Steem Bangladesh Contest - Game Review//@ bashar02//28-04-2021

in Steem Bangladesh3 years ago

Assalamualaikum
Hello.....!
My dear steemit Friend's,
l am @bashar02.

আজকে স্টিম বাংলাদেশ যে গেম রিভিউ দেয়া হয়েছে আমি সেই অনুযায়ী আমি একটি গেম পছন্দ করেছি।আর সেই গেমটি হলো আর্চারি।নিন্মে তার বিবরণ দিলাম-

আর্চারি খেলার উৎপত্তি :-

তীরন্দাজি বা ধনুবিদ্যা ইংরেজিতে বলে আর্চারি।এটি এক ধরনের কলাবিদ্যা অনুশীলন কিংবা দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তীর ধনুকের শব্দ ব্যবহার করা হয়।ল্যাটিন শব্দ থেকে ইংরেজি আর্চারি শব্দটির উৎপত্তি ঘটেছে। ঐতিহাসিকভাবে ধনু বিদ্যা মূলত পশু শিকার এবং যুদ্ধক্ষেত্রে লড়াই এর উদ্দেশ্য উদ্ভাবন করা হয়েছিল। বর্তমানে এটি চিত্ত বিনোদন মূলক খেলায় বহু প্রচলিত ক্রিড় বিশেষ ব্যক্তি হিসেবে তীর-ধনুক ব্যবহার করেন বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তিনি তীরন্দাজ আর্বোচারি বা বোম্যান নামে পরিচিত। প্রায় 400 বছর পূর্বে ইংল্যান্ডে প্রথম আর্চারি খেলা অনুষ্টিত হয়। এটি একটি মনস্তাত্ত্বিক খেলা। এই খেলা বাংলাদেশ সহ প্রায় সকল দেশে খুবই জনপ্রিয় একটি খেলা।

archery-2230855_1280.png

source

খেলার নিয়ম :-

আর্চারি খেলাটি ইনডোর বা আউটডোর উভয় হয়ে থাকে।ইনডোরে খেলতে শুটিং লাইনের তারগেটর দূরত্ব হয় 18 থেকে 25 মিটার। যা আউটডোরে ক্ষেত্রে 30 থেকে 90 মিটার। এবং অলিম্পিকের দূরত্ব ৭০ মিটার হয়ে থাকে। আর্চারি খেলাটি কয়েকটি ভাগে ভাগ করা হয়। প্রতিটি বিভাগে একটি তীরন্দাজ বা প্রতিযোগিতা 3 থেকে 6 টি তীর ছুটতে পারে।এর প্রতিটি প্রান্তরে তিনটা করে তীর ছোড়া যায়।আর এর জন্য সময় দেওয়া হয় দুই মিনিট। কেবল সিগন্যাল দেওয়ার পরে আর্চার তীর নিক্ষেপ করতে পারে।আর এই সিগনাল দেওয়া হয় লাইট কিংবা পতাকার মাধ্যমে। এর ক্ষেত্রে কোন শব্দ ব্যবহার করা হয় না।

bow-6122519_1280.png

source

এই খেলাটি খেলার জন্য অবশ্যই আপনাকে ধনুক ব্যবহার করতে হবে। ধনুক এর প্রধান হাতিয়ার। এই ধনুক টি অবশ্যই উন্নত মানের ধনুক হতে হবে। তা না হলে ধনুক মারার সময় আপনার তা বেকে থাকে সেটা দেখে যেতে পারে আর এটি বেঁকে গেলে আপনার লক্ষ্যবস্তু হবে না তাই অবশ্যই আপনাকে একটি ভালো মজবুত এবং উন্নতমানের প্রয়োজন।তীর মারার সময় তিনি স্থিতিস্থাপকতা থাকতে হবে এবং তিনটি মারার সময় আপনার হাতা অবশ্যই নমনীয়তা করতে হবে।

images.jpeg

source

প্রতিটি খেলায় প্রতিটা জিনিসের সমভাবে প্রয়োজন। ধনুকের পাশাপাশি তীরের প্রয়োজন। তীর নিক্ষেপ করার সময় আপনাদেরকে অবশ্যই দেখে নিতে হবে এবং তিনটি ভালো মানের হতে হবে যদি তিনটি ভালো মানের না হয় তাহলে আপনি লক্ষ্যভেদ করতে পারবেন না এবং আপনি অবশ্যই হবেন এর জন্য আপনার দৃষ্টি ভালো এবং মজবুত ও উন্নত মানের দেখে নিতে হবে।তীরন্দাজরা যখন তীর প্রতিযোগিতায় যায় তখন প্রতিটি তীরন্দাজ কে ৩ থেকে ৬টি তীর দেওয়া হয় আবার ইনডোরের ক্ষেত্রে দেওয়া হয় এবং এদেরকে দুইটি মিনিট সময় দেওয়া হয় প্রতিটি প্রান্তে থেকে তারা তিনটি করে।

images (1).jpeg

source

যখন তীর নিক্ষেপ করতে হয় তখন ধনুকের স্থিতিস্থাপকতা অনমনীয়তা থাকতে হবে।যখন তীর নিক্ষেপ করবে তখন ধনুকের স্থিতিশক্তি ও গতিশক্তি লাভ করে।এবং প্রতিযোগিতায় অংশগ্রহণের সময় তা দ্রুত গতিতে অনেক দূরে বা বেশি দ্রুত লাভ করে।এবং লক্ষ্যবস্তুতে আঘাত করে।তীর নিক্ষেপের সময় আপনি যদি আপনার হাতে নমনীয়তা ব্যবহার না করেন তাহলে তিনটি অন্য দিকে বেঁকে যেতে পারে তাই তীর নিক্ষেপ করার সময় আপনার নিশানা এবং আপনার হাতের নমনীয়তা ভাব থাকতে হবে তাহলে আপনি গন্তব্য স্থানে আপনার দৃষ্টি নিক্ষেপ করতে পারবেন।

images (3).jpeg

source

তীর কোথায় আঘাত করেছে তার উপর ভিত্তি করে পয়েন্ট দেওয়া হয়।বাইরের কেন্দ্র থেকে শুরু করে ভিতরে কেন্দ্র পৃষ্ঠা পর্যন্ত ১ থেকে ১০ পয়েন্ট দেওয়া হয়।যদি তীরটা আঘাত না করে তবে সেটাও কাউন্ট করা হয়।কিন্তু কেউ যদি নির্দিষ্ট সময় পরে তা নিক্ষেপ করে তবে তাকে শাস্তিস্বরূপ তার পয়েন্টটি কেটে নেওয়া বা বাতিল বলে গণ্য করা হয়ে থাকে।

images (5).jpeg

source

এখানে যে বোর্ডটি ব্যবহার করা হয় তাতে দশটি পয়েন্ট দেওয়া থাক। আর্চার তীর প্রয়োগ করবে ওই যে দাগে নিক্ষেপ করবে ওই পরিমাণ পয়েন্ট পাবেন।উদাহরণ হিসাবে বলা যেতে পারে ৭ নম্বর ঘরে লাগলো তাহলে তার পয়েন্ট হবে ৭। অথবা যদি ১০ নম্বর ঘরে এসে লাগে তাহলে তার পয়েন্ট হবে ১০।এই খেলা টেবিলটি গোল আকৃতির হয়ে থাকে। এবং গোল করে দশটি দাগ দেওয়া থাকে।এ দাগগুলো একেকটি পয়েন্ট।আমরা এটা নিক্ষেপ করে তখন তারা আগে চেষ্টা করে তারা যেন মাঝখানে যায় তাহলে সে ফুল পয়েন্ট পেয়ে থাকে।

images (4).jpeg

source

বাংলাদেশ আর্চারি:-

ইতিহাস ও ঐতিহাসিক সমৃদ্ধ এই উপমহাদেশের কমবেশি প্রতিটি মানুষ তীর ধনুক এর সাথে পরিচিত।বাঙ্গালী তাঁর স্মৃতি খুলে দেখতে পাই এই তীর ধনুকের ছবি।আর স্মৃতিময় তীর-ধনুকই আজকের আর্চারি।২০০৩ সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ এই আর্চারি খেলা অনুষ্ঠিত হয়।আর্চারি ২০০৯ বিকে,এসপি,তে যাত্রা শুরু হয়।সর্বশেষ আর্চারি ইভেন্টে বাংলাদেশ ২০১৯ সালে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আর এই প্রতিযোগিতায় বাংলাদেশ সর্বোচ্চ ১০টি স্বর্ণ পদক পেয়ে থাকেন। এবং বাংলাদেশকে উজ্জ্বল নক্ষত্র পরিচয় করে বিশ্বে।

Thanks to my steem-bangladesh

Sort:  
 3 years ago 

Try to follow the topic. This isn't a game review post.

You have been upvoted by @toufiq777 A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,

For general information about what is happening on Steem follow @steemitblog.

Thank you sir for your kindness information

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 60122.55
ETH 3199.29
USDT 1.00
SBD 2.43