Steem Bangladesh Contest || Photography || 28th may 2022 eng.
ফটোগ্রাফি
১ম ছবি
- location-MWG2+MQX আমেরিক্যান ক্যাম্প
২য় ছবি
- location-MWG2+MQX আমেরিক্যান ক্যাম্প
আমার লিচু বাগানে লিচু গাছে গাছের আড়ালে একটি বুলবুলি পাখি সুন্দর করে বাসা তৈরি করে ডিম পেড়ে বাচ্চা ফুটিয়েছে। আমি গাছের ডাল কেটে দেওয়ার সময় দেখি সেখানে পাখি বসে আছে। আমি লক্ষ করলাম বাসায় কিছু পাখির ছানা রয়েছে। তাই আমি ডালগুলো কেটে না দিয়ে ওভাবেই রেখে দিই, যাতে ছানাগুলো খুব ভালো ভাবে বেড়ে উঠতে পারে।
৩য় ছবি
- location-MWG2+MQX আমেরিক্যান ক্যাম্প
এগুলো বোম্বাই জাতের লিচু। লিচু গুলো আমার বাগানের গাছের বোম্বাই জাতের লিচু। একটু দেরিতে পাকে এবং এই লিচু খেতে অনেক সুস্বাদু এবং অনেক রসালো হয়। আমি বাগানে বসে থাকা কালিন সময়ে এই লিচুর ছবি তুলে রাখি।
৪র্থ ছবি
- location-MWG2+MQX আমেরিক্যান ক্যাম্প
আপনারা ছবিতে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত কামরাঙ্গা গাছের ফুল। কামরাঙ্গা গাছে ফল হওয়ার আগে এরকম সুন্দর ফুল ফুটে থাকে এবং এই ফুলে মৌমাছিরা মধু সংগ্রহ করতে আসে এবং পরাগায়নের কাজ করে থাকে। এই ধরনের কীটপতঙ্গ গুলো পরাগায়নের পরে গাছে ফল ধরে।
৫ম ছবি
- location-MWG2+MQX আমেরিক্যান ক্যাম্প
এগুলো হচ্ছে গোলাপজাম। গোলাপজাম মূলত একটি লোভনীয় ফল এই ফলটি খেতে অনেক সুস্বাদু। এই ফলটি আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে দেখা যায়, তবে আমরা অনেকেই এই গাছ সম্পর্কে পরিচিত নই।এই গাছটি আমার বাগানে আমি কয়েক বছর আগে লাগিয়েছিলাম। এবছর আমার গাছটিতে মোটামুটি ফল এসেছে।
Invitation এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্যঃ-
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
thank you for the invitation.
It is a beautiful photography. Keep it up.
সপ্তাহে অন্তত তিনটি কন্টেস্টে পার্টিসিপ্যান্ট করুন
Congratulations..!!!
Your quality post has been supported by @nishadi89 member of "Arts Curator Team", using the @steemcurator04 account. We appreciate your efforts, keep making quality posts and get a chance to win a vote from our Curation team.
Thank you.
গোলাপজাম ফলটি আমার বেশ পছন্দের।
অনেক সুস্বাদু ফল।
অনেক সুন্দর ফটোগ্রাফি ভাই আর লেখাগুলো পড়ে খুবই ভালো লাগলো, শুভ কামনা রইলো ভাই
ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য।