The diary game 05-10-2021
হ্যলো,আশা করি সকলেই ভাল আছেন।আমিও ভাল আছি।
আমি আমার আজকের দৈনিক ডায়েরি আপনাদের কাছে উপস্থাপন করলাম।
তারিখঃ০৪-১০-২০২১ইং।
সকাল
শুভ সকাল।আজকে আমি ঘুম থেকে একটু দেরিতে উঠি।ঘুম থেকে উঠে বাথরুমে যাই ফ্রেশ হতে।এরপর সকালের খাবার নিয়ে খাবার টেবিল এ বসলাম।মটর চালু করে আগেই জল নিয়ে রাখি।আমার খাওয়া হলে বারান্দায় বসে ছিলাম তখন ডালিম গাছের দিকে তাকিয়ে দেখি ফুল ফুটেছে অনেক,আমি একটি ছবি তুলে রাখলাম।আমার অনেক কাজ জমা হয়ে আছে সেগুলো করতে হবে তাই আর বসে না থেকে কাজ শুরু করি।প্রথম কাজ হল রান্না,তাই রান্নার জন্য প্রস্তুতি নেই।
দুপুর
দুপুরের একটু আগে আমি রান্না শুরু করে দেই।আগে ভাত রান্না করে নেই।এরপর আজকে আলু দিয়ে সয়াবরি রান্নার প্রস্তুতি নেই।এর আগে এই রান্না করি নি,মায়ের কাছে একটু টিপস নিয়ে শুরু করি মোটামুটি ভালই হয়েছিল। এরপর ডিম ভেজে নেই,খুবই সাধারন রান্না করে নেই।রান্না শেষ করে আমি একটু বাহিরে চলে আসি একটু সময় কাটিয়ে আবার বাড়িতে ফিরে আসি। এরপর আমি গোসল করে নেই।এরপর সবাইকে খাবার দিয়ে আমি দুপুরের খাবার খাই এবং বিছানায় শুয়ে রেস্ট করি।
বিকাল
বিকেল বেলা ঘুম থেকে উঠে আমি আমার বাগানে যাই গাছ ও পুকুর দেখার জন্য।অনেক বৃষ্টিপাত হচ্ছে দুদিন থেকে।বাগানে যাওয়ার রাস্তা জলে ডুবে গেছে।বাগানে ঢুকে দেখি ছাগল গাছের চামড়া তুলে খেয়েছে।আমি সেগুলো দেখে কাঁচা গোবর লাগিয়ে দেই যাতে ছাগল আর খেতে না পারে।এরপর পুকুরে তকিয়ে দেখি জল ভর্তি হয়ে আছে।জল বাহিরের জন্য পাইপ লাগানো আছে,কিন্তু জল বাহির হচ্ছে না তখন দেখলাম পাইপ এ ময়লা লেগে আছে আমি সেগুলো পরিস্কার করে দিলাম। ময়লা গুলো পরিস্কারের পর জল বাহির হতে শুরু হয়। সন্ধা নেমে আসে একটু পরেই তাই আমি বাড়ি চলে আসি।
রাত
সন্ধায় আমি বাড়িতেই অবস্হান করি কারন বৃষ্টি হচ্ছিল।আমি নাস্তা করে নিলাম এরপর রাতে একটু বাহিরে বের হই বাড়ির পাশে দোকানে সবাই বসে আড্ডা দেয় আমিও সেখানে যাই। দোকানে এক ঘন্টার মত সময় বসে ছিলাম তারপর বাড়িতে চলে আসি। বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে রাতের খাবার খাই।এরপর বিছানায় শুয়ে মোবাইল নাটক দেখলাম গান শুনি সবশেষে ঘুমিয়ে পড়ি।
আজকের দিনটি এভাবেই অতিবাহিত হয়,একটি সাধারন দিন ছিল।আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।
ধন্যবাদ
ভালো ছিল আপনার দিনটি।
ধন্যবাদ,ভাই।
ভালো কেটেছে আপনার দিনটি ভাই
ধন্যবাদ,ভাই।
ভালো লিখেছেন
ধন্যবাদ,ভাই
সুন্দর একটি দিন অতিবাহিত করেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।
ধন্যবাদ,ভাই।
খুবই চমৎকার একটি দিন কাটিয়েছেন। সুন্দরভাবে সাজিয়ে লিখেছেন।
অনেক ধন্যবাদ ভাইয়া।
ভালো একটা দিন ছিলো ।
ধন্যবাদ।
Sundor diary dada
Thanks rajib
অনেক ভালো লিখেছেন ভাই।