ETH 3331.70
USDT 1.00
SBD 3.29