Sky Photography & Writting Contest
হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন, আমিও ভালো আছি। আজ আমি @steem-banglades আয়োজিত আকাশের ফটোগ্রাফি ও রাইটিং কনটেস্ট এ অংশগ্রহণ করতেছি।আশা করি সবারই ভালো লাগবে।
উপর প্রথম ছবি টা সকাল বেলায় তুলা একটা ছবি। আকাশ দেখতে কার না ভালো লাগে। প্রথম ছবিটি তে দেখা যাচ্ছে আকাশ টা অনেক টাই মেঘাচ্ছন্ন। আকাশে ভেসে থাকা মেঘ গুলোকে দেখতে কার না ভালো লাগে। আকাশের মেঘ গুলো যখন ভেসে ভেসে বেরায় দেখে ভালোই লাগে।
এরপর দুই নং ছবিটিতে দেখা যাচ্ছে আকাশ অনেক টাই পরিষ্কার। এই ছবিটি আমার বাড়ি থেকে তুলা হয়েছে। এই ছবিটি দেখে আমার অনেক ভালো লাগলও। অনেক টা পরিষ্কার একটা আকাশ ছবি। মাঝে মাঝে আমার এই আকাশ মধ্যে সাত রং গের রংধনু দেখতে পাই।রংধনু মাঝে মাঝে আমার এই আকাশে দেখে থাকি।
তারপর তিন নং ছবিটিতে জমির হাট স্কুল মাঠ থেকে তোলা। এই বিল্ডিংটি নতুন একটি বিল্ডিং। স্কুলের বিল্ডিং এর উপরে তোলা আকাশের ছবিটি দেখতে ভালোই লাগে।বিল্ডিং এর উপরের আকাশের ছবিটি অনেক পরিষ্কার একটা ছবি।
সবশেষে ছবিটি হচ্ছে পড়ন্ত বিকাল বেলার ছবি। সূর্য অস্ত ডুবে যাওয়ার সময় তুলা একটা ছবি। শেষ বিকালে আকাশে সূর্যঅস্ত ডুবে যাচ্ছে। শেষ বিকালে আকাশে ছবি টা আমার কাছে ভালো লাগছে।
ধন্যবাদ সবাইকে সময় করে আমার লেখাটি পড়ার জন্য। প্রতিযোগিতায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি @arjinarahman আপুকে @samiya90 আপুকে কে।
Divice | vivo y20 |
---|---|
Catagory | skyPhotography |
Location | Parbatipur,Dinajpur, Bangladesh |
Photographer | chaitanno000 |
ধন্যবাদান্তেঃ
chaitanno000
আপনার তোলা আকাশের ছবিগুলো দেখতে ভারি চমৎকার লাগছে।
ধন্যবাদ ভাই আপনাকে।।
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER: