Food For Street People || @bd-charity Weekly Report 01 || 04/06/2021

in Steem Bangladesh3 years ago (edited)

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। ইতিমধ্যে আমাদের আগের পোস্টের মাধ্যমে অনেকেই হয়তো জানতে পেরেছেন যে আমরা একটি নতুন প্রোজেক্ট হাতে নিয়েছি। পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন

Polish_20210605_025819360.jpg

তো এর ধারাবাহিকতায় আজ আমরা প্রথম সপ্তাহের কাজ সম্পন্ন করেছি। আল্লাহর রহমতে আজকে আমাদের এলাকা ছিলো খিলক্ষেত। এই এলাকার হয়ে কাজ করেছেন @razuahmed এবং @sajjadsohan। এই প্রোজেক্ট এ যারা কন্ট্রিবিউট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।

IMG_20210604_142020.jpg

একজন অসহায় বৃদ্ধা কে খাবার দিচ্ছেন এলাকার রিপ্রেজেন্টিটিভ razuahmed .

গত সপ্তাহের ফান্ড এর থেকে খিলক্ষেত এলাকার জন্য বাজেট হয়েছিলো 26 steem এটাকে আমাদের লোকাল কারেন্সি তে কনভার্ট করার পর হাতে পেয়েছি ১২৭০ টাকা ($14.58) । এই বাজেট দিয়েই আমাদের প্ল্যান শুরু হয়। আমরা ঠিক করি কিছু মানুষ এর দুপুরের খাবার এর ব্যবস্থা করার। আমরা লোকাল একটি বিরিয়ানির দোকান থেকে ১৬ পেকেট তেহারি কিনি উক্ত বাজেট দিয়ে।

IMG_20210604_141556.jpg

আমরা উক্ত ১৬ প্যাকেট কে দুই টি ব্যাগ এর ভিতর সাজিয়ে নেই।


IMG_20210604_141843.jpg

আমাদের দুজন রিপ্রেজেন্টিটিভ


তারপর আমরা দোকান থেকে বের হয়ে সামনে আগাতে থাকি । দোকান থেকে বার হওয়ার সময় খেয়াল করি এক মা তার বাচ্চার জন্য দোকান থেকে খাবার খুজতেছেন। আমরা দৌড়ে চলে যাই সেই মায়ের কাছে। তাদের দুজনের হাতে দুই প্যাকেট তুলে দেই।

IMG_20210604_142148.jpg

IMG_20210604_142154.jpg

বাচ্চা ও মা দুজন এর হাতেই খাবার তুলে দিচ্ছেন আমাদের রিপ্রেজেন্টিটিভ sajjadsohan


তারপর আমরা বাজার এর দিকে চলে যাই। সেখানে ধিরে ধিরে আমাদের কাছে থাকা সব প্যাকেট গুল পথের অসহায় মানুষ দের হাতে তুলে দেই।


IMG_20210604_141750.jpg


IMG_20210604_143204.jpg

কিছু পথ শিশু খাবার দেখে নেওয়ার জন্য এগিয়ে আসে। একে একে সবার হাতে খাবার তুলে দেয় আমাদের রিপ্রেজেন্টিটিভ


IMG_20210604_142528.jpg

IMG_20210604_142218.jpg

আরো কিছু খাবার বিতরনের ছবি


এভাবে আমরা এই সপ্তাহের খাবার বিতরনের কাজ সমাপ্ত করি। ব্যস্ততার কারনে আরো অনেক ছবি তোলা হয়নি। আশা করি আপনাদের সহায়তার মাধ্যমে আমরা পরের সপ্তাহে আরো বড় পরিসরে আয়জন করতে পারবো। ধন্যবাদ সবাইকে। সবার সুস্থতা কামনা করি। আবার দেখা হবে সামনের সপ্তাহের প্রোজেক্ট এ। ততক্ষন পর্যন্ত সবাই ভালো থাকবেন।

হিসাব


ক্যাশ আউট খরচ বাদ দিয়ে আমরা বাজেটের থেকে হাতে পাই ১২৫০ টাকা। আমরা ১৬ প্যাকেট তেহারি অর্ডার করেছিলাম যার দাম আসে-

১৬*৮০= ১২৮০ টাকা

দোকান দার কে অনেক আবদার এর পর তারা ১২২০ টাকা রাখে আমাদের থেকে। আর বাকি ৩০ টাকা আমাদের যাতায়াত ভাড়ায় খরচ হয়েছে।

সবার বুঝার সুবিধার্থে ক্যাশ মেমো ও খাবার এর দাম এর লিস্ট এর ছবি দিয়ে দিলাম-

IMG_20210604_141539.jpg

IMG_20210604_124801.jpg


আপনাদের একটু সাহাজ্যেই হতে পারে একজন অসহায় মানুষ এর এক বেলার খাবার। আশা করি সবাই সামর্থ অনুযায়ী ডোনেট করবেন।


Polish_20210605_000122902.jpg

Thank You

Cc:-

@steemcurator01
@steemitblog

Post Courtesy:- @razuahmed

Sort:  
 3 years ago 

Excellent Work @razuahmed & @sajjadsohan ❤️

Thank u bro❤️

 3 years ago 

Thanks a lot bro...

 3 years ago 

Great work done by @bd-charity, @razuahmed and @sajjadsohan.

Thank u vai.....

 3 years ago 

Thank you so much bro...

 3 years ago 

Great initiative @bd-charity, @razuahmed and @sajjadsohan. Keep it up. ❤

 3 years ago 

Thanks bro.. ❤️❤️

 3 years ago 

Thanks for the opportunity to work for street people...

@razuahmed 😄😄great work brother 😇🥰🥰

 3 years ago 

Thank you so much.. ❤️

 3 years ago 

It's a great work @razuahmed & @sajjadsohan 💓
Thank you so much both of you 💗

Thank u bro❤️

 3 years ago 

Thank you bro...

 3 years ago 

Great work dear brothers @sajjadsohan & @razuahmed

Thank u bro❤️❤️

 3 years ago 

Thanks bro...

great work brother

Buenas colaboracion a la comunidad

খুবই ভালো কাজ।দেখেই চোখ জুড়িয়ে যায়।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.030
BTC 58102.40
ETH 3065.94
USDT 1.00
SBD 2.26