Food For Street People || @bd-charity Weekly Report 03 || 25 June 2021

in Steem Bangladesh3 years ago (edited)

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। ইতিমধ্যে আমাদের আগের পোস্টের মাধ্যমে অনেকেই হয়তো জানতে পেরেছেন যে আমরা একটি নতুন প্রোজেক্ট হাতে নিয়েছি।

এরই ধারাবাহিকতায় আজ আমরা তৃতীয় সপ্তাহের কাজ সম্পন্ন করেছি। আল্লাহর রহমতে আজকে আমাদের এলাকা ছিলো খিলক্ষেত বাজার , ঢাকা ১২২৯

20210625_183541-COLLAGE.jpg

এই এলাকার কিছু গরিব মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়েছে @razuahmed ভাই এবং @sajjadsohan

যারা শুরু থেকেই ভালোবাসা এবং কন্ট্রিবিউট করে আমাদের সাথে ছিলেন এই প্রজেক্টে , তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।

IMG_20210625_141142.jpg

অসহায় বৃদ্ধা মহিলা কে খাবার দিচ্ছেন এলাকার রিপ্রেজেন্টিটিভ sajjadsohan .

এই সপ্তাহে খিলক্ষেত এলাকার জন্য বাজেট হয়েছিলো 30 steem এটাকে আমাদের লোকাল কারেন্সি তে কনভার্ট করার পর
হয়েছে ৬৫০ টাকা , ক্যাশ আউট করে হাতে পেয়েছি ৬৪০টাকা ($8) ।

এলাকার রিপ্রেজেন্টিটিভ ব্যক্তিগত অর্থায়নে যোগ করেন আরও 160 টাকা ($2)

204646262_180700850587570_4478127522437458978_n.jpg

মোট ($10) দিয়ে আমরা ক্রয় করতে পেরেছি 10 প্যাকেট

আমরা উক্ত ১০ প্যাকেট কে দুই সারিতে করে ব্যাগ এর ভিতর সাজিয়ে নেই।

IMG_20210625_140902.jpg

আমাদের দুজন রিপ্রেজেন্টিটিভ

আল্লাহর নাম স্মরণ করে, আমরা আমাদের বিতরণের কার্যক্রম শুরু করি।

IMG_20210625_140931.jpg

একজন অসহায় বৃদ্ধ মানুষকে খাবার বিতরণ করছেন আমাদের রিপ্রেজেন্টিটিভ razuahmed

এরপর আমরা বাজারের ভিতরে হাঁটতে থাকি এবং খাবারগুলো বিচরণ করে থাকি।

IMG_20210625_141125.jpg

IMG_20210625_141403.jpg

আরো কিছু খাবার বিতরনের ছবি

IMG_20210625_141938.jpg

IMG_20210625_142227.jpg

আমাদের razuahmed এর বিতরনের আরো কয়েকটি ছবি

IMG_20210625_141515.jpg

আমাদের sajjadsohan মা ও শিশুর হাতে খাবার তুলে দিচ্ছে

এই ভাবে বিতরণের মাধ্যমে আমরা আমাদের কাজ সম্পন্ন করি । আমাদের জন্য দোয়া করবেন যাতে @bd-charity আগামীতে আরও ভালো কাজ করতে পারে।

হিসাব

ক্যাশ আউট খরচ বাদ দিয়ে আমরা বাজেটের থেকে হাতে পাই ৬৪০ টাকা
এবং রিপ্রেজেন্টিটিভের ব্যক্তিগত অর্থায়নে যোগ করেন আরও ১৬০ টাকা ।
মোট ৮০০ টাকা

আমরা ১০ প্যাকেট তেহারি অর্ডার করেছিলাম যার দাম আসে-

১০*৮০= ৮০০ টাকা

IMG_20210625_223443.jpg


আপনাদের একটু সাহাজ্যেই হতে পারে একজন অসহায় মানুষ এর এক বেলার খাবার। আশা করি সবাই সামর্থ অনুযায়ী ডোনেট করবেন।


Polish_20210605_000122902.jpg

image.png

𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖

115.png

Cc:-

@steemcurator01
@steemitblog

Post Courtesy:- @sajjadsohan

Sort:  
 3 years ago 

Thanks for giving us opportunity to stand with street people...

❤️❤️

 3 years ago 

Thanks @razuahmed & @sajjadsohan for your contribution in helping poor people. Stay blessed as always ❤️

Thank u so much vai ❤️

@razuahmed vai sotti onk valo laglo😇😇proud feel hoitache

 3 years ago 

Thanks @razuahmed & @sajjadsohan for your for a mind-blowing work, really Felling Proud for you 🥀.
Keep it up this good work 👍



💚 ভালো কাজের পুরস্কার সবসময়ই ভালো হয়💚


thank u so much bro💚

This post has been supported by A Dollar A Day administered by @pennsif...

 3 years ago 

Great work
@sajjadsohan & @razuahmed brothers.

Thank u bro❤️

 3 years ago 

Good job @sajjadsohan & @razuahmed brother.

Thank u bro🥰🥰

 3 years ago 

অনেক সুন্দর কাজ করছেন ভাই। এগিয়ে যান ❣️ love it 😍

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.28
JST 0.042
BTC 104956.85
ETH 3880.98
SBD 3.32