Steemit awards 2021

in Steem Bangladesh3 years ago

হ্যালো বন্ধুরা আশা করি সকলেই সকলেই ভাল আছেন। আমিও ভাল আছি।

d8707f4331918bb1ba98ea002f2970ff.0.jpeg

আজকে আমি নমিনেশন এওয়ার্ড এর জন্য আমার পছন্দের কমিউনিটি কনট্রিবিউটর অথর জানালাম এই পোস্টের মাধ্যমে।

best community-@steem-bangladesh

520717d6f0dfb3d4b533fbe7ade62ffc.0.jpeg

আমি স্টিম বাংলাদেশকে বেস্ট কমিউনিটির জন্য সমর্থন করছি। কারন স্টিম বাংলাদেশ কমিউনিটিতে সকল ব্যাবহারকরী যে কোন ভাষায় পোস্ট লিখতে পারে। আমি শুরু থেকে স্টিম বাংলাদেশ কমিউনিটিতে কাজ করি। আমি অনেক কিছু শিখেছি এখান থেকে। এই কমিউনিটিতে অনেক কনটেস্ট চালু আছে যা আমার খুব ভাল লাগে। এই কমিউনিটিতে চার জন কান্ট্রি রিপেজেন্টটিভ আছেন। এরা হলেন @boss75,@toufiq777,@tarpan,@abuahamad এরা স্টিম বাংলাদেশ কমিউনিটিকে দিন দিন অনেক উচ্চতায় নিয়ে যাচ্ছে।

best author-@bdwomen

8a3b32ed680f4e6e227b9a06e1e310a6.0.jpeg

আমি বেস্ট অথর হিসেবে @bdwomen কে সমর্থন করছি।তার পোস্ট গুলো অনেক সুন্দর হয়। তিনি অনেক ভাল লিখেন। তার পোস্ট থেকে অনেক কিছু শেখাা যায়। তিনি স্টিম বাংলাদেশ কমিউনিটিতে অনেক কাজ করেন। তিনি সবাই কে ভালো পোস্ট করতে উৎসাহিত করেন। আমি তাকে যোগ্য লেখক হিসেবে গন্য করি।

best contributor-@rme

c2ff2e9c2f94c89a936c50fcdbf7c789.0.jpeg

আমি বেস্ট কনট্রিবিউটর হিসেবে @rme কে সমর্থন করছি। তিনি তার কমিউনিটির জন্য কঠোর পরিশ্রম করেন। তার কমিউনিটির নাম হচ্ছে @amarbanglablog। তিনি এই কমিউনিটির প্রতিষ্ঠাতা। তিনি সুন্দর ভাবে তার কমিউনিটি পরিচালনা করেন এবং তার ব্যাবহাকরীদের ইনকামের জন্য অনেক সাহায্য করেন।

আশা করি সকলেই মনোনীত হবেন।

ধন্যবাদ সবাইকে

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.24
JST 0.033
BTC 92344.28
ETH 2516.85
USDT 1.00
SBD 0.68