The diary game 02 december 2021 30% for @hive-138339

in Steem Bangladesh3 years ago

হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভাল আছেন। আমিও ভাল আছি। আজকে আমি আমার আজকের দিনটি আপনাদের সাথে শেয়ার করলাম। তারিখঃ০১-১২-২০২১ইং

সকাল

20211202_115531.jpg

শুভ সকাল,প্রতিদিনের মত আজকেও আমি ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে সকালের খাবার খাই এরপর আমি একটু বসে থাকি ঘর এ তারপর আমি একটু বাহিরে চলে যাই এবং পাশের দোকানে কিছু সময় বসে থাকি কিছু সময় পর আমি বাড়িতে চলে আসি এবং আমি আমার ঘর এ শুয়ে থাকি কিছু সময়।এরপরে আমি একটু বাগানে চলে যাই বাগানে গিয়ে লিচু গাছে গোবর পানি ছিটিয়ে দেই যাতে ছাগল গাছ খেতে না পারে। এরপর আমি পুকুরের কিছু ময়লা পরিস্কার করে দেই এরপর আমি একটু বসে থাকি বাগানে। এভাবে আমার সকাল বেলা অতিবাহিত হয়।

দুপুর

20211202_115456.jpg

দুপুর বেলা আমি বাড়িতে চলে আসি এবং বাথরুমে গিয়ে গোসল করে নেই এরপর আমি আমার দুপুরের খাবার খাই এরপর বিছানায় শুয়ে রেস্ট করে নেই এরপর আমি মোবাইলে সময় কাটিয়ে নেই এবং কিছু সময় পর ঘুমিয়ে যাই।

বিকাল

বিকাল বেলা আমি ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে নেই এরপর আমি একটু বাহিরে চলে আসি এবং বাগানে চলে যাই এরপর আমি জমিতে চলে যাই জমি দেখার পর আমি আমার বীজতলা দেখতে যাই। বীজতলা দেখা হলে আমি বাড়িতে চলে আসি এবং একটু পরেই সন্ধা হয়ে যায়। আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে বাজারে চলে আসি।

রাত

20211201_204202.jpg

রাতের বেলা আমি বাজারেে গিয়ে সবাইকে ফোন দেই দেখা করার জন্য সবাই বাসায় ছিল এরপর আমি আমার বড় ভাই ফিরোজ ভাইয়ের সাথে আড্ডা দিলাম চায়ের দোকানে চা পান করলাম এরপর আমার বন্ধু রাজিব ও ছোট ভাই শাওন সামীম চলে আসে এরপর আমরা সবাই নতুন বাজার এ চলে যাই কফি হাউজ এ গিয়ে আমরা হালিম ও নান রুটি খেলাম এরপর আমরা কিছু সময় ওখানে আড্ডা দিলাম। এরপর আমরা বাড়ির দিকে রওনা দেই আমি ও রাজিব একসাথে বাড়ির দিকে রওনা দেই এরপর আমি ওকে বাড়িতে নামিয়ে দিয়ে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আমি আমার রাতের খাবার খাই এরপর বিছানায় শুয়ে রেস্ট করে নেই এরপর আমি মোবাইলে কিছু সময় কাটিয়ে ঘুমিয়ে পড়ি।

বন্ধুরা এই ছিল আমার আজকের দিনটি। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

আমড়া কবে খাওয়াবেন দাদা??

 3 years ago 

বড় হলে

 3 years ago 

ঠিক আছে দাদা অপেক্ষায় থাকলাম।

 3 years ago 

আশা করি এবার লিচুর ফলন ভালো হবে। এবার ধানের ফলন কেমন ছিল?

 3 years ago 

লিচু কেমন হবে জানি না তবে ধান ভাল হয়েছে।

Valoi to Amra dhorche.

 3 years ago 

বছর এ তিনবার ফল হয় কিন্তু ছোট হয়।

 3 years ago 

অনেক সুন্দর একটি ডাইরি গেম ছিল।ডাইরি টি পড়ে বেশ ভালোই লাগলো

You have been upvoted by @abuahmad, a Country Representative of Bangladesh. We are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the quality contents on steemit.


I invite you to join #club-5050 if you haven’t joined yet



Follow @steemitblog for all the latest update and
Keep creating qualityful contents on Steemit!

Steem On

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.24
JST 0.039
BTC 104379.88
ETH 3348.93
SBD 5.61