সুইসাইড কোনো সমাধান নয় / 31-10-2022 / বেঁচে থেকে পরিস্থিতি বদলানোর নামই জীবন

দিনটা ছিল সোমবার । প্রতিনিয়তর মতই আমি বাড়িতে ছিলাম । ঘেরে মাছ ধরছি একটা বিন্দাস আনন্দ। রাতে আমার প্রিয় মাংস রান্না হবে ভেবে খুশিতে আত্মহারা। মাছ ধরে মা আর দিদির সাথে গল্প করে ক্লান্ত হয়ে দুপুরে ঘুমলাম। বিকালে নদীর পাড়ে হাঁটতে যাওয়ার কথা ছিল তাই ঘুমের মাঝে কাকার কল , ঝটপট করে ওটে পড়লাম। তারপর নদীর পাশে যেয়ে বসলাম। সেরকম আনন্দ।

সন্ধ্যায় বাড়িতে এসে খাওয়াদাওয়া করলাম সবাই মিলে। সময়টা অসাধারণ কাটল। আর রান্নাটাও বেশ মজার হয়েছিল।

খেয়ে সবাই যে যার বাড়িতে চলে গেল। হঠাৎই আমার একটা কল আসল । শুনলাম আমার ভাই নাকি কীটনাশক খেয়েছে। প্রচন্ড ভয় পেলাম, আর বিশ্বাস ও করতে পারছিলাম না কারণ ওর মত মানুষ এটা করতে পারে এটা ছিল আশার বাইরে। সরাসরি ওকে ফোন করলাম ধরল অন্য কেউ, সে কিছুই বলল না।

তরপর ,ফোন দিলাম ওর বাবার কাছে ধরল অন্য কেউ সে কিছুটা পেচিয়ে বলল। তখন আমি ক্লিয়ার হলাম বিষয়টা সত্যিই।

খুবই মন খারাপ হল। মন খারাপ এর কারণে রাতে ঘুম ভালো হলো। সকালে উঠে দেরি না করে চলে গেলাম ওকে দেখতে ।

যেয়ে দেখি ও অনেকটাই স্বাভাবিক। দেখে মনটা ভালো হয়ে গেল।

20221101_122953.jpg

তখন আমি আর ওর দিদি মিলে পরিকল্পনা করলাম ওকে একটা শিক্ষা দেওয়া যাক যাতে করে এরকম পাগলামি যেন আর না করে । আর শিক্ষা দেওয়ার সবথেকে উত্তম উপায় হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম।

এরপর ভিন্ন ভিন্ন ভাবে কিছু ছবি তুললাম ওর।

20221101_122943.jpg

20221101_122931.jpg

20221101_122427.jpg

লজ্জায় সে মুকটা বার বার ঢেকে রাখছিল। আয আমি ততবারই মুখ থেকে হাত সরিয়ে দিচ্ছিলাম।

এরপর ছবিগুলো ফেসবুকে আপলোড করে ওকে ওর দিদি, দাদা বাবু কে সুন্দর করে ট্যাগ করে দিলাম।
এরপর কমেন্ট আর কমেন্ট। এই দেখে ওর গার্লফ্রেন্ড রেগে আগুন। ফ্রেন্ডরা খোচা মারছে আর প্রতিবেশী সেলিব্রিটিকে দেখতে আসছে ।

অবশেষে শুধু এটুকুই বলব মৃত্যু কোনো সমাধান নয়। কারো সাথে ঝগড়া হয়েছে দূরে কোথাও চলে যান । সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকুন, মাস্তি করুন, নতুন মনের মানুষ খুজুন, লাইপটা উপভোগ করুন। কারণ জীবন একটাই তাই অহেতুক ফালতু লোকের জন্য নিজেকে কষ্ট দিয়েন না।

কারণ সময়ের পরিবর্তনে সেই ফালতু লোকটা আপনার সামনে এসে নতস্বীকার করবে।
এটাই নিয়তির খেলা। বিশ্বাস রাখুন, আর মন খুলে ভালোবাসুন।

সবাই ভালো থাকবেন ।
ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

আপনার টাইটেল এর সাথে আমি একমত প্রকাশ করছি৷

আপনি আপনার লেখার শীর্ষকটি ভীষন সুন্দর নির্বাচন করেছেন।আপনার ভাই সুস্থ আছেন জেনে ভালো লাগলো।
আপনাকে অনুরোধ করবো আমাদের @Incredibleindia কমিউনিটির মাধ্যমে আপনার লেখা সকলের সাথে ভাগ করে নেওয়ার জন্য।ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56577.01
ETH 2981.05
USDT 1.00
SBD 2.14